Ahrefs এর কিওয়ার্ড সার্চ ভলিউম ডাটা দেখে যদি কেউ একটা কিওয়ার্ড তার টার্গেট লিস্ট থেকে বাদ দিয়ে দেয় – সেটা হবে মস্ত বড় একটা ভুল কাজ। আমার এমনও বেশ কিছু নতুন সাইট আছে ( এমন নতুন না আবার যে Ahrefs ডাটা পায় নাই এখনো), ahrefs এ ট্রাফিক দেখাচ্ছে ৩০০, কিন্তু অরিজিনাল ট্রাফিক হচ্ছে ১০০০+ ট্রাফিক এবং সার্চ ভলিউম এর সত্যিকারের ফ্যাক্ট থেকে ৮০% সময়ে এইসব টুলগুলো ভুলভাল ডাটা দেখায়। আর আমরা, যারা নতুন শুরু করছি, তারা এইসব ভুল ডাটা বা তথ্যের কারণে বিভ্রান্ত হয়ে যাই।
চলুন দেখে নেয়া যাক আসল ফ্যাক্ট।
আমার একটা সাইটের কিওয়ার্ড এর সার্চ ভলিউম Ahrefs এর মোতাবেক ৩০ (১ মাসের ডাটা)। স্ক্রিনশটঃhttps://go.nshamimpro.com/share/1xy9v3wkx8er8lQlTWAj
মানে, আপনি যদি Ahrefs এর ডাটা দেখে এই কিওয়ার্ড চুজ করেন, এবং ১ বা ২ নাম্বার পজিশনে র্যাঙ্ক করতে পারেন, তাহলে IgniteVisibility নামক কোম্পানির একটা রিসার্চ মোতাবেক (https://ignitevisibility.com/google-ctr-by-ranking-position/) আপনি ঐ সার্চ ভলিউমের ৩৭% থেকে ৪৪% ট্রাফিক পাবেন।
তারমানে, মাসিক আপনি ১০ থেকে ১৫ জন ট্রাফিক পাবেন সর্বোচ্চ। এখন চলুন একটা মজার ডাটা দেখি। এক্স্যাক্ট এই কিওয়ার্ডটা টার্গেট করে একটা কন্টেন্ট দিয়েছিলাম প্রায় ৩.৫ মাস আগে।
সাইটটা এই কিওয়ার্ডে র্যাঙ্ক পাওয়ার পর ট্রাফিক এর গ্রোথ রেট দেখে অবাক হবেন। গুগল আনালাইটিক্স থেকে নেয়া স্ক্রিনশটঃhttps://go.nshamimpro.com/share/W4SSorvwkTsDVGsOgYCJএই গুগল আনালাইটিক্স ডাটা থেকে দেখতে পাই, শুধুমাত্র এই কিওয়ার্ড ফোকাসড কন্টেন্টে গত ২৮ দিনে আমি প্রায় ১৭৬৯ জন ট্রাফিক পেয়েছি। সুতরাং ডিফারেন্সটা দেখতেই পাচ্ছেন!
এসইও টুল মোতাবেক আমি পেতাম সর্বোচ্চ ১৫, সেখানে আসলে আমি পাচ্ছি ১৭৬০+ ট্রাফিক।
এখন একটু চিন্তা করে দেখুন – এই টুলগুলোর স্বেচ্ছাচারী ডাটার উপর নির্ভর করে আমরা কতো ভালোভালো কিওয়ার্ড টার্গেট করছি না, কতো সহজ কিওয়ার্ডকে জটিল মনে করছি আবার কতো জটিল কিওয়ার্ডকে সহজ মনে করছি। PA/DA বা UR/DR নামক জুজুকে ভয় পেয়ে কতো সহজ সরল বিগিনাররা আকাশকে পাতাল মনে করছে আবার পাতালকে মনে করছে আকাশ। এই টুলস বেইজড মেট্রিকগুলো মানুষের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। অনেক সময় দেখবেন আপনার ভালো কিওয়ার্ডকেও কেউ বলছে – ভাই এইটা র্যাঙ্ক করাতে পারবেন না।
গাণিতিকভাবে বললে – এই অতিমাত্রায় টুলস-বা মেট্রিক নির্ভরতা, একটা কিওয়ার্ড এর র্যাঙ্কএবিলিটি বিচারের ক্ষেত্রে আরেকজন অযোগ্যের সর্বোচ্চ বিচার-যোগ্যতার সমানুপাতিক।
চলুন দেখি কি কি কারণে একটা কিওয়ার্ড সিলেক্ট করার সময় এসইও টুলসগুলোর সার্চ ভলিউম এর উপর ১০০% ভরসা করা উচিত নয়ঃ
১। আপনি একটা কন্টেন্ট র্যাঙ্ক করলে, ঐ কন্টেন্ট এর মেইন টপিক এর পাশাপাশি শত শত রিলেটেড কিওয়ার্ডে র্যাঙ্ক পাবেন। সুতরাং, ইভ্রিথিং অ্যাডস আপ।
২। টপিক একুরেটলি কেউ কভার না করলে, ঐ টপিকে প্রথম পাতায় ১০টা রেজাল্টেরই DR/UR ৮০+ থাকলেও আপনি তাদেরকে একুরেট টপিক কভার করে বিট করতে পারবেন।
উদাহরনসরূপ, এই স্ক্রিনশটটা দেখেনঃ https://go.nshamimpro.com/share/Kz87MgPM1fUbIRCAwAAT
আরো অনেক মিসকন্সেপশন আছে আমাদের বাংলাদেশের এসইও কমিউনিটিতে (কেনো? সেটা বলে আমার সময় নষ্ট করতে চাই না…
একশ কোটি ডট বা বিন্দু গুনতে যেই সময় লাগে – সেই রাতগুলো জেগে থাকার পর, শত ঘাটের জল ঘোলা করে, হাজারো আঁকাবাঁকা পথ হেঁটে, নিজের অস্তিত্ব হারিয়ে, জীর্ন-শীর্ণ মূল্যবোধ আর বস্তাপচা থিওরি গিলে যখন পিপাসায় গলা শুকিয়ে আসবে, তখন ঐ বিন্দু গুলো কানেক্ট করবেন; তখন নিজে নিজেই বুঝতে পারবেন সবকিছু)।এখন কিছু বোঝালেও মাথার উপর দিয়ে যাবে। বরং এইটুকু জেনে রাখুনঃ কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে, লিঙ্ক বিল্ডিং; কনভার্সিওন রেট অপটিমাইজেশন থেকে শুরু করে লিঙ্ক ডিটক্সিং – সব কিছুতেই আমরা অনেক অনেক ভুল জানি।

আজকেরটা নাহয় SEO Misconceptions এর পর্ব ১ হয়েই থাকুক।

সুতরাং, পথভ্রষ্ট না হওয়ার উপায় কি?
মাথা খাটান। ঘিলুটাকে একটু কাজে লাগান। বিভিন্ন টুলসগুলোর এই মেট্রিকগুলো ( এবং এর মতো অনেককিছুই) আপনাকে বিভ্রান্ত করবে পুরো ব্লগিং জার্নিতে। সুতরাং হুজুগেই কোন মেট্রিক দেখেই বিচার করে বসবেন না যে এইটা নিয়ে আপনার আগানো উচিত হবে কিনা।
এই মিসকন্সেপশন সিরিজটার ১০টা পর্ব করতে চাই। কে কে বাকি পর্বগুলো চান, আর কে কে চান না – কমেন্ট করেন তো দেখি?

- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
- গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে? - November 6, 2021
Yes bro I want the full course or total episode.
আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার পরবর্তি পর্বগুলিও দেখতে চাই।