Last Updated on
আমাদের প্রো গ্রুপে একজনের প্রশ্ন ছিল দুইটা।
১. কোনো একটা নিশ সাইট সাকসেসফুল হলে, ওই সাইটেই অন্য কোন নিশ যোগ করা যায় কি??
২. কোনো নিশ সাইট লস প্রজেক্টের দিকে মোড় নিচ্ছে কিনা সেটা বোঝার উপায় কি??
পলাশ ভাই এবং আমার উত্তর নিন্মরুপঃ
প্রথম প্রশ্নের উত্তরঃ
আপনি যদি ক্যামেরা নিয়ে একটি সাইট করেন, অনায়াসে আপনি ফটোগ্রাফি রিলেটেড অন্য যেকোনো কিছু এড করতে পারেন। এটাই ভালো এবং স্বাভাবিক। কিন্তু ক্যামেরার সাইটে গলফ রিলেটেড কিছু বিক্রি করতে চাইলে সমস্যা।
এটাতে মেইন যে সমস্যা হয়; সেটা হচ্ছে, টপিক্যাল রিলিভেন্সি ব্রেক করে। গুগল যেমন কনফিউসড হয়, তেমনি ভিজিটররাও বুঝতে পারে না যে এই ওয়েবসাইটটা আসলে কি নিয়ে বানানো। সুতরাং সাইট সফল হোক আর ব্যর্থ হোক, যেই নিসে কাজ করবেন, সবসময় সেইম নিসের কন্টেন্ট পাবলিশ করে যেতে হবে।
দ্বিতীয় প্রশ্নের উত্তরঃ
একটা সাইট যখন শুরু করা হয়; কিওয়ার্ড রিসার্চ যদি ঠিকঠাক হয়, কন্টেন্ট যদি ঠিকঠাক দেয়া হয়, কিছু লিঙ্কবিল্ড করা হয় রিভিউ পেজগুলোতে; তাহলে ৪ থেকে ৬ মাসের ভেতর মোটামোটী সেলস পাওয়ার কথা নিয়মিত। যদি দেখেন সব কিছু ঠিকঠাক থাকার পরেও কোন ট্রাফিক নাই, সেলস নাই; তাহলে বুঝবেন এইটা লস প্রজেক্টের দিকে যাচ্ছে।
নোটঃ লস প্রজেক্টের দিকে যাওয়া সাইটও অনেক সময় ইনভেস্টমেন্ট ব্যাক থাকলে রিকভার করা যায়। যেমন, ভালো মানের হাই কোয়ালিটি ব্যাক্লিঙ্কস কিনে, ভালো একজন এডিটর হায়ার করে এক্সিস্টিং কন্টেন্টগুলো এডিট করিয়ে এবং নতুন নতুন টপনচ কন্টেন্ট পাবলিশ করে।
আপনার যদি এমন কোন প্রশ্ন থাকে তাহলে এই সাইটের মেনুবারের কন্ট্যাক্ট ফর্ম ইউজ করেও আমাকে জানাতে পারেন। আমি ডিটেইল উত্তর দেয়ার চেষ্টা করবো।
ভালো থাকবেন সবাই।