পিন্টারেস্ট মার্কেটিং (পর্ব ০১) |সাইটে ভিজিটর আনার ৭ উপায়।

পিন্টারেস্ট মার্কেটিং টপিকে আমি পিন্টারেস্টে ট্রাফিক গ্রো করার কিছু প্রোসেস নিয়ে আলোকপাত করব। সবাইকে আজকের আর্টিকেলে স্বাগতম। আমরা জানি বর্তমানে পিন্টারেস্ট ট্রাফিক জেনারেটের জন্য অনেক জনপ্রিয় একটি প্লাটফর্ম।

যদি কেউ নিজের ওয়েবসাইট বা ব্লগের জন্যে এসইও এর বাইরে অন্য কোন প্লাটফর্ম থেকে ট্রাফিক আনতে চায়; তাহলে পিন্টারেস্ট হওয়া উচিত তার প্রথম চয়েজ।

সোশাল মিডিয়া নিয়ে কাজ করে এমন বিখ্যাত একটি সাইট হচ্ছে SproutSocial. তাদের মতেঃ

  • পিন্টারেস্টের ৭১% ইউজার হচ্ছেন মহিলা এবং তাদের মধ্য থেকে ৫৮% তাদের কোন কিছু কিনতে হলে শুধুমাত্র পিন্টারেস্ট থেকেই বায়িং ডিসিশন নিয়ে নেন।
  • ইউএসএ নাগরিকদের মধ্যে যত বাচ্চাকাচ্চারা আছে তার মধ্যে ৪০% বাবারাই পিন্টারেস্ট ইউজ করেন এবং নতুন ঘড়ি, জুয়েলারি এবং ঘরোয়া আসবাবপত্রের আপডেট এর জন্যে পিন্টারেস্টের শরণাপন্ন হন।
  • ইউএসএ থেকে যত পিন্টারেস্ট ব্যবহারকারী আছেন, তার মধ্যে ৮৯%ই তাদের পারচেজ ডিসিশন নেন পিন্টারেস্ট থেকে।

সুতরাং আমাদের নিশ সাইট অথবা ব্লগ এর জন্যে পিন্টেরেস্ট হতে পারে অনন্য একটি মার্কেটিং প্লাটফরম।

কিভাবে ইন্সটাগ্রাম মার্কেটিং করবেন? (স্টেপ বাই স্টেপ গাইড)

পিন্টারেস্টে ট্রাফিক বৃদ্ধি করার ৭ প্রোসেস নিয়ে নিম্নে আলোকপাত করা হলো। চলুন শুরু করা যাক –

০১। Name Your Profile And Confirm Your Website [পিন্টারেস্ট মার্কেটিং]:

প্রথমেই আমাদের একাউন্টের বিজনেস নেইম সেট করতে হবে আর এ জন্য আপনারা প্রথমে এই লিঙ্ক থেকে বিজনেস একাউন্ট করে নিতে পারেন। আর যারা পারসোনাল একাউন্ট কে বিজনেস একাউন্টে কনভার্ট করে নিতে চান, তাঁরা এই লিঙ্ক ইউজ করে করে নিতে পারেন।

পিন্টারেস্ট মার্কেটিং | Pinterest Profile
  • Save

এ ক্ষেত্রে অনেক কেই প্রশ্ন করতে শুনি, প্রোফাইল নেইম কি দিব? বিজিনেস নেইম অথবা পারসোন নেইম।

এ ক্ষেত্রে উত্তর খুবি সিম্পল, আমরা যেহেতু বিজিনেস প্রোফাইল ক্রিয়েট করব, এ ক্ষেত্রে প্রোফাইল নেইমও বিজিনেস হওয়া দরকার। আর বিজিনেস নেমের সাথে আমরা কিছু সার্চেবল সাপোর্টেড কিওয়ার্ড ইউজ করতে পারি।

উদাহারণ হিসেবে, Melissa Erial | Natural Hair Growth Remedies | Natural Hair Updos [এটা একটি বিজিনেস প্রোফাইলের উদাহরণ]

এখানে Melissa Erial হচ্ছে ব্রেন্ড নেইম এবং Natural Hair Growth Remedies, Natural Hair Updos হচ্ছে দুইটি সাপোর্টেড কিওয়ার্ড।

পিন্টারেস্ট মার্কেটিং | Claim Website
  • Save

অবশ্যই আপনার সাইটটিকে পিন্টারেস্টের সাথে ভেরিফাই করতে হবে, যেটা পিন্টারেস্ট সেটিং এর Claim অপশনে গেলে পাবেন। ভেরিফাই করার পর আপনি ইনিশিয়াল রেঙ্কিং বুস্ট পাবেন।

০২। Get The Official Pin It Button:

আপনার সাইটের পোস্ট গুলোকে একজন বিজিটর খুব সহজেই পিন্টারেস্টে রিপিন করার জন্য পিন্টারেস্টের অফিশিয়ার পিন বাটন ইউজ করতে পারেন। এছাড়া ওয়ার্ডপ্রেস প্লাগিনের মাধ্যমেও এটি আপনার সাইটে একটিভ করে নিতে পারবেন।

আরো বিস্তারিত জানার জন্য এই লিঙ্ক ফলো করতে পারেন।  

০৩। Use Rich Pins:

Rich Pinনিয়ে আমাদের অনেকের তেমন কোন ব্যাসিক নলেজ নেই। পিন্টারেস্ট তাঁদের রেঙ্কিং এর ক্ষেত্রে Rich Pin কে অনেক বেশি প্রাইরোটি দিয়েছেন। Rich Pin এনাবল করার জন্য এই লিঙ্ক টি ইউজ করতে পারেন।

পিন্টারেস্ট মার্কেটিং | Rich Pin
  • Save

উপরে দেওয়া ইমেজের মধ্যে দেখতে পাচ্ছেন URL দেওয়ার জন্য একটি বক্স আছে, এই বক্সে আপনার পোস্টের URL টি দিয়ে Validate এ ক্লিক করতে হবে।

Rich Pin এনাবল করার জন্য যদিও পিন্টারেস্ট বলে তাঁদের ২৪ ঘন্টা লাগে, কিন্তু ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে এটি এনাবল হয়ে যায়।

এছাড়াওYoast SEO প্লাগিনের মাধ্যমে খুব সহজেই Rich Pin সিস্টিম টি এনাবল করা যায়।

০৪। Ensure Link Quality:

আমরা প্রাইয় এই ভুলটি করে থাকি, আর এই ভুলটির জন্য আমরা পিন্টারেস্টে তেমন ভাল কিছু করতে পারিনা।

Ensure Link Quality বিষয় টা কি? একেবারি সিম্পল, আমরা যে পিন টি পিন্টারেস্টে আপলোড দিবো এবং যে লিঙ্ক টি ইউজ করব, ঐটা যেন অবশ্যই পিন রিলেভেন্ট হয়।

উদাহারণ হিসেবে বলতে পারি, আমার পিন ইমেজ টাইটেল – “বেস্ট রাজশাহীর আম” কিন্তু লিঙ্ক ইউজ করালাম – “বেস্ট রাজশাহীর লিচু” অবশ্যই খেয়াল রাখবেন, এমন যেন না হয়।

০৫। Craft Useful Board Names And Descriptions:

Useful-Board-Name
  • Save

পিন্টারেস্ট বোর্ড গুলোকে সার্চে রেঙ্ক করানোর জন্য অবশ্যই বোর্ড নেইম গুলো সার্চেবল হতে হবে, যেগুলা লিখে মানুষ পিন্টারেস্টে সার্চ করে।

উদাহারণ হিসেবে বলতে পারি, “Recipe Vegan” নামে বোর্ড ক্রিয়েট না করে, “Vegan Recipe” নামে বোর্ড ক্রিয়েট করতে হবে। কারন, Recipe Vegan লিখে কেউ সার্চ পিন্টারেস্টে করেনা কিন্তু Vegan Recipe লিখে অনেকেই সার্চ করে।

Pro Tips: বোর্ড ডিসক্রিপশনের ক্ষেত্রে কিওয়ার্ড স্টাফিং করা যাবেনা। এছাড়া হ্যাশ ট্যাগ এর ক্ষেত্রে সর্বোচ্চ ৫-৭ টি ইউজ করা পজিটিভ, এর বেশি ইউজ করা ঠিক না।

০৬। Increase Engagement:

পিন্টারেস্ট ফলোয়ার এবং এনগেইজমেন্ট রেট বাড়ানোর জন্য আপনার রিলেভেন্ট প্রোফাইলের পিন গুলোতে কমেন্ট এবং রি পিন করতে পারেন। এছাড়াও পিন্টারেস্টের অফিশিয়াল ফলো মি বাটন টি আপনার সাইটে ইউজ করতে পারেন।

আরো বিস্তারিত জানার জন্য এই লিঙ্ক ফলো করতে পারেন।

০৭। Keep It Fresh:

সব সময় ট্রাই করবেন একটিভ থাকার জন্য। এর মানে এই নয় যে, সারাদিন একটিভ থাকার কথা বুঝাইনি। অর্থাৎ ডেলি ফ্রেস কনটেন্ট পিন্টারেস্টে পিন করার ট্রাই করবেন।

রেশিও বজায় রাখার জন্য ডেলি ৭ থেকে ১০ টি নতুন পিন আপ দেওয়া এবং কিছু রি পিন করতে পারেন। এছাড়াও পিন্টারেস্টের সিডিউলার ইউজ করতে পারেন।

খেয়াল রাখবেন, অতিরিক্ত পিন করে আমাদের ফলোয়ারদের Overwhelm বাঁ বিরক্ত করা যাবেনা।

শেষ কিছু কথা

পিন্টারেস্ট মার্কেটিং এর মধ্যে ট্রাফিক গেইন করার ৭ টি প্রোসেস নিয়ে আজকের আর্টিকেল টি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং চাইলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন।

এছাড়া পিন্টারেস্ট নিয়ে আপনার কোন আলাদা টিপস থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে!

আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

15 thoughts on “পিন্টারেস্ট মার্কেটিং (পর্ব ০১) |সাইটে ভিজিটর আনার ৭ উপায়।”

  1. পুরাই হতাশ হলাম ভাই। ডিটেইলসএর জন্য যদি পিন্টারেস্ট এই যাইতে হয় তাহলে আর আপনার আর্টিকেল পড়তে আসছি কেন?

    Reply
    • এইটা পিন্টারেস্ট নিয়ে সিরিজ পোস্ট। আশা করি সামনের আর্টিকেলগুলোতে একটা একটা করে সব ডিটেইল পাবেন। ধন্যবাদ।

      Reply
  2. Really Awesome. এমন ভাবে কেউ Pinterest সম্পর্কে জানিয়েছে কিনা আমার জানা নেই। Thank You So Much Shamimভাইয়া সাথে Rasel ভাই কে।

    Reply
  3. পিন্টারেস্ট নিয়ে এটা আমার পড়া প্রথম কোন বাংলা ব্লগ। এর আগে ইউটিউবের বিখ্যাত পিন্টারেস্ট মার্কেটারদের ভিডিও দেখেছি কিন্তু সেইম জিনিসগুলা নিজের ভাষায় জানার-বুঝার ভালোলাগাটাই অন্যরকম। অসংখ্য ধন্যবাদ এবং বারাকাহ এর দুয়া রইলো শামীম ভাই এবং রাসেল ভাই এর জন্য 🙂

    Reply
  4. পিন্টারেস্ট মার্কেটিং বিষয়ে এটি আমার প্রথম পড়া কোন বাংলা আর্টিকেল। পরের পরামর্শ পড়ার জন্য অপেক্ষায় রইলাম।

    Reply
  5. Pingback: পিন্টারেস্ট মার্কেটিং (পার্ট ৩) গ্রুপ বোর্ড নিয়ে বিস্তারিত গাইড।
  6. পিন্টারেষ্ট নিয়ে অসাধারন একটি লেখা পড়লাম। আশা করছি পরের পর্বগুলো থেকে বেটার কিছু পেতে যাচ্ছি। ধন্যবাদ দিয়ে ছোট করবো না। এগিয়ে যান পাশে আছি।

    Reply
  7. আমার ওয়েবসাইটটি পিনটারেস্ট এর সাথে ভেরিফাই করতে পারছি না। একটু সাহায্য প্রয়োজন।

    Reply
  8. পিন্টারেষ্ট নিয়ে অসাধারন একটি লেখা পড়লাম। ধন্যবাদ ভাই।

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap