ওয়েবসাইট ছাড়াই পিন্টারেস্ট থেকে আয় করার ২ টি কার্যকরী উপায়

এই আর্টিকেলটি বর্তমানে যারা পড়ছেন, তাদের বেশিরভাগই এফিলিয়েট মার্কেটিং পেশার সাথে জড়িত কিংবা টাকার অভাবে এফিলিয়েট মার্কেটিং এ আসতে পারছেন না ।

কিন্তু কেমন হয়, যদি পিন্টারেস্ট থেকে আয় করতে পারি, তাও আবার কোন ধরনের ইনভেস্ট ছাড়াই?

তাহলে চলুন শুরু করি একদম প্রথম থেকে ।

প্রোফাইল তৈরি করুন

ধরা যাক, আমার নিস্ হচ্ছে বিড়াল । তাহলে আমি আমার নিস্ অনুযায়ী একটি বিজনেস প্রোফাইল ক্রিয়েট করবো ঠিক নিচের ছবিটার মত । (উদাহরণ: The Meow Place | Hassle-Free Cat Care)

pinterest profile
  • Save

আর আপনার যদি বর্তমানে পার্সোনাল একাউন্ট থাকে তবে তা বিজনেস একাউন্টে রূপান্তরিত করে ফেলুন সেটিং থেকে । বিজনেস প্রোফাইলে বেশ কিছু ফিচার্স রয়েছে, যা নিম্নে শেয়ার করা হয়েছে ।

  • এটি সম্পূর্ণ ফ্রি
  • রিচ পিন এনাবল
  • পিন্টারেস্ট এনালাইটিক্স

এছাড়াও আরো ফিচার উপভোগ করার জন্য অবশ্যই আপনার বিজনেস একাউন্ট থাকতে হবে । তাছাড়া আমরা যেহেতু পিন্টারেস্টকে কাজে লাগিয়ে টাকা আয় করবো, তাই আমাদের জন্য বিজনেস একাউন্ট অবশ্যই গুরুতকপূর্ন ।

বোর্ড তৈরী করুন

প্রথম দিন ৫ থেকে ১০ টি বোর্ড তৈরী করুন আপনার নিস্ অনুযায়ী । যেমন আমার নিস্ যদি বিড়াল হয় তবে আমি বিড়াল ফুডস, বিড়াল ফান্নি ভিডিওস, বিড়াল ইমেজেস ইত্যাদি নাম বোর্ড ক্রিয়েট করবো ।

একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে, যেহেতু আমাদের একাউন্ট নতুন তাই আমরা ধীরে ধীরে কাজ করবো । এতে করে আমাদের একাউন্টও সেফ থাকবে ।

পিন করুন

পিন্টারেস্টের সার্চবার থেকে আপনার নিস্ অনুযায়ী কিওয়ার্ড লিখে সার্চ করুন । যে সমস্ত ইমেজ আপনার সামনে আসবে সেখান থেকে আপনার তৈরী করা বোর্ড অনুযায়ী ইমেজ পিন করুন ।

আপনার বোর্ড যদি ১০ টি হয় তবে প্রতিদিন প্রতি বোর্ডে ২ টি করে মোট ২০ টি ইমেজ পিন করুন ।

যেহেতু আমরা বিভিন্ন পিন্টারেস্ট প্রোফাইলের ইমেজ পিন করছি, তাই একাউন্ট ব্যান হওয়ার কোন সুযোগ নেই । তবে হ্যা, অতিরিক্ত সুরক্ষার জন্য অবশ্যই আমরা অধিক পিন করবো না ।

টানা ১ থেকে ২ মাস এভাবে পিন করতে থাকুন এবং আপনার রিলিটেড বোর্ড ফলো করতে থাকুন ।

যেহেতু বিড়াল কম বেশি সবাই ভালবাসে, তাই আমরা খুব সহজেই ফলোয়ার্স এবং প্রচুর ভিউয়ার্স পাবো । এছাড়াও পিন্টারেস্ট মার্কেটিং তো থাকবেই ।

বিঃদ্রঃ আপনার নিস্ বাছাইয়ের ক্ষেত্রে এমন নিস্ সিলেক্ট করবেন, যা প্রায় সকল মানুষ ভালবাসে, বিশেষ করে মেয়েরা । এতে করে রিপিন, ভিউয়ার্স, ফলোয়ার্স সবকিছুই বৃদ্ধি পাবে ।

যেহেতু একাউন্টে এখন প্রচুর পিন রয়েছে এবং ফলোয়ারও রয়েছে, তাই এবার আমরা টাকা আয়ের দিকে পথ বাড়াবো । দুইটি উপায় নিম্নে বর্ণনা করা হয়েছে । ভবিষ্যতে আরো উপায়সমূহ নিম্নে যুক্ত করা হবে ।

তাই আপনি চাইলে আর্টিকেলটি বুকমার্ক করে রাখতে পারেন ।

বোর্ডের ইনভাইট সেল করুন

যাদের বিড়াল সম্পর্কিত ব্লগ রয়েছে, আমরা চাইলে তাদের কাছে মেইল পাঠাতে পারি বোর্ডের ইনভাইট করার প্রসঙ্গে । এবং অবশ্যই মেইলে উল্লেখ করবো, আমাদের পিন্টারেস্টের এনালাইটিক্স এর সকল ইনফরমেশন ।

এবং সাথে এটাও বলবো যে সে কিভাবে বোর্ডে তার ব্লগের ইমেজ পিন করার মাধ্যমে লাভবান হবে ।

কাস্টম পিন সেল করুন

এটা অনেকটা বোর্ডের ইনভাইট সেল করার মতোই । তবে আমরা আমাদের বোর্ডে কাউকে ইনভাইট করবো না । আমরা বোর্ড রিলেটেড ওয়েবসাইটে মেইল করবো এবং তাদেরকে বোর্ডে পিন করার সুফলসমূহ বলবো ।

এতে করে সে যখন রাজি হবে, তখন আমরা তাদের ব্লগ পোষ্ট অনুযায়ী ইমেজ তৈরী করবো এবং সাইট লিংকের জায়গায় তাদের সাইটের লিংক দিবো ।

উপসংহার

টাকা আয় করা অবশ্যই কোন সহজ কাজ নয় । কিন্তু ধৈর্য এবং আমাদের বুদ্ধিমত্ত্বাকে কাজে লাগিয়ে আমরা টাকা আয় করতে পারি । পিন্টারেস্টের ব্যপারটাও এরকম ।

একজন মানুষ একমাত্র আপনার পিন্টারেস্ট পিন তখনই রিপিন করবে, যখন ইমেজটা সুন্দর এবং হেল্পফুল হবে । তাই অবশ্যই প্রফেশনালভাবে ইমেজ তৈরী করুন ।

শেষ তবে শেষ নয়: দীর্ঘ ৫ বছর পর বাংলায় আর্টিকেল লিখলাম । জানিনা কেমন হয়েছে । আশা করি ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিবেন লিখাটি সম্পর্কে ।

Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

7 thoughts on “ওয়েবসাইট ছাড়াই পিন্টারেস্ট থেকে আয় করার ২ টি কার্যকরী উপায়”

  1. ভালো লেগেছে। এখন প্রয়োগ করার পালা। দেখা যাক কতোটা সফলতা আসে

    Reply
  2. অনেক সুন্দর হয়েছে ভাইয়া,, ট্রাই করে দেখি কেমন হয়,,,,,

    Reply
  3. খুব ভালো লাগলো আইডিয়াটা। ধন্যবাদ এইরকম আর্টিকেল লিখার জন্য।

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap