কেন ফ্রীলান্সার হিসেবে আপনি সফলতা পাচ্ছেন না বা কেন অসফল ?

আমরা অনেকেই ফ্রীলান্সার হবার স্বপ্ন লালন করি হয়তো তা পূরণের জন্য বিভিন্ন কোর্স করে থাকি এবং নিজেদেরকে একজন ফ্রীলান্সার হিসিবে ভাবতে থাকি আসলে একজন সফল মার্কেটার হওয়ার জন্য অনেক চড়ায় উৎরাই পার করতে হয়। কি কারণে আমরা অসফল হচ্ছি তা এখন আমি ধারণা দেয়ার চেষ্টা করবো।

(১) দক্ষতার অভাব : পরিসংখ্যান যদি দেখি তাহলে যারাই ফ্রীলান্সার হতে চায় তাদের প্রতি ১০০ জনে ২ জন সফল হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে আমরা গতানুগতিক ধারায় পরে থাকি নিজেকে ডেভেলপ করি না বা এইটা নিয়ে পড়াশুনা করতে চাই না।  মোট কথা স্কিল ডেভেলপমেন্ট এ আমাদের মনোযোগ খুব কম থাকে যার কারণে শতকরা ৯৮% এর স্বপ্ন ঝরে যাচ্ছে।

পরার্মশ : নতুন নতুন টিপস এবং ট্রিকস জানুন।

(২) মাল্টি টাস্কিং : অনেক এ আছে অনেক গুলো এক সাথে করতে যায় বা শিখতে চায়। যেমন: আপনি SEO শিখছেন কিছু দিন পর আপনি আবার গ্রাফিক্স এর কাজ শিখছেন কারণ কেউ হয়তো আপনাকে বললো গ্রাফিক্সে টাকা বেশি বা আপনি ২ তাই করছেন কিন্তু একটা সময় আপনি ধাক্কা খেলে সামলানো খুব কষ্টের হবে।

পরার্মশ : যেকোনো একটা সেক্টরে নিজেকে ডেভেলপ করুন।

(৩) মার্কেট প্লেস বিড়ম্বনা : নতুন যারা ফ্রীল্যানসিং শিখছেন তাদের জন্য মার্কেটপ্লেস এক বিশাল মাথা ব্যথা। কারণ কভার লেটার লিখা, এক্সাম দিয়া আর এখন নতুন ভাবে পেইড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যাকিনা নতুনদের জন্য চরম ধাক্কা। কিন্তু পরিসংখ্যানে দেখা যায় মার্কেট প্লেসের বাহিরে অনেক বিশাল ক্লাইন্ট পরে আছে যাদের আমরা টার্গেট করি না।

পরার্মশ: নিজের স্কিল অনুযায়ী ক্লাইন্ট খুঁজতে শিখুন

(৪) কমিউনিকেশন স্কিল : এইটা খুবই হতাশা জনক যে আমরাদের দেশের বেশির ভাগ নতুন ফ্রীলান্সারদের কমিউনিকেশন স্কিল খুব হতাশা জনক  মাঝে মাঝে ফেসবুকে বিভিন্ন গ্রুপ এর স্ক্রিনশট দেখলে নিজের কাছেও খারাপ লাগে যে, তারা ক্লায়েন্ট এপ্রোচ করছে বাংলায় লিখে বা বাংলিশ লিখে। তাই আগে কমিউনিকেশন স্কিল তাও বাড়ান। মেইল এর বডি একটা ফরমেট মেইনটেইন করুন এবং ক্লায়েন্ট কি চায় ঐটা আগে বুঝুন তারপর ওই মোতাবেক ক্লায়েন্টকে আপনার স্কিল জানান।

পরার্মশ : মেইল বডি টেমপ্লেট বানাতে পারেন যা কিনা সব জায়গায় খাপ খায়। একটু এডিট করে ক্লায়েন্ট এপ্রোচ করতে পারেন।

(৫)আথিক অসচ্ছলতা ও ধৈর্য না রাখতে পারা : আমরা হয়তো অনেকের কাছে শুনে থাকি অনলাইন এ অনেক টাকা উড়ছে।  তাই ঝট পট নেমে পড়ি ইনকাম সোর্স বের করার জন্য। কিন্তু  একটাও একটি স্বতন্ত্র বিদ্যা এইটা অনেকে বুঝে না। যেমন : আমরা গ্রাডুয়েশন কমপ্লিট করে একটা ভালো হ্যান্ডসম জব এ CV ড্রপের আশা রাখি তেমনি ভাবে আপনি ফ্রীল্যানসিং এ যেকোনো একটা সেক্টরে ভালো স্কিল থাকলেই ইনকাম এর চিন্তা করতে পারেন। SEO র ক্ষেত্রে কমপক্ষে ৬ মাস সময় অবশ্যই দিতে হবে। সহায়তা করার মত কেউ না থাকে তাহলে এর প্রভাব কাজে পরতে বাধ্য। তাই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে অবসসই ধৈর্য সাথে সময় দিতে হবে।  ঝট পট ইনকামের কোনো পথ সফলতার পথ হতে পারে না।

পরার্মশ : ধৈর্য সহকারে সময় নিয়ে শিখা ও মিনিমাম আথিক সহায়তা থাকা।

সবশেষে আপনাকে কোনো ভাবেই হাল ছেড়ে দিলে চলবে না। শিখতে হবে শিখার মতন যাতে আপনি শক্ত একটা ভিতে দাঁড়াতে পারেন।

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap