কিভাবে কোরা (Quora) মার্কেটিং করবেন? পূর্ণাঙ্গ গাইডলাইন।

কোরা হচ্ছে ইনফরমেশন বেসড সাইট যেখানে মানুষ প্রশ্ন করে ও উত্তর পেয়ে থাকে। বর্তমানে কোৱাতে ৪,০০,০০০ টপিকস আছে। রেডিট এর মতন কোৱাতেও আপভোট, শেয়ার ও মন্তব্য করা যায়। যত মানুষ আপনার উত্তর আপভোট দিবে তত আপনার উত্তর মানুষের কাছে দেখানো হবে। কোরাতে আপনি আপনার কনটেন্ট প্রকাশ করতে পারবেন লিংকডইন এর মতন।

কেন কোরা ?

আপনি কেন কোৱা মার্কেটিং করবেন তার ৫ টি কারণ দেয়া হলো;
১) আপনি কোরাতে উত্তর দেয়ার মাধ্যমে প্রতি মাসে বিশ্বব্যাপী মিলিয়ন ভিসিটর এর কাছে দেখানো হয়ে থাকে।
২) যেকোনো টপিকে আপনি আপনার দক্ষতা প্রকাশ করতে পারবেন।
৩) আপনি যেকোনো ইন্ডাস্ট্রিতে সুক্ষদৃষ্টি দিতে পারবেন।
৪) আপনার ব্যাবসা/প্রোডাক্ট/সার্ভিস সংক্রান্ত যেকোনো উত্তর সোজাসোজি উত্তর দিতে পারবেন।
৫) আপনি আপনার বা অন্য যেকোনো ওয়েবসাইট থেকে টপিক বেসড কনটেন্ট শেয়ার করতে পারেন ও লিংক করতে পারবেন।

কেন কোরা মার্কেটিং স্ট্রেটেজি প্রয়োজন।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে খুব জনপ্রিয় সাইট হচ্ছে কোরা। কোরা একটি চমৎকার মাধ্যম অর্গানিক ট্রাফিক বাড়াতে , সুনাম বৃদ্ধিতে এবং আপনার অডিয়েন্স সম্পর্কে জানতে অনেক বেশি সাহায্য করে থাকে।

#প্রশ্ন উত্তর প্লাটফর্ম এর মধ্যে কোরা সব থেকে ভালো একটি প্লাটফম। যাদের বিশ্বব্যাপী আছে ৩০০ মিলিয়ন মাসিক ভিসিটর।

#কোরা প্রশ্নগুলা গুগলের মাধ্যমে সার্চ করা যায় এবং সেই রেজাল্ট সার্চ রেজাল্টস এ দেখানো হয়। কোরাতে আপনার কনটেন্ট এভারগ্রীন হলে, আপনার ওয়েবসাইট এ খুব দ্রুত ভিসিটর নিয়ে আসবে।

#আপনি আপনার ওয়েবসাইট এর টপিক বেসড সমস্যা সমাধানমূলক প্রশ্নের উত্তরের মাধ্যমে হাই-কোয়ালিটি ট্রাফিক আনতে পারেন।

#কোরা এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি রিয়েল ট্রাফিক পাবেন সঠিক উত্তরসহ। আপনি আপনার অডিয়েন্সকে ভালো উত্তর পেতে সাহায্য করলে তারাও আপনার সার্ভিস/ প্রোডাক্ট সাপোর্ট এর মাধ্যমে সাহায্য করবে।

কিভাবে কোরা মার্কেটিং করবেন?

কোরা মার্কেটিং করতে হলে প্রথমে কোরাতে জয়েন করতে হবে তারপর বায়ো/টপিক সিলেক্ট করা/ভাষা সিলেক্ট করা।
চলুন তাহলে জেনে নেই কিভাবে মার্কেটিং শুরু করবেন!!

১) প্রোফাইল তৈরী করুন:

স্টেপ :০১
যখন আপনি কোরাতে সাইন আপ করবেন ফেসবুক/গুগল সাথে কানেক্ট করে করতে পারেন।

  • Save

স্টেপ:০২
কানেক্ট করার সাথে সাথে আপনাকে ১০ টি টপিক সিলেক্ট করতে দেয়া হবে আপনি আপনার নিস/প্রোডাক্ট/সার্ভিস বেসড ১০ টি টপিক সিলেক্ট করুন।

  • Save

স্টেপ:০৩
আপনি কোন কোন ভাষা জানেন সেইটা টিক দিয়ে দিন। কারণ কোরা এখন বিভিন্ন ভাষায় প্রচলিত আছে। তাই আপনার পছন্দের ভাষায় কোরাতে আপনি পার্টিসিপেট করতে পারবেন।

  • Save

স্টেপ:০৪
প্রোফাইল এর যোগ্যতা যোগ করুন। যাতে আপনার প্রফেশনালিজোম ফুটে উঠে।
স্টেপ:০৫
নিজের বিবরণ দিন। বিবরণে আপনার ওয়েবসাইট থাকলে তার লিংক করে দিন যাতে আপনার ফলোয়াররা আপনার সম্পর্কে জানতে পারে।
স্টেপ:০৬
একটি ক্লিন, নজরকারা ও প্রফেশনাল ছবি দিন।
স্টেপ :০৭
আপনার যদি পূর্বে কোনো কাজের যোগ্যতা থেকে থাকে তাহলে তা যোগ করুন। আপনার শিক্ষাগত যোগ্যতা যোগ করুন। সাথে আপনি যেই শহরে থাকেন ঐটা যোগ করুন। 

২) রিলেভেন্ট টপিক ট্র্যাক করুন ও নোটিফিকেশন

কোরা মার্কেটিং করতে গেলে আপনাকে কন্ডাক্ট রিসার্চ করতে হবে। আপনি এর মাধ্যমে জানতে পারবেন আপনার ইন্ডাস্ট্রির মানুষ কি বলে, কি টপিক নিয়ে কথা বলছে তা ট্র্যাক করতে পারেন ।

আপনি কোরা সার্চ বক্সে যেয়ে কীওয়ার্ড দিয়ে সার্চ করলে কোরা এক্সপ্লোরার আপনাকে অটোমেটিক টপিক সাজেস্ট করবে। আপনি ঐ টপিকে ক্লিক করলে আপনি আরো কিছু টপিক সাজেশন হিসেবে পাবেন ঐগুলা আপনি ফলো করে রাখতে পারেন। তাছাড়াও আপনি চাইলে নোটিফিকেশন পাবার জন্য সেটিংস এ যেয়ে ইমেল ও বিজ্ঞপ্তিগুলি থেকে আপনার পছন্দের অপসন সেট করে নিতে পারেন। 

৩) পছন্দের প্রশ্ন খুজুন উত্তর দেয়ার জন্য

মিলিয়ন মিলিয়ন প্রশ্ন আপনি কোরাতে পাবেন কিন্তু সব প্রশ্নতো আপনার ইন্ডাস্ট্রিতে ভ্যালু অ্যাড করবে না। তাই মধ্যে থেকে আপনার ইন্ডাস্ট্রির টপিক অনুযায়ী প্রশ্ন খুঁজে নিয়ে উত্তর দিন। আপনার নিশ অনুযায়ী প্রশ্ন কিভাবে খুঁজে পাবেন?

আপনি কোরা সার্চ বক্সে যেয়ে কীওয়ার্ড দেন তারপর কোরা আপনার কীওয়ার্ড অনুযায়ী প্রশ্ন সাজেশন করবে। ঐ প্রশ্নগুলার উত্তর অথোরেটিভ ও সম্পূর্ণ হয়। যে বিষয় গুলা খেয়াল রাখবেন প্রশ্ন খুজার সময় ; 

# ঐ টপিক সিলেক্ট করুন যেটা আপনার নিশ এর সাথে সম্পর্কিত 
# এমন থ্রেডস খুজুন যেগুলাতে আপভোট বেশি সাথে ভিউ এর পরিমান বেশি 
# নতুন প্রশ্ন গুলাতেও উত্তর দিন। নতুন প্রশ্ন গুলাতে আপনার এক্সপার্টাইজ অনুযায়ী বিস্তারিত উত্তর দিন। 

৪) বিশ্লেষণধর্মী উত্তর দিন

আপনি যখনি আপনার নিশ অনুযায়ী প্রশ্ন পাবেন তখন অবশ্যই বিশ্লেষণধর্মী উত্তর দেয়ার চেষ্টা করবেন। উত্তর হতে হবে তথ্যমূলক, পরিসংখ্যান নির্ভর, রিলেভেন্ট সাইট এর লিংকসহ পরিপূর্ণ উত্তর। 

৫) অন্যান্য কোরা ইউসারদের সাথে কানেক্ট হোন

কোরা সার্চ ইঞ্জিন নয় এটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হিসেবে কাজ করে। তাই আপনাকেও সোশ্যাল হতে হবে। যখন আপনি শিখবেন কিভাবে কোরা মার্কেটিং করতে হবে তখন আপনাকে গুরুত্বপূর্ণ লিডস ও কাস্টমার এর প্রতি খেয়াল রাখতে হবে। 
অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতন কোরা অনন্যা  ইউসার এর সাথে আপনাকে সরাসরি যোগাযোগ করতে দেয়। তাই আপনি সহজেই অন্যান্য ইউসার এর সাথে এনগেজমেন্ট বাড়াতে পারেন। 

যেভাবে কানেক্ট খুঁজে নিবেন; 

# আপনার টপিকে যারা টপ আনসার ও ফলোয়ার আছে তাদের ফলো করেন । 
# এমন বোর্ড তৈরী করুন যেখানে আপনি আপনার নিশ রিলেটেড টপিক এ কান্ট্রিবিউট করতে পারেন। 
# যেসকল কনটেন্ট কোরার বাহিরে আছে অথচ ঐ কনটেন্ট সমস্যা সমাধান দেয়া আছে ঐ কনটেন্ট লিংক দিন।

৬) এনালিটিক্স রিভিউ করুন

আপনি কোরাতে যত বেশি একটিভ থাকবেন ও প্রশ্নের উত্তর দিবেন আপনার প্রোফাইল রেপুটেশন বাড়বে ও উত্তর তত বেশি মানুষ দেখতে পারবে। আপনার কোন উত্তর কেমন পারফরমেন্স করছে তা দেখার জন্য আপনি আপনার একাউন্ট এর ছবিতে ক্লিক করলেই  পরিসংখ্যান পাবেন।

পরিসংখ্যানে ক্লিক করলেই প্রতি মাস/ ৭ দিনের টোটাল ভিউ; টোটাল আপভোট; টোটাল শেয়ার দেখা যাবে। সেই অনুযায়ী প্রশ্নের উত্তর দিন ও ট্রেন্ডি প্রশ্ন গুলা টার্গেট করে উত্তর লিখুন। 

কোরা মার্কেটিং করার শর্টলিস্ট

কোরা মার্কেটিং নিয়ে পুনরায় সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ  পয়েন্ট গুলো শর্টলিস্ট আকারে দেয়া হলো;    
১) ভালো একটি প্রোফাইল তৈরী করুন যাতে যে কেউ আপনার সম্পর্কে জানতে পারে ও আপনার ওয়েবসাইট বা সোশ্যাল প্রোফাইল এ ক্লিক করে দেখতে পারে। 
২) আপনার ইন্ডাস্ট্রির টপিক গুলা ফলো করুন। টপিক গুলাতে এক্টিভলি অংশগ্রহণ করবেন, পোস্ট করবেন, উদ্দীপক প্রশ্ন এবং ভ্যালুএবল উত্তর দিন। আপনার অন্যান্য কনটেন্ট এর রিলেভেন্ট লিংক দিন কিন্তু লিংক করতে যেয়ে স্প্যাম করা যাবে না। 
৩) আপনার রিলেভেন্ট টপিক এর মধ্যে যারা সব থেকে বেশি অংশগ্রহণ করেন; উত্তর ও ফলোয়ার সব থেকে বেশি তাদের সাথে কানেক্ট হোন। 
৪)  অন্যদের আপনাকে ফলো করতে উৎসাহ দেন কোরা ফলো বাটন ব্যবহার করে। 
৫) কৌতুহলী প্রশ্ন গুলার উত্তর দেন এবং আরো বেশি নোটিশ পান। পপুলার টপিক গুলা লক্ষ্য করুন ও উত্তর দেয়ার মাধ্যমে অংশগ্রহণ করুন কোরাতে। 

আরও কিছু টিপস পেতে নিচের এই ভিডিওটা দেখে নিতে পারেন –


আপনি কি আপনার বিসনেস বা ওয়েবসাইট অথবা নিজের পোর্টফোলিও কোরার মাধ্যমে প্রমোট করছেন? এখন পর্যন্ত কেমন রেজাল্টস পেলেন তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দিয়ে প্রমোশন এ সাহায্য করবো।  

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap