পেজ স্পিড স্কোর নাকি কত সেকেন্ডে লোড হয় সাইট! কোনটা জানা জরুরী?

গুগল এর কোয়ালিটি সার্চ রেটাররা কিন্তু পেজ স্পিড চেক করার জন্যে পিংডম (Pingdom) অথবা জিটিমেট্রিক্স (GTMetrix) ইউজ করে না। তারা গুগল পেজ স্পিড অথবা ওয়েবপেজটেস্ট (WebPageTest) ইউজ করে।


ইভেন গুগল তাদের ওয়েবমাস্টার গাইডলাইনেও কিন্তু WebPageTest টুল ব্যবহার করার কথা বলেছে। (রেফারেন্সঃ https://support.google.com/webmasters/answer/35769?hl=en&ref_topic=9456575)
কয়েকদিন আগে একটা টুইটার থ্রেডে গুগলের জন মুলারও একটা প্রশ্নের উত্তরে WebPageTest টুলটার রেফারেন্স দিয়েছে। যদিও আমজনতা এই টুলটার কথা জানে না; টুলস কত্রিপক্ষ মার্কেটিং এ খরচ না করে, টুলস ডেভেলপমেন্টে খরচ করে।
আর মনে রাখবেন, ভালো জিনিসকে সব সময় নিজে থেকে খুঁজে বের করতে হয়। 🙂


এই টুলসটার বিশেষত্ব হলো – আপনার ওয়েবসাইটের তিনটা টেস্ট করে তারা এবং প্রত্যেকটা টেস্টের রেজাল্ট অথবা স্পিড স্কোর সেকেন্ড আকারে প্রকাশ করে। আমরা জানি যে, গুগলের কাছে ফার্স্ট কন্টেন্ট পেইন্ট (FCP) খুবই গুরুত্বপূর্ণ এবং ঠিক কতো সেকেন্ডে আপনার সাইট লোড হয় FCPতে সেটা গুগলের কাছে একটা বড় ইস্যু। এবং ঠিক এক্স্যাক্ট সেকেন্ডের হিসাবটা আপনি পেতে পারেন এই ফ্রি টুল থেকে।


জন মুলারের ভাষ্যমতে, আপনার পেজ স্পিড নিয়ে জটিল কিছু চিন্তা করার দরকার নাই। জাস্ট https://webpagetest.org/ওয়েবসাইটে যাবেন, আপনার ওয়েবসাইট টেস্ট করতে দিবেন এবং খেয়াল করবেন FCP এবং Fully Loaded এর টাইমটা যাতে ২-৩ সেকন্ডের মধ্যে হয়। (রেফারেন্সঃ https://twitter.com/johnmu/status/802420206375079936?lang=en)


৩ সেকেন্ডের বেশি হলেই আপনি তখন আপনার সাইটটা গুগল লাইটহাউজ, অথবা পিংডম/ জিটিমেট্রিক্স দিয়ে টেস্ট করবেন এক্সাক্টলি কি কি ইস্যু পেজ-লোডিং টাইম বাড়াচ্ছে সেটা খুঁজে বের করার জন্যে। আমি এখানে পিংডম অথবা জিটিমেট্রিক্স দিয়ে ফারদার এনালাইসিস করার কথা এইজন্যে বলেছি যে, WebPageTest টুলটার এনালাইসিস অনেক বেশি এডভাঞ্চড যেটা সবাই বুঝতে পারবে না। আমজনতার জন্যে না আরকি।


একটা কথা বলে রাখা ভালো, পেজ স্পিড কিন্তু মেজর কোন র‍্যাঙ্কিং সিগনাল না। এটা একটা সফট-র‍্যাঙ্কিং সিগনাল। সুতরাং আপনার সাইটের পেজ স্পিড ভালো থাকে একটু হলেও র‍্যাঙ্কিং এ সুবিধা পাবেন। আবার পেজ স্পিড খারাপ থাকলে যে আপনি র‍্যাঙ্ক করতে পারবেন না সেটাও কিন্তু না। কারণ আগেই বলেছি – এটা মেজর না, জাস্ট একটা সফট র‍্যাঙ্কিং সিগনাল।


তবে আমরা যদি ফ্রিতেই সাইটের স্পিড বাড়িয়ে র‍্যাঙ্কিং এ একটু হলেও আগাতে পারি; সেটাই বা কম কি?


ভালো থাকবেন সবাই।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap