মার্কেটপ্লেস এর বাহিরে থেকে অনলাইনের আউটসোর্সিং কাজগুলো কিভাবে খুঁজে বের করা যায়? পূর্ণাঙ্গ গাইডলাইন।

অনলাইনে যারাই আমরা ক্লায়েন্ট এর কাজ করতে চাই বা কাজ করছি তারা সবাই মার্কেটপ্লেসকেই বুঝে থাকি। কিন্তু সত্য কথা বলতে মার্কেটপ্লেস চাইতে মার্কেটপ্লেস এর বাহিরে আরো অনেক বেশি কাজ আছে বা ক্লায়েন্ট আপনি খুঁজে পাবেন। তাও আবার মার্কেটপ্লেস এর থেকে ভালো রেট এ। কিন্তু একটা সমস্যা এই ক্ষেত্রে আছে সেইটা হচ্ছে পেমেন্ট নিয়ে। ধরুন আপনি কোনো ক্লায়েন্ট এর কাজ করলেন সেই ক্ষেত্রে আপনাকে যদি টাকা না দেয় তবে আপনার কিছু করার থাকবে না। কিন্তু মার্কেটপ্লেস এ তা হয় না।
এই নিয়ে চিন্তিত হবার কিছু নেই নিতান্ত ভাগ্য খারাপ না হলে এমন হয় না। আমার ক্ষেত্রে এমনটা হয়নি আশা করি এমন সমস্যা আপনারও পড়বেন না।
তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে মার্কেটপ্লেস এর বাহির থেকে ক্লায়েন্ট খুঁজে পাবেন;

১) গুগল

গুগল হচ্ছে আসলে ক্লায়েন্ট পাবার জন্য একটি খনি বলা চলে। আপনি চাইলে আপনার টার্গেটেড কীওয়ার্ড এর ক্লায়েন্ট আপনি খুঁজে পেতে পারেন গুগল থেকেই। ভাবছেন কিভাবে পাবেন? চলুন জেনে নেই।

  • Save

স্টেপ-০১: আপনি প্রথমে আপনার পছন্দের কীওয়ার্ড সিলেক্ট করবেন। ধরেন আপনি টার্গেট করলেন প্লাম্বিংসার্ভিস দিচ্ছে তাদেরকে। 
স্টেপ-০২: গুগল সার্চ বক্সে এ যেয়ে আপনি keyword + location দিয়ে সার্চ করবেন।
স্টেপ-০৩: কীওয়ার্ড দিয়ে সার্চ দেয়ার পর গুগল পেজ এর ১১ থেকে ২০ নাম্বার ওয়েবসাইট গুলা টার্গেট করে তাদের মেইল করবেন যে তারা যদি ঐ কীওয়ার্ড এ  রাঙ্ক করে তাহলে তাদের কতটা প্রফিট হবে। মেইল করার সুবিদার্থে এক্সেল এ যেয়ে এই রকম সাইট গুলার নাম,ফোন নাম্বার, ইমেইল আইডি, ওয়েবসাইট এড্রেস এক্সেল এ লিখে রাখবেন।
স্টেপ-০৪: আপনি যখন সার্চ করবেন তখন দেখবেন অনেক ওয়েবসাইট গুগল এডস দিচ্ছে। তাদের ওয়েবসাইট থেকে নাম,ফোন নাম্বার, ইমেইল আইডি, ওয়েবসাইট এড্রেস এক্সেল এ লিখে রাখবেন। তারপর তাদের কোল্ড মেইল করতে পারেন।     

২) টুইটার সার্চ

  • Save

টুইটার একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। বহিরবিশ্বে টুইটার ব্যবহারকরি অনেক বেশি। তাই আপনি এই সোশ্যাল প্লাটফর্ম থেকে সহজেই আপনার এসইও  সম্পর্কিত কাজ খুঁজে পেতে পারেন। কিভাবে পাবেন ? চলুন জেনে নেই।  
স্টেপ-০১: টুইটারে যেয়ে আপনি অ্যাডভান্স সার্চ এ যাবেন। তারপর সার্চ বক্সে আপনার কীওয়ার্ড দিয়ে সার্চ দেন। ধরেন আপনি গ্রাফিক্স এর কাজ করেন। আপনি সার্চ দিবেন looking for graphic designer or Searching for graphic designer   
স্টেপ-০২: আপনার সার্চ টার্ম ধরে টুইটার আপনাকে যেই রেজাল্টস গুলা দিবে সেইখান থেকে আপনি অনেক গুলা কাজের লিড বের করে আনতে পারবেন। যেই গুলা আপনার জব অফার করছে তাদেরকে রি-টুইট করেন অথবা কোনো লিংক দেয়া থাকলে ঐ লিংক এ ক্লিক করে এপলাই করতে পারেন। 

৩) ফেইসবুক

  • Save

আমাদের দেশের সোশ্যাল মিডিয়া ইউসার বলতে ফেইসবুকেই বুঝে মানুষ। ফেসবুকের ইউসার অনেক বেশি পরিমানে আছে। তাই আপনি এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে পারেন আপনার কাজ খোঁজার মাধ্যম হিসেবে। কিভাবে করবেন ? চলুন জেনে নেই। 

স্টেপ-০১: টুইটার সার্চ এর মতন ফেইসবুক সার্চ বক্সে আপনি আপনার কীওয়ার্ড দিয়ে সার্চ করবেন। 
স্টেপ-০২: আপনার স্কিল এর সাথে মিলে যায় এমন কাজে এপলাই করবেন। 

৪) লিংকডইন

  • Save

সোশ্যাল মিডিয়াতে কাজ পাবার সব থেকে ভালো মাধ্যম হচ্ছে লিংকডইন। আপনার প্রোফাইল ভালো ভাবে সাজাবেন যাতে লিংকডইন এ ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখে বুঝে যে আপনি যোগ্য ব্যক্তি। চলুন জেনে নেই কি করে লিংকডইন এ জব খুঁজে পাবেন। 
স্টেপ-০১: লিংকডইন এ সাইন ইন করে আপনি জব এ ক্লিক করবেন। 
স্টেপ-০২: ক্লিক এর পর আপনি “search by title”  এ আপনি যে সেক্টরের কাজ খুঁজছেন তা টাইপ করবেন। “City”, “state”  এ আপনি ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করবেন। তারপর সার্চ করলে আপনার জব রিলাটেড সকল পোস্ট দেখাবে। 
স্টেপ-০৩: “Easy Apply” যেগুলাতে আছে ঐ গুলা “apply” করবেন কারণ ঐ গুলাই রিমোট জব। আপনার স্কিল এর সাথে যেই জব গুলা মিলে যায় ঐগুলা জব ডিটেইল পরে এপলাই করবেন। 

৫) ক্রেইগলিস্ট: 

  • Save

অনেকেই হয়তো জানে না যে ক্রেইগলিস্ট তা কি? ক্রেইগলিস্ট সাইটটিতে পণ্য কেনা বেচা হয় ও বিভিন্ন জবের জন্য পোস্ট। চলুন জেনে নেই কি করে ক্রেইগলিস্টে SEO জব খুজবেন।
স্টেপ-০১: ধরেন ক্রেইগলিস্ট নিউইয়র্ক এ যাবেন তারপর গিগস থেকে কম্পিউটার এ যাবেন। 
স্টেপ-০২: কম্পিউটার এ যেয়ে সার্চ বক্সে SEO লিখে সার্চ দিলেই আপনি আপনার সার্চ টার্ম অনুযায়ী রেজাল্টস চলে আসবে। 
স্টেপ-০৩: আপনি যেই জবে এপলাই করতে চান ঐটাই ক্লিক করে “reply” বাটন এ ক্লিক করলেই দেখতে পাবেন মেইল বা ঐ পোস্ট এর আলাদা ইউআরএল যেটা কপি করে আপনার মেইল এ পেস্ট করে পোস্টদাতাকে মেইল করতে পারবেন।      

ক্রেইগলিস্ট এ একটি সমস্যা হচ্ছে আমেরিকান স্টেট অনুযায়ী আলাদা আলাদা সাইট আছে ক্রেইগলিস্ট এ। আপনার তো আলাদা আলাদা সাইট ধরে ডেইলি এপলাই করা সম্ভব না। তাই আপনি রেসিপি তৈরী করতে পারেন। ভাবছেন রেসিপি কি ? 
IFTTT নামে একটি ওয়েবসাইট আছে ঐ ওয়েবসাইট এ আপনার মেইল দিয়ে লগইন করে “applet” তৈরী করে নিন। ভাবছেন কিভাবে করবেন ?
স্টেপ-০১: আপনাকে “Applet” সিলেক্ট করতে হবে প্রথমে। তারপর আপনাকে অ্যাপলেট থেকে মেইলের সাথে কানেক্ট করার জন্য একটি অ্যাপলেট সিলেক্ট করে নিবেন। 

স্টেপ-০২: অ্যাপলেটটি অন করে নিবেন তারপর html লিংকে ক্রেইগলিস্ট এর আপনার সিলেক্ট করা জব এর পেজের ইউআরএল বসাবেন। সেভ করবেন। 

  • Save

এরপর আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড ক্রেইগলিস্ট এর যত পোস্ট আছে ঐ পোস্ট গুলা আপনার মেইল এ চলে আসবে।  

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap