আপনি কি পিন্টারেস্ট গ্রুপ বোর্ড ব্যবহার করেন পিন্টারেস্ট মার্কেটিংয়ের জন্য? যদিও আগের পিন্টারেস্ট গ্রুপবোর্ড যেভাবে কাজ করতো, তা এখন অনেকটাই করেনা। পিন্টারেস্ট তাঁদের রিসেন্ট আপডেটে এটি বলেছেন।
যদিও এখনো খুব ভালোভাবে পিন্টারেস্ট বোর্ড কাজে লাগিয়ে আপনার পিন্টারেস্ট বুস্ট বাড়াতে পারেন। আজকের আর্টিকেলে আমরা পিন্টারেস্ট বোর্ড নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব।
পিন্টারেস্ট বোর্ড কি?
গ্রুপ বোর্ড হলো পিন্টারেস্টের সাধারণ বোর্ডের মতই, যার মধ্যে একজন পিনার অথবা বোর্ড ওনার থাকেন, এবং তিনি আরো অনেকজনকে কোলাবরেট করার জন্য রিকোয়েস্ট করেন এবং অনুমতি দেন তাঁদের পিন গুলা রিপিন করার জন্য।
গ্রুপ বোর্ডে ওনার গ্রুপের নিয়মাবলী সেট করে দেন। গ্রুপের যেকোন সদস্য নতুন কোন সদস্যকে ইনভাইট করা এবং কোলাবোরেট করার ক্ষমতা রাখেন।
পিন্টারেস্ট মার্কেটিং (পর্ব ০২) | পিন্টারেস্ট কিওয়ার্ড রিচার্স নিয়ে বিস্তারিত গাইড। এখান থেকে পড়ে আসুন…
গ্রুপ বোর্ডে আবেদন করার সময় কি কি লক্ষ রাখতে হবে?
- গ্রুপ বোর্ডে কতজন ফলোয়ার আছেন।
- সর্বমোট কতজন কোলাবোরেটর আছেন।
- গ্রুপ বোর্ডের টাইটেলে নিশ রিলেবেন্ট কিওয়ার্ড আছে কিনা।
কিভাবে গ্রুপ বোর্ড খুঁজে পাবো? – ১ কিলার স্ট্রাটেজি।
এটা অনেক কঠিন পিন্টারেস্ট থেকে আমাদের নিশ রিলেটেড গ্রুপ বোর্ড গুলোকে বের করা। আজ আমি Pingroupie মাধ্যমে কিভাবে নিশ রিলেভেন্ট গ্রুপ গুলা খুঁজে পেতে পারি, তা নিয়ে আলোচনা করবো।
স্টেপ ১:
প্রথমে যেকোন একটি ব্রাউজারে গিয়ে পিনগ্রুপি (Pingroupie) লিখে সার্চ করে সাইনয়াপ করে লগ ইন করবো। এই লিঙ্ক থেকে সাইনয়াপ করে নিন…

স্টেপ ২:
পিনগ্রুপের সার্চ বক্স এ নিশ রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। এখানে আমি উদাহারণ হিসেবে “airsoft” কে আমার নিশ অথবা কিওয়ার্ড হিসেবে সার্চ দিয়েছি।

রেজাল্ট পেজ থেকে আমি আমার টার্গেট গ্রুপ হিসেবে Airsoft Gear সিলেক্ট করি। যা আপনারা উপরের স্কিন সর্টে দেখতে পাচ্ছেন।
স্টেপ ৩:
সিলেক্ট করা গ্রুপটিকে পিন্টারেস্টে ওপেন করবেন। যেমন আমি আমার সিলেক্ট করা “Airsoft Gear” বোর্ডটি পিন্টারেস্টে ওপেন করেছি –

কিভাবে পিন্টারেস্ট গ্রুপ বোর্ড এ এপ্লাই করতে হয়?
কিভাবে আমরা পিনগ্রুপের মাধ্যমে গ্রুপ বোর্ডে খুব সহজেই বের করা যায়, তা জানাচ্ছি। এখন আমরা কিভাবে পিন্টারেস্ট গ্রুপ বোর্ড গুলোতে এপ্লাই করতে পারি, তা দেখবো।
স্টেপ ৪:
গ্রুপের ফলোয়িং অথবা কোলাবোরেট সেকশন থেকে এডমিনের প্রোফাইল পিন্টারেস্টের অন্য ট্যাবে ওপেন করতে হবে।

Airsoft Gear এর এডমিন হচ্ছে “Mallory Wooten”। যার প্রোফাইল আমি অন ট্যাবে ওপেন করেছি।
স্টেপ ৫:
ম্যাসেজ বাটন থেকে গ্রুপে এড করার জন্য রিকুয়েস্ট পাঠাবেন।
স্টেপ ৬:

এই গ্রুপটিতে দেখা যাচ্ছে এডমিনকে ম্যাসেজ পাঠানোর কোন অপশন নাই, এইক্ষেত্রে নিচের স্টেপ গুলা ফলো করা যেতে পারে।
স্টেপ ৭:

টার্গেটেড বোর্ডটি পিন্টারেস্টে ওপেন করার পর উপরের স্কিন সর্টে যেই এরোটি দেখা যাচ্ছে, ওটি ক্লিক করতে হবে।
স্টেপ ৮:
উপরের এরোটিতে ক্লিক করার পর এই সেকশনটা আসবে, যা নিচের স্কিন সর্টে দেখতে পাচ্ছেন

এখানে সার্চ বক্সটি থেকে গ্রুপ এডমিন বাঁ যেকোন মডারেটরের নাম অথবা ওদের পিন্টারেস্ট ইউজার নেম দিয়ে সার্চ করুন। আমার গ্রুপের এডমিন ছিলো, Jeson R. (জেসনআর)। এবং লিস্টেও প্রথমে উনার আইডিটা দেখাচ্ছে। তারপর সেন্ট অপশনটিতে ক্লিক করতে হবে।
স্টেপ ৯:
সেন্ড অপশনে ক্লিক করার পর নিচের স্কিন সর্টের মত বক্সটি আসবে –

স্টেপ ১০:
এখানে আপনি গ্রুপে এড করার জন্য তাকে রিকুয়েস্ট পাঠাবেন।
পিন্টারেস্ট মার্কেটিং (পর্ব ০১) |সাইটে ভিজিটর আনার ৭ উপায়। এখান থেকে পড়ে আসুন…
শেষ কথা
আজকের আর্টিকেলে গ্রুপ বোর্ড নিয়ে এতটুকুই জানলে হবে। আশাকরছি এই আর্টিকেলটি আপনাদের পিন্টারেস্ট মার্কেটিং এ অনেক পজিটিভ বেলু ক্রিয়েট করতে হেল্প করবে। আর্টিকেলটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করে ফেলুন। ধন্যবাদ!
এটা আমার জন্যে নতুন কিছু ছিল ! ধন্যবাধ শেয়ার করার জন্য।
আর সামনে কি আরও পর্ব আসবে?
ha asbe.
Try korbo bhiya r o details likhar jonno
ধন্যবাদ শ্রদ্ধাভাজন শামীম ভাই, অনেক কিছু জানার সুযোগ হলো।
It’s a valuable blog for every digital marketers. Waiting for more blogs.
Thank you.
অনেক useful ছিল এটি