এই আর্টিকেলটি বর্তমানে যারা পড়ছেন, তাদের বেশিরভাগই এফিলিয়েট মার্কেটিং পেশার সাথে জড়িত কিংবা টাকার অভাবে এফিলিয়েট মার্কেটিং এ আসতে পারছেন না ।
কিন্তু কেমন হয়, যদি পিন্টারেস্ট থেকে আয় করতে পারি, তাও আবার কোন ধরনের ইনভেস্ট ছাড়াই?
তাহলে চলুন শুরু করি একদম প্রথম থেকে ।
প্রোফাইল তৈরি করুন
ধরা যাক, আমার নিস্ হচ্ছে বিড়াল । তাহলে আমি আমার নিস্ অনুযায়ী একটি বিজনেস প্রোফাইল ক্রিয়েট করবো ঠিক নিচের ছবিটার মত । (উদাহরণ: The Meow Place | Hassle-Free Cat Care)

আর আপনার যদি বর্তমানে পার্সোনাল একাউন্ট থাকে তবে তা বিজনেস একাউন্টে রূপান্তরিত করে ফেলুন সেটিং থেকে । বিজনেস প্রোফাইলে বেশ কিছু ফিচার্স রয়েছে, যা নিম্নে শেয়ার করা হয়েছে ।
- এটি সম্পূর্ণ ফ্রি
- রিচ পিন এনাবল
- পিন্টারেস্ট এনালাইটিক্স
এছাড়াও আরো ফিচার উপভোগ করার জন্য অবশ্যই আপনার বিজনেস একাউন্ট থাকতে হবে । তাছাড়া আমরা যেহেতু পিন্টারেস্টকে কাজে লাগিয়ে টাকা আয় করবো, তাই আমাদের জন্য বিজনেস একাউন্ট অবশ্যই গুরুতকপূর্ন ।
বোর্ড তৈরী করুন
প্রথম দিন ৫ থেকে ১০ টি বোর্ড তৈরী করুন আপনার নিস্ অনুযায়ী । যেমন আমার নিস্ যদি বিড়াল হয় তবে আমি বিড়াল ফুডস, বিড়াল ফান্নি ভিডিওস, বিড়াল ইমেজেস ইত্যাদি নাম বোর্ড ক্রিয়েট করবো ।
একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে, যেহেতু আমাদের একাউন্ট নতুন তাই আমরা ধীরে ধীরে কাজ করবো । এতে করে আমাদের একাউন্টও সেফ থাকবে ।
পিন করুন
পিন্টারেস্টের সার্চবার থেকে আপনার নিস্ অনুযায়ী কিওয়ার্ড লিখে সার্চ করুন । যে সমস্ত ইমেজ আপনার সামনে আসবে সেখান থেকে আপনার তৈরী করা বোর্ড অনুযায়ী ইমেজ পিন করুন ।
আপনার বোর্ড যদি ১০ টি হয় তবে প্রতিদিন প্রতি বোর্ডে ২ টি করে মোট ২০ টি ইমেজ পিন করুন ।
যেহেতু আমরা বিভিন্ন পিন্টারেস্ট প্রোফাইলের ইমেজ পিন করছি, তাই একাউন্ট ব্যান হওয়ার কোন সুযোগ নেই । তবে হ্যা, অতিরিক্ত সুরক্ষার জন্য অবশ্যই আমরা অধিক পিন করবো না ।
টানা ১ থেকে ২ মাস এভাবে পিন করতে থাকুন এবং আপনার রিলিটেড বোর্ড ফলো করতে থাকুন ।
যেহেতু বিড়াল কম বেশি সবাই ভালবাসে, তাই আমরা খুব সহজেই ফলোয়ার্স এবং প্রচুর ভিউয়ার্স পাবো । এছাড়াও পিন্টারেস্ট মার্কেটিং তো থাকবেই ।
বিঃদ্রঃ আপনার নিস্ বাছাইয়ের ক্ষেত্রে এমন নিস্ সিলেক্ট করবেন, যা প্রায় সকল মানুষ ভালবাসে, বিশেষ করে মেয়েরা । এতে করে রিপিন, ভিউয়ার্স, ফলোয়ার্স সবকিছুই বৃদ্ধি পাবে ।
যেহেতু একাউন্টে এখন প্রচুর পিন রয়েছে এবং ফলোয়ারও রয়েছে, তাই এবার আমরা টাকা আয়ের দিকে পথ বাড়াবো । দুইটি উপায় নিম্নে বর্ণনা করা হয়েছে । ভবিষ্যতে আরো উপায়সমূহ নিম্নে যুক্ত করা হবে ।
তাই আপনি চাইলে আর্টিকেলটি বুকমার্ক করে রাখতে পারেন ।
বোর্ডের ইনভাইট সেল করুন
যাদের বিড়াল সম্পর্কিত ব্লগ রয়েছে, আমরা চাইলে তাদের কাছে মেইল পাঠাতে পারি বোর্ডের ইনভাইট করার প্রসঙ্গে । এবং অবশ্যই মেইলে উল্লেখ করবো, আমাদের পিন্টারেস্টের এনালাইটিক্স এর সকল ইনফরমেশন ।
এবং সাথে এটাও বলবো যে সে কিভাবে বোর্ডে তার ব্লগের ইমেজ পিন করার মাধ্যমে লাভবান হবে ।
কাস্টম পিন সেল করুন
এটা অনেকটা বোর্ডের ইনভাইট সেল করার মতোই । তবে আমরা আমাদের বোর্ডে কাউকে ইনভাইট করবো না । আমরা বোর্ড রিলেটেড ওয়েবসাইটে মেইল করবো এবং তাদেরকে বোর্ডে পিন করার সুফলসমূহ বলবো ।
এতে করে সে যখন রাজি হবে, তখন আমরা তাদের ব্লগ পোষ্ট অনুযায়ী ইমেজ তৈরী করবো এবং সাইট লিংকের জায়গায় তাদের সাইটের লিংক দিবো ।
উপসংহার
টাকা আয় করা অবশ্যই কোন সহজ কাজ নয় । কিন্তু ধৈর্য এবং আমাদের বুদ্ধিমত্ত্বাকে কাজে লাগিয়ে আমরা টাকা আয় করতে পারি । পিন্টারেস্টের ব্যপারটাও এরকম ।
একজন মানুষ একমাত্র আপনার পিন্টারেস্ট পিন তখনই রিপিন করবে, যখন ইমেজটা সুন্দর এবং হেল্পফুল হবে । তাই অবশ্যই প্রফেশনালভাবে ইমেজ তৈরী করুন ।
শেষ তবে শেষ নয়: দীর্ঘ ৫ বছর পর বাংলায় আর্টিকেল লিখলাম । জানিনা কেমন হয়েছে । আশা করি ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিবেন লিখাটি সম্পর্কে ।
- ওয়েবসাইট ছাড়াই পিন্টারেস্ট থেকে আয় করার ২ টি কার্যকরী উপায় - November 1, 2020
Jotil boss.it’s really helpful.Thanks a lot
ভালো লেগেছে। এখন প্রয়োগ করার পালা। দেখা যাক কতোটা সফলতা আসে
অনেক সুন্দর হয়েছে ভাইয়া,, ট্রাই করে দেখি কেমন হয়,,,,,
Really awesome content vaiya . Thank u so much
খুব ভালো একটি আর্টিকেল।
খুব ভালো লাগলো আইডিয়াটা। ধন্যবাদ এইরকম আর্টিকেল লিখার জন্য।
খুব ভালো ণাগলো, পড়ে উৎসাহী হলাম