বাংলায় Nofollow, UGC এবং sponsored ট্যাগস | নতুন কিছু এসইও লিঙ্ক ট্যাগ

– নোফলো এবং নতুন কিছু ট্যাগস – 

গুগল প্রথমে Nofollow ট্যাগ চালু করে ২০০৫ সালের জানুয়ারিতে। আজ ২০১৯ সালের ১১ই সেপ্টেম্বর। প্রায় ১৫ বছর পর গুগলের মনে হলো এই নোফলো ট্যাগটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করা যাক। 🙂 

যাই হউক, Nofollow ট্যাগটা মূলত চালু হয়েছে কমেন্ট স্পামিং রোধ করতে। আমরা অনেক সময় বিভিন্ন ব্লগের কমেন্ট সেকশনে অনেক স্প্যাম কমেন্ট দেখি এবং ২০১৫ সালের আগে ওই কমেন্ট গুলোও লিঙ্ক হিসেবে কাউন্ট হতো। এখন সব ব্লগ পাবলিশিং প্লাতফর্মে ডিফল্ট নোফলো থাকে এবং গুগলও ওইসব লিঙ্ক কাউন্ট করে না। 

গতকাল গুগল এই Nofollow ট্যাগের পাশাপাশি নতুন দুইটা ট্যাগ এনেছে। 

১। rel=”sponsored” – মানে কেউ যদি আপনার ব্লগে পোস্ট দেয় তাদের প্রোডাক্ট অথবা সার্ভিস প্রমোট করার জন্যে, তখন আপনি তাদের সাইটে লিঙ্ক দেয়ার সময় rel=”sponsored” ট্যাগটি ব্যবহার করবেন। ধরুন LateNightBirds নামক কোন একটা কোম্পানি আমার nshamim .com ব্লগে একটা গেস্ট পোস্ট দিল, যেটা স্পন্সরড পোস্ট (মানে টাকার বিনিময়ে)। তখন আমি তাকে একটা লিঙ্ক দিবো এমন – 

<a href=“https://latenightbirds.com” rel=“sponsored”>LateNightBirds</a>

২। rel=”ugc” – মানে হচ্ছে ইউজার অথবা গেস্টরা নিজেরাই কন্টেন্ট জেনারেট করে আপনার ওয়েবসাইট অথবা ব্লগে পাবলিশ করলে, কমেন্ট করলে অথবা আপনার ফোরামে কোন পোস্ট করলে, আপনি rel=”ugc” ট্যাগটি ব্যবহার করবেন। এটা স্পন্সরড কন্টেন্ট না, কিন্তু একজন ইউজার জেনারেটেড কন্টেন্ট। সুতরাং আপনার ব্লগ অথবা ফোরাম থেকে আপনি তাকে লিঙ্ক দিবেন এভাবে –  

<a href=“https://latenightbirds.com” rel=“ugc”>LateNightBirds</a>

আমার মনে হয়, সব CMS প্রভাইডাররা, যেমন ওয়ার্ডপ্রেসস, পিএচপিবিবি, জুমলা, ড্রুপাল, স্কয়ারস্পেস সবাই কয়েকদিনের মধ্যেই rel=”ugc” ট্যাগ অটো ইন্সটল করে দিবে নেক্সট আপডেটে। 

আর এই Nofollow ট্যাগটা কিভাবে ব্যবহার করবো সেটা তো প্রায় সবারই জানা, রাইট? তাও একটা এক্সাম্পল দিলাম – 

<a href=“https://latenightbirds.com” rel=“nofollow”>LateNightBirds</a>

এখন আপনি যদি দুইটা ট্যাগ একসাথে ব্যবহার করতে চান? সেটাও পারবেন। যেমন – 

<a href=“https://latenightbirds.com” rel=”nofollow ugc”>LateNightBirds</a>

এখানে আমি গুগলে বলে দিয়েছি এই ট্যাগের মাধ্যমে যে, আমি যে লিঙ্কটা দিচ্ছি সেটা একটা ইউজার জেনারেটেড কন্টেন্ট এবং আমি তাকে কোন লিঙ্ক ক্রেডিট দিতে চাচ্ছি না। 

সিম্পল। 

চলুন, আসল কথায় আসা যাক। 

এই যে নতুন ট্যাগ গুলো আনলো গুগল; মানলাম সেটা। কিন্তু আমারা যারা এসইও করি, তাদের লাভ কি? 

সত্যিকার অর্থে – কোন লাভ নাই। গুগল তাদের লিঙ্ক এনালাইসিস প্রসেসটা গুগল বটের জন্যে আরেকটু  সুবিধাজনক করতেই এই নতুন রিয়েলিটি শো বানালো 🙂 

বরং – আমরা যেসব সোর্স থেকে লিঙ্ক পাই গেস্ট পোস্ট করে, তারা আমাদের সাইটে পয়েন্ট করা লিঙ্কে যদি rel=”sponsored” বসায়, তাইলেই শেষ। ওই লিঙ্ক থেকে কোন এসইও জুশ/ভোট/ক্রেডিট পাবেন না আপনি। 

কি করতে হবে বুঝতেই পারছেন! 🙂 

একদম ফ্রেশ লিঙ্ক পেতে হবে এখন থেকে। কোন ধরনের রেল -ফেল ইউজ করা লিঙ্ক-এ ইনভেস্ট করবেন না। 

বুঝে শুনে সামনে আগাবেন। 

আজ এই পর্যন্তই। 

ভালো থাকবেন। 

সবাইকে ভালো রাখবেন (To do this, you can share this post with your fellow SEO marketers, btw 🙂 )। 

টা-টা। 

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

1 thought on “বাংলায় Nofollow, UGC এবং sponsored ট্যাগস | নতুন কিছু এসইও লিঙ্ক ট্যাগ”

  1. ধন্যবাদ। নতুন কিছু এসইও লিঙ্ক ট্যাগ সম্পর্কে জানা হল। এরকম আরো নতুন নতুন এসইও সম্পর্কিত লেখা আশা করছি।

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap