একটি নিশ সাইট এর SEO করতে গেলে কি কি বিষয় কাভার করতে হয়? পয়েন্ট বাই পয়েন্ট কেউ আলোচনা করবেন?

১) অরফান পেজ কি ?

👉
  • Save
 অরফান পেজ বলতে যেই পেজ গুলাতে কোনো প্রকার ইন্টারনাল লিংক না করা হয় তবে সেই পেজকে অরফান পেজ বলে।

২) একটি নিশ সাইট এর SEO করতে গেলে কি কি বিষয় কাভার করতে হয়? পয়েন্ট বাই পয়েন্ট কেউ আলোচনা করবেন?

👉
  • Save
 নতুন সাইট হলে :

আপনি যদি কোনো নিশ সাইট তৈরী করতে যান তবে আপনাকে প্রথমে একটা নিশ খুঁজে বের করতে হবে। যেভাবে আপনি একটি নিশ খুঁজে বের করতে পারেন; https://www.youtube.com/watch?v=0CKFGasc1Do

💥
  • Save
 নিশ তো খুঁজে বের করলেন এখন আসেন কীওয়ার্ড রিসার্চ করতে হবে। কীওয়ার্ড রিসার্চ করতে গেলে আপনাকে অবশ্যই লো কম্পিটেটিভ কীওয়ার্ড খুঁজে বের করতে হবে তাই না ? তার জন্য আপনি এই পোস্ট পড়তে পারেন; পোস্ট লিংক: https://tinyurl.com/m44csp4j

ভিডিও লিংক:
১) https://www.youtube.com/watch?v=dO-PsEF3r7g
২) https://www.youtube.com/watch?v=23SkSJxMGuk

💥
  • Save
পরবর্তী কাজ হচ্ছে কীওয়ার্ড রিসার্চ অনুযায়ী কনটেন্ট রাইটিং এ মনোযোগী হওয়া। সেক্ষেত্রে আপনারা নিজেদের সামর্থ মতন কনটেন্ট রাইটার hire করে কনটেন্ট আউটসোর্স করে নিতে পারেন।

💥
  • Save
আপনি কনটেন্ট রাইটারকে অবশ্যই ইন্সট্রাকশন দিয়ে দিবেন। ইন্সট্রাকশন এ যা যা থাকবে তা আপনি এই পোস্টটিতে পাবেন; https://tinyurl.com/2z4xdbnf
💥
  • Save
আউটলাইন এর সাথে আপনাকে অবশ্যই প্রোডাক্ট লিংক গুলা বের করে দিতে হবে রাইটারকে (দিলে ভালো) তার জন্য আপনি এই পোস্টটি পড়তে পারেন; https://tinyurl.com/mrex9a43

💥
  • Save
 কনটেন্ট লিখানো হতে হতে আপনি ওয়ার্ডপ্রেস সেটিংস, থিম কাস্টোমাইজ, SEO প্লাগিন (yoast/rankmath) সেটিংস করে ফেলা। গুগল এ সাইট সাবমিট করা।

💥
  • Save
 এর মধ্যে নিশ্চয় আপনার হাতে কনটেন্ট চলে আসবে কয়েকটা ? তাই না ? কনটেন্ট গুলা পাবলিশ করে ফেলুন ও সাথে সাথে পোস্ট গুলা SEO অপটিমাইজড করে ফেলুন। SEO অপটিমাইজড কনটেন্ট এর জন্য আপনি এই পোস্টটি পড়তে পারেন; https://tinyurl.com/bdh7dn7n

তাছাড়া আপনি যদি কনটেন্ট এর LSI, NLP ওয়ার্ড ও রিলেভেন্ট হেডিং বের করতে চান তবে আপনি Ahrefs/ Surfer SEO/ Frase.io ব্যবহার করতে পারেন।

💥
  • Save
 এর পরের ধাপটা আসবে অন-পেজ এর। কনটেন্ট অনপেজ ও টেকনিক্যাল এসইও এর জন্য। কনটেন্ট অনপেজ এর ক্ষেত্রে আপনি প্রতিটা পেজ ইন্টারনাল লিংক করবেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন ইন্টারনাল লিংক যাতে অপ্রাসঙ্গিক না হয়ে থাকে। ইন্টারেনাল লিংক রেশিও ঠিক রাখবেন ও প্রতি পেজ থেকে অন্তত একটা এক্সটার্নাল লিংক দিবেন (নো-ফলো)

আমাজন এর প্রোডাক্ট গুলা লিংক অবশ্যই নো-ফলো লিংক দিবেন।

💥
  • Save
 টেকনিক্যাল এসইও এর ক্ষেত্রে আপনি পেজ স্পিড তা আগে সমাধান করে ফেলবেন তার পর সার্চ কনসোল এর কভারেজ রিপোর্ট এ এরর আসলে সল্ভ করে নিবেন।

💥
  • Save
 তারপরের স্টেপ হচ্ছে ব্যাকলিংক, সব কিছু ঠিক থাকলে ব্যাকলিংক ছাড়াই কীওয়ার্ড গুলা রাঙ্ক হয়ে যাবার কথা তবে অনেকেই ব্যাকলিংক করতে চায় কম্পিটিটর থেকে বাড়তি সুবিধা পাবার জন্য। তাই আপনি বেসিক লিংক বিল্ডিং শুরু করে দিতে পারেন প্রথম থেকেই। যেমন প্রোফাইল লিংক, ব্লগ কমেন্ট, সোশ্যাল সিগন্যাল, ফোরাম লিংক এইগুলা যেহেতু এই মেথড গুলাকে বেসিক লিংকবিল্ডিং নাম দেয়া হইসে তাই স্প্যাম না করলে তেমন কোনো সমস্যা হবে না।

আশাকরি নতুন নিস্ সাইট এর ক্ষেত্রে কি কি করতে হবে তা বুঝে গেসেন।

এখন আসেন এক্সিস্টিং সাইট এর ক্ষেত্রে আসলে কি কি বিষয় খেয়াল করবো ?

💥
  • Save
 প্রথমেই সাইটটি অডিট করে ফেলেন, অডিট এর জন্য আপনি Screaming frog/ Ahrefs ও ম্যানুয়ালি করতে পারবেন। অডিট জন্য আপনি এই পোস্টটি পরে ফেলতে পরনে; https://bn.nshamim.com/seo-audit-bangla-complete-guide/

💥
  • Save
 তাছাড়া আপনি ব্যাকলিংক প্রোফাইল Ahrefs/SEMrush এর মাধ্যমে দেখে নিতে পরনে যদি কোনো toxic/spammy লিংক থেকে থাকে তবে সেইগুলা disavow করে ফেলেন।

প্রোডাক্ট এভেইল্যাবিলিটি আছে কি না সেইটা চেক করেন ও প্রোডাক্ট লিংক গুলা ম্যানুয়ালি অডিট করে দেখেন ট্যাগ অনুযায়ী ঠিক ঠাক আছে কিনা ? প্রোডাক্ট অডিট এর জন্য এই পোস্টটি পড়তে পরনে; https://tinyurl.com/3x6djmwd

💥
  • Save
 কনটেন্টটি প্রপারলি অপ্টিমাইজ কিনা সেইটা দেখেন। এর জন্য আপনি এই পোস্টটি পড়তে পারেন; https://tinyurl.com/yckmspz4

💥
  • Save
 ইন্টারনাল লিংক রেশিও অনুযায়ী ও প্রাসঙ্গিক কিনা সেইটা চেক করবেন।

আশাকরি এইসব করতে পারলে একটি এক্সিস্টিং নিশ সাইট এর জন্য যথেষ্ট।

৩) একটি কনটেন্ট এ কত বার মেইন কীওয়ার্ড ব্যবহার করবো ?

👉
  • Save
 স্বাভাবিক ভাবে যত বার আসুক না কেন কোনো সমস্যা নাই তবে জোর করে কীওয়ার্ড stuffing থেকে বিরত থাকবেন। একটা সময় ছিল যে কীওয়ার্ড ব্যবহারের বিষয়ে একটা রেশিও ছিল কিন্তু সেইটা এখন আর নাই।
Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap