কার্যকরী লিঙ্ক বিল্ডিং (ব্যাকলিঙ্ক) মেথড যেগুলো ২০২০ এ আপনার অবশ্যই জানা থাকা উচিত!

আমরা সবাই কনটেন্ট দেয়ার পর পর ব্যাকলিংক করার চিন্তা করে থাকি। তাই অনেকের অনেক প্রশ্ন থাকে ব্যাকলিংক নিয়ে। কোন কোন ব্যাকলিংক করবো? কোনটা কাজে দিচ্ছে এবং কোনটা কাজ করে না ? নানান বিতর্ক আছে ব্যাকলিংক মেথডস নিয়ে।

আজ আমি কিছু ব্যাকলিংক মেথডস নিয়ে আলোচনা করবো যেগুলা ২০২০ সালে পাওয়ারফুল ব্যাকলিংক হিসেবে পরিগণিত হয়ে থাকে এবং থাকবে।

১| ব্লগ লিংক রাউন্ড আপস

লিঙ্ক রাউন্ড আপ হচ্ছে আপনার ইন্ডাস্ট্রির বেস্ট সব লিঙ্ক একসাথে নিয়ে একটা ব্লগ পোস্ট দেয়া। অনেকে এটাকে ব্লগ রাউন্ডআপ বলে। সোজা কথায় ব্লগের একটা রিসোর্স পেজ যেখানে ইন্ডাস্ট্রির টপ ব্লগগুলাকে রেফারেন্স দেয়া হয়।

এখানে আপনার কাজ হচ্ছে আপনার নিস অনুযায়ী ওইসব রিসোর্স পেজ/ব্লগ লিঙ্ক রাউন্ডআপ পেজগুলুকে খুঁজে বের করা এবং তাদের সাথে কন্টাক্ট করা যাতে আপনার ব্লগও সেখানে তারা এড করে।

কিভাবে এইগুলো খুঁজে পাবেনঃ

SEO + “Resource Page”
Accounting + Blog + “Resources”
Management + “External Links”

উপড়ের প্যারামিটারগুলো ইউজ করে আপনি ব্লগ লিঙ্ক রাউন্ড আপ পেজ গুলু খুঁজে পাবেন। প্রথম শব্দগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড। নিস অনুযায়ী চেঞ্জ করে নিবেন।

এখন বলছি কিভাবে ওই পোস্ট গুলাতে লিংক করবেন? আপনি ওই ব্লগের প্রকৃত মালিকের মেইল ID খুঁজে বের করেন। তারপর তাকে একটা মেইল করেন। মেইলের বডিতে অবশ্যই আপনার রিলেটেড আর্টিকেলের URL থাকতে হবে যাতে ইমেইল এর বডি স্প্যামি না হয়। যদি লিংক দেয়ার হয় তবে আপনি অবশ্যই একটা ফিরতি মেইল পাবেন ব্লগ মালিকের কাছে থেকে।

২| ব্রোকেন লিংক

ব্রোকেন লিংক চেক করার জন্য আপনাকে অবশ্যই এক্সটেনশন্স ব্যবহার করতে হবে। check my links বা broken link checker তার মধ্যে অন্যতম।

চিন্তা করছেন কি করে খুঁজে পাবেন?

আপনি আগে আপনার কীওয়ার্ড অনুযায়ী ব্লগ গুলা বের করুন।  তার পর এক্সটেনশন্স দিয়ে ব্রোকেন লিংক চেক করুন। যদি কোনো সাইট এ ব্রোকেন লিংক পেয়ে থাকেন তবে ওই সাইট মালিককে মেইল করে জানান যে তার সাইট এ লিংক ব্রোকেন আছে সাথে আপনার সাইট এর রিলেটেড কনটেন্ট URL দিয়ে দিন। হয়ে গেলো আপনার ব্রোকেন লিংক বিল্ডিং।

৩| পোডকাস্ট লিংক বিল্ডিং

আগে সবাই কম্পেটিটর থেকে বেশি শব্দের কনটেন্ট লিখতো বা অনেক বড় কনটেন্ট দিতে আগ্রহী ছিল কিন্তু এখন আর এই মেথডস টা কাজ করছে না।  কারণ মানুষ এত বড় কনটেন্ট পড়তে আগ্রহ পায় না। তারা এখন অডিও বা পডকাস্ট শুনতে চায়। যেগুলো থেকে তারা সহজেই তথ্য নিতে পারে। যাদের কাছে পড়াটা বিরক্তিকর তাদের কাছে পডকাস্টটা আরামের ব্যাপার।

৪| প্রি-আউটরীচ

এই মেথডসটা খুবেই কার্যকরী একটা ব্যাকলিংক মেথড। আপনাকে প্রথমে বের করতে হবে কোন ব্লগ গুলা আপনার নিশ রিলেটেড পোস্ট করে কিন্তু নতুন ও কোয়ালিটি পোস্ট করছে। তারপর ঐগুলার কন্টাক্ট বের করুন ও মেইল করুন আপনার লিখা কনটেন্ট গুলো। যদি আপনার কন্টেট গুলো পাবলিশড হয় তবে আশা করাই যায় আপনিও ভবিৎষতে এই ব্লগ থেকে খুব সহজে লিংক করতে পারছেন।

৫| HARO লিংকবিল্ডিং

HARO খুব কার্যকর লিংক বিল্ডিং মেথডস। কিছু সংখ্যক ব্লগার বা কোম্পানি রিপোর্টারদের দ্বারস্থ হয় টিপস বা প্রশ্নের উত্তর খুঁজতে। আবার রিপোর্টাররা ব্লগার বা ওই টপিকে এক্সপার্টদের দ্বারস্থ হয় উত্তরের জন্য। HARO থেকে আপনি আপনার নিশ রিলেটেড প্রশ্নর উত্তর দিয়ে লিংক নিতে পারেন।

৬| গেস্টোগ্রাফিক্স (Guestographics) লিঙ্ক বিল্ডিং

১ম ধাপঃ আপনি একটা সুন্দর ইনফোগ্রাফিক বানাবেন আপনার নিস অনুযায়ী যেকোন টপিকে।

২য় ধাপঃ আপনি যেই টপিকে ইনফগ্রাফিকটা বানালেন, সেই টপিকে কাদের কাদের আর্টিকেল তেমন একটা সমৃদ্ধ না সেটা খুঁজে বের করবেন গুগল করে।

৩য় ধাপঃ আপনি আপনার ইনফোগ্রাফিকটা কোথাও আপলোড করে ২য় ধাপে পাওয়া সবাইকে ইমেইল করে বলবেন আপনার ইনফোগ্রাফিকটা তাদের ওই পোস্টে এম্বেড করতে।

আপনাকে তাদেরকে বোঝাতে হবে যে, আপনার ইনফোগ্রাফিকটা অনেক রিসার্সের ফসল এবং তাদের বর্তমান ট্রাফিকরা লাভবান হবে + তাদের ওই পোস্ট এর কোয়ালিটিও বাড়বে।

নোট – এই পোস্টটা নিয়মিত আপডেট করা হবে আরও অনেক নতুন নতুন লিঙ্ক বিল্ডিং (ব্যাকলিঙ্ক ) এর উপায়সমূহ নিয়ে । সুতরাং সাথেই থাকুন। 🙂

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

9 thoughts on “কার্যকরী লিঙ্ক বিল্ডিং (ব্যাকলিঙ্ক) মেথড যেগুলো ২০২০ এ আপনার অবশ্যই জানা থাকা উচিত!”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap