লাস্ট গুগল আপডেট এরপর আমি ১০০+ অডিট করতে যেয়ে, যে যে সমস্যা গুলা পেয়েছি।

২০২২ এর মাঝে থেকে শেষ পর্যন্ত অনেক গুলা গুগলের আপডেট গিয়েছে এর মধ্যে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এফিলিয়েট সাইট গুলা। আমরা NShamimPRO তে যেহেতু লাইফটাইম সাপোর্ট দিচ্ছি তাই আমাদের একটা প্ল্যান ছিল আমাদের পেইড মেম্বারদের গুগল আপডেট এ হিট খাওয়া সাইট বা ট্রাফিক ডাউন হওয়া সাইট গুলা দেখে দিবো ও ভুল গুলা ধরিয়ে দিবো। তার জন্য শেষ দেড় মাস (১.৫ মাস) ধরে অলমোস্ট ১০০ সাইট দেখে আমি যা যা ফাইন্ডিংস পেয়েছি তা নিয়ে একটা চেকলিস্ট আপনাদের সাথে শেয়ার করছি; 

১) ইম্পরট্যান্ট পেজ না থাকা। ইম্পরট্যান্ট পেজ বলতে About/ এফিলিয়েট ডিসক্লেইমার 

২) পুওর কোয়ালিটি কনটেন্ট (ইনফো ঠিক নাই + কীওয়ার্ড এর সাথে কনটেক্সট এর সাথে কোনো মিল নাই+ ইন্ট্রোতে এক্সাক্ট আনসার নাই ও অনেক ভুল ছিল কনটেন্ট এ ) 

৩) প্রপার ইন্টারনাল লিংক করা হয় নাই। 

৪) ডেস্কটপে পেজ স্পিড ঠিক থাকলেও মোবাইল স্পিড অনেকের খুব খারাপ ছিল। 

৫) E-A-T সমস্যা। অনেকেই E-A-T বলতে শুধু অথর বায়ো ও এবাউট কোনো মতন দিয়েই শেষ। এরপর আরো যে কাজ আছে সেইটা তারা কিছুই করে নাই।  অনেকে তো অথর বায়ো দেয় নাই। 

৬) অনেকের সোশ্যাল সিগন্যাল বলতে কিছুই ছিল না। না সোশ্যাল শেয়ার বাটন না কোনো সোশ্যাল প্রোফাইল। যাদের ছিল তাদের প্রোফাইল খুলেই শেষ কোনো এক্টিভিটি ছিল না। 

৭) ইমেজ গুলা বেশির ভাগ ফ্রি সোর্স থেকে নিলেও কোনো ক্রেডিট নাই বা ইউনিক ইমেজ খুব কম পেয়েছি। ইমেজ এসইও ঠিক ছিল না। 

৮) কনটেন্ট অন-পেজ ঠিক ছিল না যেমন h২ এরপর সাব হেডিং গুলা h৩ আসবে কিন্তু ক্রমঅনুযায়ী ছিল না অনেকের। ইন্টারনাল লিংকের কথা তো বললাম উপরে। Anchor টেক্সট ঠিক নাই অনেকের। যেমন ধরেন আপনি ইন্টারনাল লিংক করলেন এক ওয়ার্ড/দুই ওয়ার্ড এর যেইটা দিয়ে বুঝাই যায় না আপনি যে লিংকটা ক্লিক করে পরের পোস্টে যাবেন সেইটা আসলেই কি টেক্সট এর সাথে মিল আছে কিনা? অনেকেই আবার আমাজন এর লিংক গুলাকে ডু-ফলো করে রেখেছে।   

৯) কনটেন্ট গুগল হেল্পফুল আপডেট ফুলফিল করে নাই ও প্রোডাক্ট রিভিউ আপডেট এর সাথেও কনফ্লিক্ট করে এমনও পাওয়া গেসে অনেক। 

১০) কনটেন্টে NLP ওয়ার্ড ব্যবহার খুব কম হয়েছে। 

১১) সার্চ কনসোলে কোর ওয়েব ভাইটাল এর মাধ্যমে ইউআরএল গুলা পেজ স্পিড গুলা চেক করে অনেকের ইন্ডিভিজুয়াল মানি পেজ গুলার পুওর স্পিড পেয়েছি এবং অনেকের এক্সক্লুড রিপোর্ট তা দেখেন টেকনিক্যাল ইস্যু গুলা ধরা পড়েছে।   

১২) ডি-ইনডেক্স ইস্যু যাই দেখলাম তার কারণ পুওর কোয়ালিটি কনটেন্ট ও ই-রেগুলার কনটেন্ট পাবলিশ করা। ধরেন এই মাসে ১২ তা কনটেন্ট দিয়ে দিলেন তারপর ২/৩ মাস আর কোনো পোস্ট দিচ্ছেন না।   

১৩) Ahrefs দিয়ে ব্যাকলিংক চেক করে দেখি অনেকেই irrelavent লিংক করা হইসে ও স্প্যামি লিংক পেয়েছি। 

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap