ইন্টেন্ট মানে হচ্ছে – আপনি একটা জিনিস সার্চ দেয়ার সময় আপনি মনে মনে কি চিন্তা করছেন।

ধরুন – আপনি সার্চ দিচ্ছেন এই কিওয়ার্ড দিয়ে “How to make money online in Bangladesh”.
এখন আপনি যখন এই How to make money online in Bangladesh কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিচ্ছেন, তখন আপনার মাথায় কি কি কাজ করবে?
একটু চিন্তা করে দেখুন তো নিচের জিনিসগুলো আপনি ঐ কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়ার সময় চিন্তা করবেন কিনা?
– আমার এমন কিছু সাইট দরকার যেখান থেকে ট্যাকা-টুকা আয় করা যাবে।
– এমন কিছু মেথড যেগুলো দিয়ে মানুষ টাকা আয় করছে (যেহেতু মানুষ পারছে, সুতরাং আপনিও পারবেন)
– যারা টাকা আয় করছে, তারা কারা? কোন রেফারেন্স বা তাদের বিস্তারিত জানতে চাইবেন আপনি মনে মনে। (তাই না?)
– কেমন টাকা পয়সা আয় করা সম্ভব বাংলাদেশ থেকে?
– আবার আয় করলে, সেই টাকা বাংলাদেশে আনবো ক্যামনে?(এই জিনিসটা আমরা বাংলাদেশিরা সবার আগে চিন্তা করি)।

এই যে এতো হাবিজাবি চিন্তা করে ফেললুম; কিন্তু সবকিছু দিয়ে কিন্তু আমি বা আপনি গুগলে সার্চ দেই নাই। গুগলে সার্চ দেয়ার সময় জাস্ট “How to make money online in Bangladesh” এই কিওয়ার্ডটা দিয়েই সার্চ দিয়েছি।
একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়ার সময়, মানুষ যে এতোসব হাবিজাবি জিনিসগুলো সম্পর্কেও জানতে চায় (মনে মনে)- সেটাই আসলে ইন্টেন্ট।
মানে, একটা কিওয়ার্ড শুধু একটা জাস্ট কিওয়ার্ড না বা কয়েকটা শব্দ না, একটা কিওয়ার্ড ঐ ভিজিটরের মাথার ভিতর ঘুরতে থাকা কিছু গল্প বা গুটিকয়েক স্বপ্ন নিজের জীবনে বাস্তব করার প্রচণ্ড ইচ্ছে বা একটা নির্দিষ্ট বিষয়ের ডজনখানেক সমস্যার সমাধান।
সামগ্রিকভাবে এটাই ইন্টেন্ট!
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
- গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে? - November 6, 2021