গুগল প্রডাক্ট রিভিউ আপডেট | কি কি থাকছে এই আপডেটে?

চলে আসলো প্রডাক্ট রিভিউ এর গুগলের আপডেট! শুরুতে বলে দিচ্ছি এটি কোন কোর আপডেট নয় আর এই আপডেট কোন প্যানাল্টি ও হবে না বলে জানা যাচ্ছে তবে র‍্যাঙ্কিং এ চেঞ্জ আসতে পারে। আপডেট শেষ হতে ২ সপ্তাহ এর মত লেগে যেতে পারে। আমি আমার সামান্য নলেজ থেকে বিশ্লেষন করছি, যদি কোন ভুল থাকে অবশ্যই ধরিয়ে দিবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

তাহলে আমাদের জন্য কি করার উচিত?

আসলে বেশি কিছু করার দরকার নেই আগেও যা করার সেটি করতে হবে –ইন-ডেপথ রিসার্চ!আসুন প্রত্যেকটি সাজেশান যা গুগল আমাদের দিয়েছেন সেটি নিয়ে আলোচনা করি

  • Express expert knowledge about products where appropriate

এই জায়গাটি EAT এর E-expertise কে বলা হচ্ছে আমরা জানি গুগল অথরিটি পছন্দ করেন এর মানে যদি আপনি অটোমোবাইল নিশ নিয়ে কাজ করেন তবে অথর এর বায়ো হবে একজন এক্সপার্ট কার-মেকানিক এর। কিন্তু সমস্যা হচ্ছে যখন রাইটার রা লিখেন তখন তার লেখায় সেই এক্সপার্টনেস টা উঠে আসে না।লেখায় থাকে অনেক অপ্রাসংগিক বিষয় আর যদিও লেখা অনেক সহজ সাবলীল ও নির্ভুল হয় তবে সেই লেখায় রিলেভেন্সি না থাকায় গুগলের এলগরিদম এ যখন এন এল পি (natural language processing) দিয়ে যাচাই হয় তখন র‍্যাংকিং এ টিকে থাকে না

  • Show what the product is like physically, or how it is used, with unique content beyond what’s provided by the manufacturer?

প্রডাক্ট ডাইমেনশেন, ওয়েট আর ফিচার এর খুটি নাটি মেজারমেন্ট গুলো সংখ্যায় প্রকাশ করা। এই ক্ষেত্রে আমার বেশি কিছু বলার নেই। নিজের সাইটের জন্য ভাবছি স্পেসিফিকেশন এড করব আর সেখানে এই সংখ্যাগত ডাটা দিয়ে ইনপুট দিব দেখা যাক কি হয়। যাদের আগের আর্টকেল র‍্যাঙ্কিং হারাবে এই আপডেটের পর চাইলে আপনারা ও ট্রাই করতে পারেন।

  • Cover comparable products to consider, or explain which products might be best for certain uses or circumstances?

এই বিষয়ে, আমি যা করতাম সেটা অনেকে হয়তো করছেন, সেটি হচ্ছে ক্যাটাগরি বেসড রিভিউ লিখা

  • Tips:

When buying something online only read the reviews that gave it 3 stars–they’re usually the most honest about pros and cons.

Best for affordable

Best for portability

Best overall

Best runners up

Best for durability

এভাবে ক্যাটাগরি দিয়ে দিলে শুরুতে রিডার রা বুঝবে যে আসলে এই প্রডাক্ট এই ক্যাটাগরি তে এ+ পেয়েছে বা বেস্ট।After categorization, lets talk about which products might be best for certain uses or circumstances?এদিকে বলে রাখা ভাল ফিচার গুলোর বেনিফিট এক্সপ্লানেশান যত বেশি রিয়েল লাইফ অরিয়েন্টেড হবে তত বেশি ভ্যালু এড করবে।কিভাবে?
example: As the vacuum has its handle at the end, use it only for occasional spot cleaning. For the aggressive usage, it might cause Carpal Tunnel Syndrome.

যারা স্যাস বেসড সাইট নিয়ে কাজ করছেন মানে সার্ভিস দিচ্ছেন আর চাচ্ছেন আপনাদের সার্ভিস গুলো সার্চ ইঞ্জিনে প্রমোট হউক এদের জন্য একই আপডেট কাজ করবে।

  • Save

প্রডাক্ট রিভিউ সিংগেল ও রাউন্ড-আপ দুই টাইপে এই আপডেট কাজ করবে।

  • Save
  • Discuss the benefits and drawbacks of a particular product, based on research into it?

এই নিয়ে বেশি কিছু বলার নেই শুধু বলব সঠিক উপায়ে প্রস এন্ড কন্স বাছাই করুন।

  • Save
  • Describe how a product has evolved from previous models or releases to provide improvements, address issues, or otherwise help users in making a purchase decision?

এই জায়গায় মনে হচ্ছে সবার কাজ করার মত জায়গা আছে। একটি প্রডাক্ট এর অনেক গুলো আপডেট আসে।দেখা যায় আগের জুসার মেশিন-এ ছিল ৩টি সেন্ট্রিফিউগাল ব্লেড ও একটি মটোর এখন আপডেটে হয়েছে ৪টি ব্লেড আর একটি সেমি-কন্ডাক্টর মটোর।এইভাবে একটা প্রডাক্ট ডেভেলপমেন্ট এর লাইফটাইম বা Evolution পর্যালোচনা করার জন্য আলাদা হেডিং দিয়ে আলোচনা করা যেতে পারে।সব শেষে হচ্ছেঃ

  • Identify key decision-making factors for the product’s category and how the product performs in those areas? For example, a car review might determine that fuel economy, safety, and handling are key decision-making factors and rate performance in those areas.
  • Describe key choices in how a product has been designed and their effect on the users beyond what the manufacturer says?

দুইটি বুলেট পয়েন্ট এর মূল বিষয়ই হচ্ছে রিয়েল লাইফ ইউজার দের থেকে প্রায়োগিক যে বিষয়গুলো সেটি-কে তুলে ধরা। খুবই দারুণভাবে লিখে বুঝিয়ে দিয়েছে!

imran chowdhury
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap