অন পেজ এবং অফ পেজ এসইও কি ?

আসসালামু  আলাইকুম।  আশা  করি সবাই ভালো আছেন, আজকে আমি আপনাদের  সামনে গল্পে গল্পে  এসইও এর পার্ট কি কি? সে  সম্পরকে আলোচনা করবো । বন্ধুরা গত পর্বগুলোতে আমরা জেনেছিঃ

তো যাওয়া যাক আমাদের আজকের পর্বে ।

করিম তারপরের দিন গেল আইটি এক্সপার্ট ভাই এর কাছে এসইও এর পার্ট কি কি নিয়ে জানবার জন্য ।

করিমঃ আসসালামু  আলাইকুম ভাই কেমন আছেন?

আইটি এক্সপার্টঃ ওয়ালাইকুমুস সালাম, ভাল আছি। আপনি ভাল আছেন তো ?

করিমঃ জি ভাই ভাল। ভাই এসইও এর পার্ট কি কি?

আইটি এক্সপার্টঃ ভাই আমি আপনাকে আগের দিন বলেছি , আপনি হয়তো মনোযোগ দিয়ে শুনেননি আজ আবার বিস্তারিত বলছি। এসইও এর পার্ট হচ্ছে দুইটি একটি হচ্ছে অন পেজ এসইও ও অপর একটি হচ্ছে অফ পেজ এসইও ।

করিমঃ ভাই অন পেজ এসইও কি?

আইটি এক্সপার্টঃ অন পেজ  এসইও অনেক টা এমন আপনি একটা দোকান দিয়েছেন তার মাল সামাদি  ও অফ পেজ এসইও হচ্ছে তার প্রচার ও প্রচারণা ।

অন পেজ এসইও  হচ্ছে  এমন একটি প্রসেস যেই প্রসেস  এর মাধ্যমে কোন ওয়েবসাইট এর  যে কোন পেজ এর  অপটিমাইজ করে অধিকতর ট্রাফিক বা ভিসিটর পাবার সিস্টেম । এটি কে অপটিমাইজ করতে আমরা ওয়েবপেজ ও এইচটিএমএল সোর্স কোড দুইভাবেই কাজ করে থাকি ।

করিমঃ ভাই অন পেজ এসইও এর কোন পার্ট আছে নাকি?

আইটি এক্সপার্টঃ জি অন পেজ এসইও মুলত ওয়েবসাইট এর ভিতর কার কাজকে বুঝিয়ে থাকে যেমনঃ

  • কিওয়ার্ড রিসার্চ
  • ডোমেইন নেম সিলেকসন

অন পেজ এসইও কন্টেন্ট-এর ভিতর যেই কাজ  করতে হয়-

  • মেটা টাইটেল
  • ইউআরএল সেটআপ
  • মেটা ডিসক্রিপসন
  • ইমেজ অপটিমাইজ
  • ইন্টারনাল লিঙ্কিং
  • সাইট স্পিড
  • ওয়েবমাস্টার টুল সাবমিসন
  • অ্যানালিটিকস সেট আপ
  • রোবট টেক্সট সেট আপ
  • সাইটম্যাপ বানানো ও সাবমিট
  • ডাটা এসট্রাকচার এর সেট আপ
  • এ এম পি সেট আপ

করিম : ভাই অন পেজ এসইও পয়েন্ট গুলো কি সংক্ষেপে বলবেন ?
আই টি এক্সপার্ট :হা বলছি,
মেটা টাইটেল: মেটা টাইটেল অবশ্যই ৬০ শব্দের মধ্যে হতে হবে। এইটাকে অবশ্য H ১ ট্যাগ ও বলে তবে এইখানে কীওয়ার্ড রাখা জরুরি।
ইউআরএল সেটআপ: ইউআরএল অবশ্যই পোস্ট নাম অনুযায়ী হতে হবে। অবশ্যই ছোট ইউআরএল ভালো গুগলের চোখে।
মেটা ডিসক্রিপসন: মেটা তে অবশ্যই প্রথমে আপনি কীওয়ার্ড ব্যবহার করে ফেললে ভালো। ১৬০ শব্দের মধ্যে রাখতে হবে ডেসক্রিপশন।
ইমেজ অপটিমাইজ: ইমেজ অবশ্যই alt text ব্যবহার করতে হবে। ইমেজ অবশ্যই ১০০ kb নিচে হতে হবে।
ইন্টারনাল লিঙ্কিং: ইন্টার লিঙ্কিং পুরানো পেজ বা পোস্টএর সাথে করতে হবে। যাতে গুগল আপনার পুরানো পেজ বা পোস্ট আবার ক্রল করে নেয়।
সাইট স্পিড: সাইট স্পিড অন পেজ এ অনেক গুরুত্ব পূর্ণ ইস্যু। সাইট স্পিড বাড়ানো জন্য কিছু টেকনিকাল জিনিস লক্ষ্য রাখতে হয় যেমন কিছু প্লাগিন ও গুগল সাইট স্পিড টেস্ট টুলস থেকে রেকমেন্ডেশন গুলো লক্ষ্য করলেই হয়।
ওয়েবমাস্টার টুল সাবমিসন: ওয়েবমাস্টার এ আপনি আপনার সাইটকে অবশ্যই সাবমিট করতে হবে আর তা Yoast SEO থেকেও পারবেন।
অ্যানালিটিকস সেট আপ: এইটা আপনি প্লাগিন ব্যবহার করেও করতে পারেন তবে গুগল আনালিটিক্স এ আপনাকে singup করে আপনার ওয়েবসাইটকে সেটআপ করতে হবে।
রোবট টেক্সট সেট আপ: রোবট টেক্সট আপনি একটি নোটপ্যাড ফাইল এ করে আপনার হোস্টিং এর ফাইল ম্যানেজার এ উপ করে দিবেন।
সাইটম্যাপ বানানো ও সাবমিট: yoast এখন সাইট ম্যাপ তৈরী করে দেয় আম্পনি খালি ওয়েবমাস্টার থেকে সাইট ম্যাপ সাবমিট করলেই হবে।
এ এম পি সেট আপ: মোবাইল রেসপন্স থিম আছে অনেক এদের মধ্যে থেকে একটা ব্যবহার করলেই হলো।

উপরের পয়েন্ট গুলো কে আমরা অন পেজ এসইও এর পার্ট হিসবে জানি।

করিমঃ ভাই এক টা বিশাল  বিষয় অন পেজ এসইও ।

আইটি  এক্সপার্টঃ জি ভাই , আগে যদি আপনার দোকানে মালামাল না থাকে আপনি যত প্রচার প্রচারণা চালান না কেন আপনার দোকানে কাস্টমার এসে চলে যাবে কারন আপনার দোকানে মালামাল নাই সে কি কিনবে। তেমনি আপনার ওয়েবসাইট এর অন পেজ এসইও না করা থাকলে যত ভালই আপনি অফ পেজ এসইও করেন না কেন আপনি খুব বেশি একটা লাভবান হতে পারবেন না।

করিমঃ ভাই অফ পেজ  এসইও কি ?

আইটি  এক্সপার্টঃ অফ পেজ  এসইও এর আসলে আমরা বলতে পারি এইভাবে যে আপনার দোকান দিলেন কেউ জানলো না যে ঐ জাইগায় সকল প্রকার মালামাল পাওয়া যায় এমন একটা দোকান আছে । বলেনতো আপনার দোকানে কাস্টমার আসবে ? আসবে না কারন কেউ  জানেন না তাই। আপনি যদি লোক জনদের জানান তাহলে আপনি কাস্টমার পাবেন । এই প্রচারণা চালালেন এটাই  আমাদের এসইও এর দৃষ্টিতে অফ পেজ  এসইও।

আসলে আমরা অফ পেজ  এসইও এর নির্দিষ্ট কোন সংজ্ঞা দিতে পারি না কারন এটি একটি তর্কসাপেক্ষ বিষয় । তবে একে অনেকই লিঙ্ক বিল্ডিং করার মাধ্যমে সাইট এর সার্চ ইঞ্জিন এর ফলাফল পেজে নিজের ওয়েবসাইটকে সামনে এগিয়ে নিবার প্রদ্ধতি ।

করিমঃ ভাই অফ পেজ এসইও এর কোন পার্ট আছে নাকি?

আইটি  এক্সপার্টঃ অফ পেজ  এসইও এর আসলে নির্দিষ্ট কোন পার্ট নেই । এর কিছু কমন পার্ট রয়েছে তা বলার আগে আমি লিংক বিল্ডিং কি তাই বলে নেই, না হয় আপনার মনে আবার এই লিংক বিল্ডিং কি তাই প্রশ্ন থেকে যাবে।

করিমঃ জি ভাই বলেন।

আইটি এক্সপার্টঃ লিংক বিল্ডিং কে আমরা বলতে পারি ভোট । আমাদের দেশে যেমন কেউ ভোটে দাঁড়ালে তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি আবার কেউ কে পরাজিত করি তেমনি কেউ আপনাকে/ আপনার ওয়েবসাইট কে লিংক  করলে আমরা ধরে নিতে পারি যে আপনাকে সে ভোট দিল । যার ফলে আপনার শক্তি  বাড়ল ।

করিমঃ ভাই অফ পেজ এসইও এর পার্ট কি কি একটু বলবেন?

আইটি এক্সপার্টঃ অফ পেজ  এসইও এর আসলে নির্দিষ্ট কোন পার্ট নেই । এর কিছু কমন পার্ট রয়েছে যেমনঃ

  • ব্লগ কমেন্টিং
  • ফোরাম পোস্টিং
  • আর্টিকেল সাবমিসন
  • ইনফোগ্রাফিক্স সাবমিশন
  • ডকুমেন্ট সাবমিশন
  • গেস্ট পোস্টিং
  • ভিডিও সাবমিশন
  • সোশ্যাল বুকমার্কিং
  • সোশ্যাল শেয়ার
  • ডিরেক্টরি সাবমিশন
  • ব্লগ কার্নিভাল

উপরের পয়েন্ট গুলো কে আমরা অফ পেজ এসইও এর পার্ট হিসবে জানি। কি ভাই বুঝতে  পারছেন?

করিমঃ আমি যতদূর শুনেছি এইগুলা হোয়াইট হ্যাট এসইও ? তাই না ? 

আইটি এক্সপার্টঃ হা আপনি সঠিক শুনেছেন। 

করিমঃ তাহলে ব্ল্যাক হ্যাট এসইও ও গ্রে হ্যাট এসইও কোনটা ?

আইটি এক্সপার্টঃ সাধারনতভাবে বলতে গেলে, ব্ল্যাক হ্যাট এসইও বলতে আমরা বুঝি, যে এসইও করা হয় এসইও এর নিয়মকানুন ভেঙে। অর্থ্যাৎ ব্ল্যাক হ্যাট এসইও করার সময় এটি এসইও এর কোনো নিয়ম মানে না।

করিমঃ গ্রে হ্যাট এসইও কোনটা ভাই ?

আইটি এক্সপার্টঃ হোয়াইট হ্যাট এসইও ও গ্রে হ্যাট এসইও সংমিশ্রণ হচ্ছে গ্রে হ্যাট এসইও। 

করিমঃ জি ভাই আজকে অনেক কিছু জানলাম , আজকে তাহলে আসি কালকে আবার আসবো ।

আইটি এক্সপার্টঃ ওকে ভাই আল্লাহ হাফেজ।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

8 thoughts on “অন পেজ এবং অফ পেজ এসইও কি ?”

  1. ধন্যবাদ স্যার। আপনার দেওয়া গাইডলাইন গুলো ভালো লাগে। SEO এর আরও কিছু টিপস চাই।

    Reply
  2. স্যার একটা সাইটে দেখলাম লেখা গুগল মেটা কিওয়ার্ডকে আর পাত্তা দেয় না। এটা কতটুকু নির্ভরযোগ্য?

    Reply
  3. খুব সুন্দর করে উপস্থাপন করেছেন, ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম।

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap