প্রশ্নটা ছিল এমনঃ
noopener এবং nofollow এর মধ্য পার্থক্য কি ?
কোনটা বেশি কার্যকরী?
Internal Linking এর ক্ষেত্রে কোন লিঙ্ক গুলায় এইটা ব্যবহার করা উচিত ?
আর কোন লিঙ্ক গুলায় target=”_blank” ব্যবহার করা উচিত ?
উত্তরঃ
nofollow – এটা আপনার লিঙ্কগুলো নফলো করে রাখবে।
noopener – এইটা nofollow এর মতোই আরেকটা প্রপার্টি। আপনি যদি rel=”nofollow noopener” এই ট্যাগটা বসান, তাহলে লিঙ্কটা তো নফলো হবেই, পাশাপাশি যদি লিঙ্কটাতে কোন ধরনের বাজে স্ক্রিপ্ট থাকে, তাহলে আপনার ভিজিটর সেই লিঙ্কে ঢুকতেও পারবে না ।
Nofollow ট্যাগ SEO তে গুরুত্ব কতটুকু :
আসলে Nofollow ট্যাগ এর তেমন মূল্য SEO তে না থাকলেও এইটা একটা লিংক যার মাধ্যমে আপনি ভিসিটরকে আপনার সাইট এ নিয়ে আস্তে পারছেন কিন্তু গুগল এই লিংক গণনা করবে না। তবে লিংক করার ক্ষেত্রে মিক্স লিংক করাই ভালো কারণ আপনি যদি সব লিংক do-follow করেন তাহলে গুগল সহজেই বুজবে আপনি SEO করছেন। যা আপনার জন্য ক্ষতিকর।
Nofollow ট্যাগ এর HTML : <a href=”your website” rel=”nofollow”>Link text</a> এমন হবে।
Noopener ট্যাগ SEO তে গুরুত্ব কতটুকু :
Noopener ট্যাগ হচ্ছে নো-ফলো ট্যাগ কিন্তু যে পেজ এ বা পোস্ট এ আপনি লিংক করতে চাচ্ছেন ঐ পেজ বা পোস্ট এ যদি স্ক্রিপ্টগত সমস্যা হয় তবে আপনার ভিসিটর লিংক এ ক্লিক করলেও ওপেন হবে না। কিন্তু SEO তে এর কোনো গুরুত্ব নাই। কারণ হচ্ছে আমরা সব সময় নিজেদের জণ্য ভালো লিঙ্ক করার চেষ্টাই করে থাকি।
Noopener ট্যাগ এর HTML : <a href=”Free HTML Codes & Generator” rel=”noreferrer”>HTML codes</a>
আমরা যেহেতু ভালো লিঙ্কগুলোকেই সাধারণত লিঙ্ক দেই (হতে পারে সেটা ইন্টারনাল অথবা এক্সটারনাল); সুতরাং noopener প্রপার্টি অ্যাড করার কোন প্রয়োজন আমি দেখি না। nofollow ট্যাগটাই যথেষ্ট।
আমরা একটা লিঙ্কে ক্লিক করলে সেটা দেখবেন সেইম ট্যাবে/পেইজে ওপেন হয়। আপনি যদি আপনার কন্টেন্টের মধ্যেকার কোন লিঙ্ক ব্রাউজারের অন্য ট্যাবে ওপেন করতে চান, তবেই আপনি target=”_blank” টা ব্যবহার করবেন।
আশা করি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
- গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে? - November 6, 2021