৯ টি অসাধারণ কীওয়ার্ড রাঙ্কিং টুলস চেকার।

আমাদের যাদের নিজেদের ওয়েবসাইট আছে তাদের পোস্ট পাবলিশড করার পরের কাজ হচ্ছে আমার কীওয়ার্ড গুলো গুগল এ র্যাংক করছে কি না ? যদি র্যাংক করে থাকে তাহলে কত তম পজিশন এ আছে ? বা আমাদের টার্গেটেড কীওয়ার্ড এর পসিশন কত তম তা দেখতে হয়। তাই এর জন্য আমরা কিছু টুলস ব্যবহার করতে পারি টার্গেটেড কীওয়ার্ড গুলো র্যাংক করানোর জন্য।

Tools:

১/ SEMrush: SEMrush টুলস হলেও আপনি এইটা কিছু দিন এর জন্য ট্রেইল ভার্সন ব্যবহার করতে পারেন। আপনি টুলস এর সার্চ বাক্স এ আপনার পোস্ট এর URL তা দিলেই আপনার টার্গেটেড কীওয়ার্ড দেখিয়ে দিবে।

২/Ahrefs : Ahrefs পেইড টুলস কিন্তু সবার সেরা একটা কীওয়ার্ড ট্র্যাকিং টুলস। Ahrefs-এ আপনি ভিন্ন  ভিন্ন country দিয়েও কীওয়ার্ড ট্র্যাক করে দেখতে পারেন।

৩/Google Rank Checker : Google Rank Checker হচ্ছে কীওয়ার্ড পসিশন জানার জন্য free tools গুলার মধ্যে একটি। গুগল এ আপনার কীওয়ার্ড যদি ১০০ মধ্যে থাকে তাহলে এই টুলস আপনার কীওয়ার্ডকে।

৪/ AccuRanker : AccuRanker খুবই ভালো একটা পেইড টুলস এবং এটি শুধু গুগলের জন্যই নয় Bing এর কীওয়ার্ড পসিশনও দেখায়।

৫/ SERP’s Keyword Rank checker: এই টুলসটিও ফ্রি ও খুবই সহজ এ কীওয়ার্ড পসিশন জানা যায়। সাথে সাথে আপনি আপনার পুরা প্রজেক্টস তার সব কীওয়ার্ড একসাথে ট্র্যাক করতে পারবেন।

৬/ SEG Google Rank Checker: এটি অন্য টুলস গুলো থেকে সম্পূর্ণ ভিন্ন একটা টুলস। কোনো রেজিস্ট্রারিং ছাড়াই আপনি আপনার কীওয়ার্ড সার্চ বাক্স এ দিলেই আপনার কীওয়ার্ড পসিশন জানাবে। একদম ফ্রি একটি টুলস এটি।

৭/ SEO Centro Rank Checker: এই টুলসটি দিয়ে আপনি গুগল ও ইয়াহু রাঙ্ক জানতে পারবেন। সম্পূর্ণ ফ্রি অনলাইন ভিত্তিক টুলস এটি। আপনি আপনার কীওয়ার্ড দিবেন আপনার ডোমেইন দিবেন আপনাকে কীওয়ার্ড পসিশন দেখিয়ে দিবে সাথে সাথেই।

৮/ SERPWatcher: এই টুলসটি অন্য টুলস থেকে একটু আলাদা। কারণ এই টুলসটিতে আপনি জিও লোকেশন অনুযায়ী কীওয়ার্ড ট্র্যাক করতে পারে যার ফলে আপনি জানতে পারেন আপনি কোন দেশ থেকে ভিসিটর পাচ্ছেন। টুলসটির সার্চ বক্সে আপনার ডোমেইন নাম দিবেন আপনি কোন জিও লোকেশন কীওয়ার্ড রাঙ্কিং জানতে চান তা দিবেন ও আপনার কীওয়ার্ড দিবেন আপনাকে আপনার কীওয়ার্ড ফলাফল পেয়ে যাবেন।

৯/ Rank Checker by Small SEO Tools: এই টুলসটি অনেক গুলা কাজ করে SEO তে ফ্রি টুলস গুলোর মধ্যে এটি অন্যতম। টুলসটির সার্চ বক্সে যেয়ে আপনি আপনার ডোমেইন ইউআরএল দিবেন তারপর কীওয়ার্ড দিবেন, কোন সার্চ ইঞ্জিন থেকে ররাঙ্ক দেখতে চান ঐটা দিবেন আপনি চাইলে রেঞ্জও দিয়ে দিতে পারেন। এই টুলস এর সুবিধা হলো আপনি একসাথে ১০ তা কীওয়ার্ড রাঙ্ক চেক করতে পারবেন।

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap