পিন্টারেস্ট মার্কেটিং বর্তমান সময় এ ব্যাপক জনপ্রিয়। আপনি ঠিকথাক ভাবে মার্কেটিং করতে পারলে বেশ ভালো রেজাল্টস আনতে পারবেন। SEO Masterminds Bangladesh গ্রুপে #Askmasterminds সেশন এ অয়ন চৌধুরী পিন্টারেস্ট নিয়ে খুঁটিনাটি প্রশ্নের উত্তর দিয়েছেন। নিচে প্রশ্ন উত্তর পর্বটি তুলে ধরা হলো
#Askmasterminds with Ayon চৌধুরী সেশন-০১
💥 সার্চ ইঞ্জিন ত দুই টাই , তাহলে কেমনে পিন্টারেস্ট মার্কেটিং গুগল রেঙ্কিং এ প্রভাব ফেলে?
উত্তরঃ পিন্টারেস্ট ট্রাফিক সিগন্যাল দিয়ে থাকে যা অর্গানিক রাঙ্ক এ প্রভাব ফেলে।
💥 আমাজন ও লোকাল SEO তেও একই কাজ করবে?
উত্তরঃ ব্লগ সাইট এ কাজ করে তবে আপনি কতটা ট্রাফিক কনভার্ট করছেন তার উপর নির্ভর করে। আবার লোকাল SEO তে আপনি যদি ভেরিফাইড ব্র্যান্ড হোন তাহলে কাজ করবে। (এইটার জন্য পিন্টারেস্ট এর কিছু রুলস আছে)
💥 পিন্টারেস্ট ট্রাফিকের বাউন্স রেইট বেশী (৯৫%) কেন হয়? এর সমাধান কি হতে পারে?
উত্তরঃ পিন্টারেস্ট থেকে ট্রাফিক যখন আপনার ব্লগ এ যাচ্ছে তখন সে কিন্তু কোনো ইনফো জানার জন্যই আসছে। যদি প্রপার ইনফো না পায় তবে তা বাউন্স করবেই।
💥কিভাবে গুগলে রাঙ্ক করবো ? ম্যাক্সিমাম টাইম পিন করলে, পিন এর টাইটেল ঠিক থাকে না। পিনের লিংক ওপেন করলে অনেক আগের অন্য একটা টাইটেল শো করে যেটা আমার টাইটেল ছিল না কিন্তু আমার পিনের লিংক শো করে।
উত্তরঃ পিন ম্যানুয়ালি করা ভালো আর আপনার সাইট এ রিচ পিন করা থাকলে, সেইটা অটো আপডেট হয়ে যাবে। (রিচ পিন রেসিপি টাইপ এর সাইট জন্য ভালো কাজে দেয়।)
💥পিন্টারেস্ট এ একেবারে নতুন।তো প্রথমে আমি কোন দিকে নজর দেওয়া উচিত?
উত্তরঃ আপনার প্রোফাইল সেটাপ, আপনার রিলেটেড পিনারদের প্রোফাইল তাদের বোর্ড, এইগুলা ফলো করে প্ল্যান সেট করেন। পিন্টারেস্ট এ স্প্যাম করলে সাইট ব্লক করে দিবে পরে অন্য মেইল দিয়ে এপলাই করেও কাজ হবে না। তাই প্রপার প্ল্যান মাস্ট।
💥 পিন্টারেস্ট সাকসেস এর জন্য স্টেপ গুলো যদি একটু বলতেন!মানে কোন কোনটার পর কোনটাতে নজর দিব।
উত্তরঃ হাই কোয়ালিটি ইমেজ সাথে অল্ট ট্যাগ, সঠিক ইমেজ, সঠিক ratio, সঠিক অডিয়েন্স, সঠিক সময় এ পিন করা, প্রপার বোর্ড সেটআপ, SEO অপ্টিমাইজ ট্যাগ, প্রতিদিন কাজ করা।
💥ই-কমার্স প্রোডাক্ট এর ক্ষেত্রে পিন্টারেস্ট কেমন কাজ করে? কেমন ট্রাফিক বা সেল পাওয়া সম্ভব? প্রতিদিন কেমন পিন করা উচিত? পিন ভালো ভাবে অপ্টিমাইজ এর জন্য হালকা টিপস দেন। হালকা কীওয়ার্ড রিসার্চ টিপস দিলেও ভালো হয়। 🙂
উত্তরঃ ই-কমার্স এর ক্ষেত্রে ব্লগ থেকে একটু সময় বেশি লাগে প্রোফাইল সেট হতে। আর পিন্টারেস্ট এর ভেরিফাইড স্টোর থাকলে ভালো। (কিন্তু পিন্টারেস্ট এর রুলস অনুযায়ী আপনি যদি নতুন ব্র্যান্ড হন তাহলে আপনাকে সব ইমেজ ইউনিক ও আপনারই হতে হবে) না হলে ব্যানড করে দিবে (ইন-ডিটেল পিন্টারেস্ট বিসনেস ব্লগ পড়লে বুঝতে পারবেন)
💥কিছু টুলস আছে ঐগুলা দিয়ে একটা ইমেজ ভিন্ন ভিন্ন ভাবে করা যায়। আমি যদি একটা ইমেজ এর কয়েকটা স্টাইল তৈরী করে টাইটেল চেঞ্জ করে আপলোড করি এইটা কি উচিত?
উত্তরঃ একটা পিন ডেইলি করতে পারবেন না, স্প্যাম হবে।
💥Affiliation এর জন্য কোন স্পেসিফিক কিওয়ার্ড কে পিন্টারেস্ট এর মাধ্যমে রেঙ্ককরা কি সম্ভব?
উত্তরঃ পিন্টারেস্ট এর কিছু স্টেপস আছে, আপনার পিন যদি ভাইরাল হয় তাহলে প্রচুর ট্রাফিক পাবেন যেটা অর্গানিক রাঙ্ক এর থেকে বেটার। আর কিছু টপিক এবং লো-কীওয়ার্ড আছে যেগুলি সবাই কভার করে না কিন্তু সেইটার সার্চ ভলিউম আছে। ঐগুলি রাঙ্ক করা সহজ হয়।
💥গেমিং নিশে পিন্টারেস্ট কেমন কাজ করে ?
উত্তরঃ অন্য কিছু থেকে একটু বেশি সময় দিতে হয় আর কালার এর বিষয়টা বেশি খেয়াল রাখতে হয়, ভালো সুযোগ আছে কিন্তু পিন পারফেক্ট করতে হবে।
💥আমার এক ওয়েবসাইটের জন্য প্রায় ১বছর আগে পিন্টারেস্ট এর মার্কেটিং করিয়েছিলাম। কিন্তু তারা না বুঝে করার ফলে আমার ওয়েবসাইটের লিংক পিন্টারেস্ট স্প্যাম এর তালিকাভুক্ত করে ফেলে এবং তার পর থেকে আমি ঐ সাইটের লিংক দিয়ে কোনো পিন করতে পারি না।লিংকের ব্লক সরানোর জন্য কি করতে হবে?
উত্তরঃ ম্যানুয়ালি এপলাই করেছেন? কি রিপ্লাই করেছিল তারা? আপনার লিংকে কি ক্লিকব্যাঙ্ক অথবা আমাজন এর ডাইরেক্ট ইউআরএল ছিল?
💥আমাজন এর ডাইরেক্ট লিংক ছিল না কিন্তু কয়েকজন মাইল অনেক বেশি পিন করেছিল। হয়তো পিন রুলস ফলো করা হয় নাই। আমি তাদের মেইল করেছিলাম তারা বললো এই লিংক গুলাকে পিন্টারেস্ট স্প্যাম এর আওতায় ফেলেছে।
উত্তরঃ রি-এপলাই করে দেখেন কি বলে।
💥নিশ রিলেটেড বায়ার কিভাবে পেতে পারি ? লিংকডইন এ পেইড ক্যাম্পাইন করি। তাদের মেসেজ বা প্রোফাইল ফ্লো/বোর্ড পিন করলে বায়ার পেতে পারি?
উত্তরঃ নিশ রিলেটেড মানুষ আপনি পাবেন কিন্তু তাদের বায়ারে কনভার্ট করতে পারবেন কিনা সেইটা আপনার স্কিল এর উপর নির্ভর করে। যেহেতু পেইড ক্যাম্পাইন করবেন তাই পিন্টারেস্ট এর বেসিক থাকলেই পারবেন।
💥পিন্টারেস্ট এ কোন নিশ নিয়ে কাজ করা ভালো হবে ?
উত্তরঃ মহিলাদের যেকোনো জিনিস
💥পিন্টারেস্ট এ সাইট নাম ব্যবহার করবো না পারসন নাম ?
উত্তরঃ ব্লগ হলে ব্লগের নাম আর আপনার পার্সোনাল ব্যবহারের জন্য হলে পার্সনের নাম।
💥ভাই সাইট এর ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি এর জন্য কি পিন্টারেস্ট এও ইন্ডিভিজুয়াল বোর্ড বানানো ভালো নাকি সিঙ্গেল বোর্ড এ সব ক্যাটাগরি এর পোস্ট পিন করা বেটার? আর ফলোয়ার এবং ক্লিক করে সাইট এ যাওয়ার বেস্ট পন্থা কোনটা? একটু যদি শেয়ার করতেন।
উত্তরঃ আলাদা আলাদা পিন করেন প্রপার পিন সাথে হাই কোয়ালিটি ইমেজ ও সঠিক ট্যাগ হলে ট্রাফিক ড্রাইভ হবেই।
💥sub4sub টাইপ এর সাইট গুলা থেকে ফলোয়ার বা পিন নিলে কি একাউন্ট ব্যানড হবে ? পিন্টারেস্ট থেকে কি টাইপ এর প্রোডাক্ট সেল হয় বেশি ?
উত্তরঃ হা ব্যানড হবে। লেডিস প্রোডাক্ট বেশি সেল হয়।
💥কি কি ভুলের কারনে ব্যান খাওয়ার সম্ভবনা বেড়ে যায়?
উত্তরঃ অস্বাভাবি এক্টিভিটি, ওভারফ্লো করলেন, আবার কাজ অফ রাখলেন আবার কোনো একদিন ১০০ টা পিন করলেন এইগুলা স্প্যাম হিসেবে কাউন্ট করে। তাছাড়া ডাইরেক্ট লিংক প্রোমোট করলে বা ক্লেম না করলে স্প্যাম ধরে।
💥পিন্টারেস্ট এ গ্রুপ বোর্ড কেমন কাজে দেয়? আমি বেশ কিছু গ্রুপ বোর্ড এ অ্যাড হয়ে আছি কাজও করছি কিন্তু সেরকম ভালো আউটপুট পাচ্ছি না। নিজের পিন গুলা কিছু বোর্ড এ আর অন্যের পিন গুলা অন্য বোর্ড এ সেভ করা ভালো নাকি সব প্ল্যান মতন সেভ করা ভালো ?
উত্তরঃ এক টপিকের পিন অন্য বোর্ড এ ব্যবহার করবেন না, তাহলে তাহলে পিন্টারেস্টের আপনার পিন বুঝতে কঠিন হয়ে যায় যদি সেইটা নতুন প্রোফাইল হয়।
নিজের বোর্ড এ অন্যের রিলেটেড পিন রি-পিন করতে পারবেন। সমস্যা নাই।
💥পিন ইন্সপেক্টর পিন্টারেস্ট এর কীওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে বেশি ভালো রেজাল্ট দেয় নাকি ম্যানুয়ালি কীওয়ার্ড রিসার্চটা ভালো ?
উত্তরঃ ম্যানুয়ালি বেস্ট। টুলস তো আপনাকে সাহায্য করার জন্য।
💥একই ইউ আর এল প্রতিদিন একবার ব্যবহার করা উচিত নয়। সে হ্মেএে কি করা যেতে পারে।মনে করেন আমি একটা পোষ্টের জন্য পিন তৈরি করছি।পিনগুলো ইউ আর এল সেম আমি কি প্রতিটা পিন এ একই একই url দিয়া দিব।
উত্তরঃ এর জন্য প্রথমে একটু টাইম নিয়ে করতে হবে যেমন ২ দিন, ৪ দিন পর পর পিন করলেন, তারপর ইমেজ ও টপিক আলাদা করে একই ইউআরএল ব্যবহার করতে পারেন।
💥পিন্টারেস্ট গিগ মার্কেটিং এর পদ্ধতি জানতে চাই
উত্তরঃ নিজের প্রোফাইল সেটআপ করুন, নিজের সাইট থাকলে ক্লেম করুন তারপর নিজের ডিটেলস লিখে পিন করতে থাকুন, আপনার রিলেটেড সেভিস প্রোভাইডারদের ফলো করুন, কমেন্ট করুন। তারপর ধীরে ধীরে ফাইভার লিংক প্রমোশন করতে পারবেন। সাথে সাথে কিছুই সম্ভব না। ধীরে ধীরে করতে হবে।
💥পিন্টারেস্ট মার্কেটের শেখার জন্য ভালো ব্লগ+ ইউটিউব চ্যনেল কোনগুলো?
উত্তরঃ এই লিংক ফলো করুন; https://www.youtube.com/watch?v=b4tSc-kECmg
💥Website block হলে Recovery কিভাবে করকে পারি?
উত্তরঃ খুব কম সময় আছে যে আপনি সেইটা ফেরত পেতে পারেন। তবে সঠিক কারণসহ ব্যাখ্যা করা গেলে সেইটা ফেরত দিতে পারে।
💥দ্রুত একাউন্ট কিভাবে build করবো?
উত্তরঃ রেগুলার এক্টিভটি
💥বাংলাদেশ থেকে pinterest ad run করা যায় কি না? এছাড়া দিনে কতটা পিন করা যায়? পিন্টারেস্ট এর seo করার নিয়মগুলো কি কি?
উত্তরঃ হা রান করা যায় ডেইলি ১০/১৫ টা পিন
💥১. সিঙ্গেল নিশ হলে বোর্ড কি একটা রাখা ভালো নাকি একাধিক বোর্ড?২. প্রতিদিন মিনিমাম কয়টা পিন করবো?৩. ম্যাক্সিমাম কতগুলা রিপিন করা যাবে ডেইলি?
উত্তরঃ মাল্টি বোর্ড অবশ্যই পছন্দের। প্রতিদিন ১০/১৫ পিন করবেন ডেইলি।
💥Question:Targeted traffic USA, in that case…Will I create account to provide USA address & run by VPN when I will work in pinterest for best performance? OR Will I just create account to provide BD address & run normally ( No VPN ) for best performance?
উত্তরঃ Don’t use any VPN, Provided address is not a concern if you will not provide any local service.
💥already used vpn with USA address account. What should I do now?…1. change usa address & run normally of that accountOR2. Only run normally (will not change USA to BD addressOR3. What..?
উত্তরঃ Use Normally
💥পিন্টারেস্ট এর অল্টারনেটিভ কি ?
উত্তরঃ সকল সোশ্যাল সাইট তবে ইনস্টাগ্রাম সব থেকে রিলিভেন্ট
💥গুগল সার্চে আর পিন্টারেস্ট ট্রেন্ডিং এ কিভাবে আনা যায় ?
উত্তরঃ আপনার পিন থেকে ভালো ট্রাফিক ড্রাইভ হলে ভালো সোশ্যাল সিগন্যাল পাবেন যার ফলে গুগল আপনার পোস্ট তাকে প্রায়োরিটি দিয়ে রাঙ্ক দিবে। অথবা যদি এফিলিয়েট করে থাকেন অর্গানিক রাঙ্ক না পেলেও ঐ সোশ্যাল ট্রাফিক আপনাকে ভালো রেভিনিউ দিবে। আর পিন্টারেস্ট এ ভাইরাল করার জন্য কালার, পিন রেশিও, টপিক ইন্টেন্ড ক্লিক রেশিও, পিন করার টাইম এর উপর নির্ভর করে।
💥প্রশ্ন ০১# Pinterest এ ছবি আপলোড করে সেখানে এপিলিয়েট লিঙ্ক সেট করে অর্থাৎ এপিলিয়েট ইনকাম সম্ভব?-প্রশ্ন ০২# যারা নতুন তারা পিন্টারেস্ট মার্কেটিং শিখতে চাইলে গাইডলাইন কি? ইউটিউব এ কোন চ্যানেল গুলো সাজেস্ট করবেন শিখার জন্য? কিছু ইংলিশ এবং বাংলা ব্লগ সাজেস্ট করুন নতুনদের জন্য।
উত্তরঃ না আপনি এফিলিয়েট লিংক দিলে সেইটা রিমুভ করে দিবে। আপনি নিজের ওয়েবসাইট লিংক দিয়ে পারেন। আপনি এই লিংক ফলো করতে পারেন; https://www.youtube.com/watch?v=b4tSc-kECmg
💥১) বাংলাদেশ থেকে পিন্টারেস্ট ব্যবহার করবেন কিভাবে ? (ব্রডব্যান্ড ছাড়া)
২) ভিপিএন দিয়ে ব্যবহার করার কারণে একটা আইডি ডিসএবল হয়ে গেসে এটা রিকোভারি করার কোনো পথ আছে ?
উত্তরঃ ১) ব্রড ব্যান্ড ছাড়া ব্যবহার করতে কষ্ট হবে কারণ আপনাকে ভালো রেসুলেশন এর ইমেজ আপলোড করতে হবে।
২) ট্রাই করে দেখতে পারেন চান্স খুব কম।
💥আমার একটা প্রশ্ন! যাদের ডিজাইন সেন্স ভালো না বা ভালো ডিজাইনের পিন বানাতে পারে না – তাদের জন্যে ইজি কোন টুলটা আপনি রিকমেন্ড করেন?
উত্তরঃ প্রথমে ওনার রিলেটেড পিনার্সরা কি কি ফরমেট এপলাই করতেসে ঐটা ফলো করতে হবে মানে গার্ডেনিং নিশ হলে ম্যাক্সিমাম পিন রেশিও বড় হবে এবং কালার গ্রীন হবে। আর যদি স্বাস্থ সম্পর্কিত হয় তবে ইনফো-গ্রাফিক বেশি ব্যবহার করতে হবে।
তাই আপনাকে পিনার্সদের গুলা ফলো করে ক্যানভা থেকে ফরম্যাট নিয়ে মন মতন ডিসাইন করে ফেলুন।
ভালো কোয়ালিটি ইমেজ এর জন্য envato, freepik, and other free image site. কিন্তু ইমেজ কোয়ালিটি যাতে ভালো থাকে।
- ২০২৪-এ এসইও ট্রেন্ড হিসেবে কি কি কাজ করবে ? - June 21, 2023
- ভাইরাল মার্কেটিং: ২০২৪ সালে নতুন সাফল্যের উপায়? - June 21, 2023
- ভার্চুয়াল রিয়েলিটি (VR) এবং মার্কেটিং: প্রয়োজনীয়তা ও সুযোগ - June 21, 2023