ইমেজ নিয়ে প্রশ্ন উত্তর

প্রশ্ন-০১: কিভাবে কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করবো ?

– আপনি গুগল বা অন্য কোনো সোর্স (ইউটিউব)থেকে ইমেজ ডাউনলোড করে ব্যাকরাউন্ড চেঞ্জ করে দিয়ে নিজের সাইট এর লোগো অ্যাড করে দিতে পারেন। আর কপিরাইট ফ্রি হলো কিনা তার জন্য আপনি এই স্টেপ গুলা ফলো করেন ;

১) গুগল ইমেজ সার্চ এ যেয়ে ক্যামেরা আইকন এ ক্লিক করবেন; https://prnt.sc/1ys5uud

২) তারপর Paste image URL অথবা Upload an image এ যেয়ে আপনার ইমেজ এর ইউআরএল বা ইমেজ তা আপলোড দিবেন।

৩) যদি ইমেজ ইউনিক হয় তবে এই লিখা দেখাবে ইমেজের পাশে “No other sizes of this image found.”এখন এই ইমেজটি আপনি সহজেই আপনার ওয়েবসাইট এ ব্যবহার করতে পারবেন।

প্রশ্ন-০২: আমাজন এফিলিয়েট একাউন্ট করি নাই তাহলে রিভিউ কনটেন্ট এ কিভাবে ইমেজ দিবো ?

-এই ক্ষেত্রে আপনি ৩ টি পদ্ধতির মধ্যে যেকোনো ১টি অবলম্বন করতে পারেন;

১) রিভিউ কনটেন্ট গুলাতে একাউন্ট করার পর সাইট স্ট্রাইপ দিয়ে ছবি ব্যবহার করা আমাজন API ব্যবহার করে ইমেজ ব্যবহার করা।

২) আমাজন এর ছবি ডাউনলোড করে ভালো ভাবে রি-সাইজ করে ব্যবহার করা।

৩) আমাজন ছবির সোর্স কোড ব্যবহার করে নো-ফলো লিংক করে রাখা।

প্রশ্ন-০৩: ইমেজ অল্ট ট্যাগ, টাইটেল ও ফাইল ফাইল নাম রাখা কতটা গুরুত্বপূর্ণ ?

-ইমেজকে ভালো ভাবে বুঝতে আপনাকে ইমেজ এর অল্ট ট্যাগ, টাইটেল অবশ্যই দিতে হবে এমন এইটা এসইও এর ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ। এমনকি সার্চ ইঞ্জিনকে ইমেজটি কি নিয়ে সেইটা বুঝতে সাহায্য করে।

১) ইমেজ ফাইল নামটি অবশ্যই ইমেজ এর সাথে প্রাসঙ্গিক ও ছোট হতে হবে।

২) অল্ট ট্যাগ ও টাইটেল এ কীওয়ার্ড ফোকাস করবেন।

প্রশ্ন-০৪: ফীচারড ইমেজ এর ক্ষেত্রে ইমেজ সাইজ কত হবে বা পোস্টের ভিতর কত রাখবো

-ফীচারড ইমেজ সাইজ 1200 x 628 pixels রাখবেন যদিও ওয়ার্ডপ্রেস এ ডিফল্ট তা দেয়া আছে তাছাড়া আপনার থিম এর উইড্থ ও ফন্ট এর উপর বডি ইমেজ রাখতে পারেন।

প্রশ্ন-০৫: ইমেজ কোন ফরম্যাটে রাখবো ? এবং কিভাবে সহজেই webp তে কনভার্ট করবো ও কত KB এর মধ্যে রাখবো।

-গুগল পেজ স্পিড এর দিকে মনোযোগ দেয়ায় ইমেজ এর ফরম্যাটে এখন গুরুত্বপূর্ণ বিষয়। ইমেজ এর কারণে আপনার লোডিং স্পিড এর তারতম্য দেখা দিতে পারে তাই ইমেজ অবশ্যই webp ফরম্যাটে এ রাখবেন আর ১০০ kb এর নিচে রাখাটা জরুরি।webp তে কনভার্ট করতে আপনি WebP Express প্লাগিনটি ব্যবহার করতে পারেন। এই প্লাগিনটি আপনার যেকোনো ফরম্যাটে এর ইমেজকে WebP ফরম্যাটে এ নিয়ে আসবে।

প্রশ্ন-০৬: ইমেজ থেকে ব্যাকলিংক কিভাবে পেতে পারি ?

-আপনি যদি ইলাস্ট্রেটর বা ক্যানভা ব্যবহার করে ইউনিক ইমেজ বানান বা ইমেজ এ ডাটা/স্ট্যাটাস বা ইনফো-গ্রাফিক ইমেজ বানিয়ে তা আপনার কনটেন্ট এ ব্যবহার করেন তবে সেইটা থেকে অন্য কেউ ব্যবহার করলে আপনাকে অবশ্যই ক্রেডিট দিতে হবে এইভাবেই আপনি কিন্তু ইমেজ থেকে ১ তা ব্যাকলিংক পেয়ে যেতে পারেন।

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap