পিন্টারেস্ট মার্কেটিং (পর্ব ০২) | পিন্টারেস্ট কিওয়ার্ড রিচার্স নিয়ে বিস্তারিত গাইড।

পিন্টারেস্ট কিওয়ার্ড রিচার্স নিয়ে আজকের বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। কিওয়ার্ড রিচার্স নিয়ে আমরা অনেকেই কম বেশি জানি, কিন্তু পিন্টারেস্ট কিওয়ার্ড রিচার্স নিয়ে সবাই তেমন একটা জানিনা বাঁ অনেকের কাছে এই ব্যাপারটাই নতুন মনে হয়।

আজকের টপিকে পিন্টারেস্ট কিওয়ার্ড রিচার্স নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব।

পিন্টারেস্ট মার্কেটিং এর প্রথম পর্ব পড়ে ফেলুন এখনি।

লাস্ট ইয়ার ২০১৯ সালে পিন্টারেস্ট অর্জন করে নিয়েছে আলরেডি ৭০ মিলিয়ন মান্থলি একটিভ পিনার এবং টোটাল অডিয়েন্স নাম্বার ৩৩৫ মিলিয়ন। এছাড়া সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে পিন্টারেস্ট হচ্ছে তিন নাম্বার পজিশন।

পিন্টারেস্ট নিজেই গুগলের মত সার্চ জায়ান্ট এবং পিন্টারেস্টের নিজের একটি সার্চ এলগোরিদম আছে যার উপর ডিপেন্ডস করে পিন্টারেস্টের পিন গুলোকে তাঁদের সার্প রেজাল্ট পেইজে শো করায়।

নীশ স্পেসীপিক কিওয়ার্ড গুলো নিয়ে মানুষ পিন্টারেস্টে কেমন সার্চ করে বাঁ তাঁদের বিজনেসের জন্য পিন্টারেস্টে কি পরিমান ট্রাফিক বাঁ অডিয়েন্স আছে তা জানা টা সব বিজনেস ওনারদের জন্য দরকার।

আজকের আর্টিকেলে স্টেপ বাই স্টেপ কিভাবে পিন্টারেস্টের কিওয়ার্ড রিচার্স করা যায় তা নিয়ে বিস্তারিত আলোকপাত করব। চলুন শুরু করা যাক –

Use Pinterest Quick Search

প্রথমে শুরু করা যাক, পিন্টারেস্ট কুয়িক বাঁ অটো সাজেস্টের মাধ্যমে কিভাবে কিওয়ার্ড রিচার্স করা যায়।

Pinterest quick search
  • Save

প্রথমেই, আপনাকে পিন্টারেস্টে লগিন করতে হবে। এরপর পিন্টারেস্টের সার্চ বক্সে গিয়ে আপনার টার্গেটেট কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে, নিচের ছবিতে যেভাবে “vegan recipes” লিখে সার্চ করেছি। 

উপরের ছবিতে দেখা যাচ্ছে আমার টার্গেটেড সার্চ হচ্ছে “vegan recipes” কিন্তু পিন্টারেস্ট আমাকে তাঁদের অটো অটো ফিল এ “vegan recipes easy”, “vegan recipes healty”, এই টাইপের আরো কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে।

আপনি এই অটো সাজেস্ট থেকে আপনার পিন পোস্ট, বোর্ড নেমের জন্য ভালো কিওয়ার্ড আইডিয়া নিয়ে নিতে পারেন।

Pinterest Guided Search

এটা সত্যি যে, পিন্টারেস্ট কুয়িক সার্চ এবং অটো সার্চ থেকে আপনি অনেক ভালো কিওয়ার্ড আইডিয়া পাবেন না, সেই ক্ষেত্রে পিন্টারেস্ট তাঁদের গাইডেড সার্চ বক্স এর মাধ্যমে টপিক খুঁজে বের করার ক্ষেত্রে হেল্প করে থাকে।

স্টেপসঃ

০১। প্রথমে Pinterest.com এ যান, এবার আপনার কিওয়ার্ড নিচের ছবিতে দেখানো বক্সে বসিয়ে সার্চ করুন (উদাহারণ, “vegan recipes”)। গাইডেড সার্চ বক্সে দেখতে পাবেন অনেক গুলো কিওয়ার্ড “modifiers” এর সাথে যেমন টি নিচের পিক এ দেখা যাচ্ছে –

Vegan recipes keyword
  • Save

০২। নিচের গাইডেড সার্চ বক্স থেকে যেকোন একটি মডিফায়ার এ ক্লিক করুন, যেমন আমি dinner এ ক্লিক করেছি।

vegan recipes dinner
  • Save

০৩। Dinner মডিফায়ারে ক্লিক করার পর আমার ফুল কিওয়ার্ডটি দাড়ালো “vegan recipes dinner” যেমনটা নিচের স্কিন সর্টে দেখানো আছে –

vegan recipes diner kw
  • Save

আর এভাবেই আপনি পিন্টারেস্ট এ অনেক বেশি টার্গেটেড কিওয়ার্ড খুজে বের করতে পারবেন আপনার পোস্ট, পিন এবং বোর্ডের জন্য।

How to find keyword search volume on pinterest

যদিও পিন্টারেস্ট সার্চ ভলিউম বের করার জন্য তেমন কোন টুলসের ইউজ আমি এখনো দেখিনাই, তবে সার্চ ভলিউম, টপিক পপুলারিটি বের করার জন্য পিন্টারেস্টে হেল্প করে থাকে।

তবে এই ক্ষেত্রে আপনার একাউন্ট টি অবশ্যই বিজনেস একাউন্ট হতে হবে।

Step 1:

pinterest ads
  • Save

আপনার পিন্টারেস্টের এডস সেকশনে ক্লিক করবেন।

Step 2:

Create pinterest ad
  • Save

উপরের স্কিন সর্টে দেখানো Create ad section এ ক্লিক করুন।

Step 3:

Create ads section
  • Save

Create ads এ ক্লিক করার পরে উপরের দেখানো স্কিন সর্টের মত বক্স ওপেন হবে এবং এখান থেকে টার্গেটেড মেনু টি তে ক্লিক করবেন।

Step 4:

Pinterest targeting
  • Save

উপরের স্কিন সর্টে দেখানো Targeting এ ক্লিক করার পর স্ক্রোল করে নিচের দিকে এক্সটেন্ড Extend your reach নামে একটি বক্স দেখতে পারবেন।

Step 5:

Sewing tips kw
  • Save

Extend your box টি তে আপনি আপনার টার্গেটেড কিওয়ার্ড অথবা টপিক লিখে সার্চ দিবেন। যেমন, আমি উদাহারণ হিসেবে “Sewing tips” কিওয়ার্ডটি লিখে সার্চ দেওয়ার পর পিন্টারেস্ট আমার কিওয়ার্ডের মান্থলি সার্চ 5m+ দেখাচ্ছে।

যদিও এরা “5m” এর বেশি দেখায় না, এর জন্য “+” দিয়ে সার্চ রেঙ্ক বুঝিয়ে থাকে।

শেষ কিছু কথা

পিন্টারেস্ট কিওয়ার্ড রিচার্স টপিকে আজকের আর্টিকেলটি এখানেই শেষ করলাম। পিন্টারেস্ট কিওয়ার্ড রিচার্স নিয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করে ফেলুন।

আজকের আরটিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ!

আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

7 thoughts on “পিন্টারেস্ট মার্কেটিং (পর্ব ০২) | পিন্টারেস্ট কিওয়ার্ড রিচার্স নিয়ে বিস্তারিত গাইড।”

  1. টার্গেটেড কিওয়ার্ড গুলি কিভাবে প্রোপারলি ইউজ করবো আর মিন কোথায় কিভাবে বসাবো এই বিষয়ে বিস্তারিত পোস্ট আশা করসি।
    আগের পোস্ট থেকে এই পোস্ট টা ভালো এবং বিস্তারিত হয়েছে ধন্যবাদ।

    Reply
  2. অনেক কিছু শিখতে পারলাম তবে কি ওয়ার্ড কোথায় ব্যবহার করব ইত্যাদি বিস্তারিত জানাবেন ধন্যবাদ

    Reply
  3. Pingback: পিন্টারেস্ট মার্কেটিং (পার্ট ৩) গ্রুপ বোর্ড নিয়ে বিস্তারিত গাইড।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap