যেসকল এসইও ফোরাম ফলো করতে পারেন। পূর্ণাঙ্গ লিস্ট।

এসইও সবসময় পরিবর্তন হচ্ছে তাই ঐ পরিবর্তনের ধারা ধরতে হলে আপনাকে নতুন নতুন বিষয় খোঁজ খবর রাখতে হবে ও সমস্যা সমাধান করতেও সঠিক গাইডলাইন পারে আপনার চলার পথকে মসৃন করতে।
সুভাগ্যবসত কিছু এসইও ফোরাম আছে যেখান থেকে আপনার সমস্যা বা প্রশ্ন গুলোর উত্তর সহজেই পেতে পারেন।

এসইও ফোরামগুলোর লিস্ট:
১) Google Webmaster Help Community
এই কমিউনিটিতে আপনি Crawling, Indexing, Ranking; Security, Malware, Hacked Sites; Structured Data; এই ক্যাটাগরির প্রশ্ন উত্তরগুলা পেয়ে যাবেন। লিংক: https://support.google.com/webmasters/community/
২) SEO Chat Forums
এই ফোরামটিও Google Webmaster Help Community মতন ক্যাটাগরি করা। আপনি এই ফোরামে ৪,০০,০০০ অধিক এসইও সংক্রান্ত প্রশ্ন উত্তর থ্রেড পাবেন। গুগল ছাড়াও বিং, ইয়াহু সার্চ অপ্টিমাইজেশন নিয়েও আলোচনা পাবেন। লিংক: https://forums.seochat.com/
৩) MOZ
এসইও কমিউনিটিতে Moz একটি সুপরিচিত নাম। এই ফোরামে আপনি ক্যাটাগরি হিসেবে পাবেন The SEO Process; Measuring & Testing; Research & Trends;Business Development ,Online Marketing
ও Local Marketing পাবেন কিন্তু এই ক্যাটাগরির মধ্যে আপনি অনেকগুলো সাব ক্যাটাগরি পাবেন। যেমনঃ Search Engine Trends, White Hat / Black Hat SEO ইত্যাদি।
লিংক: https://moz.com/community/q
৪) V7N Webmaster Forum
যদিও এই ফোরামে ওয়েব ডেভেলপমেন্ট মার্কেটিং নিয়েই কিন্তু আপনি এইখানে এসইও নিয়েও সাব-ক্যাটাগরি পাবেন। এসইও নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর খুঁজে পাবেন। লিংক: http://www.v7n.com/forums/seo-forum/
৫) Wicked Fire
এই ফোরামে আপনি মার্কেটিং ও এসইওসহ মোট ২,০০,০০০ মেম্বার ও ১,৪০,০০০ থ্রেড পাবেন। Affiliate marketing, traffic, এবং content সহ আরো অনেক ক্যাটাগরি পাবেন এই ফোরামে। লিংক: https://www.wickedfire.com/
৬) Digital Point
ডিজিটাল পয়েন্ট এসইও ভিত্তিক ফোরাম গুলার মধ্যে অন্যতম। ৮,০০,০০০ মেম্বার ও ২ মিলিয়ন থ্রেড আপনি এই ফোরামে পাবেন। এডসেন্স/এফিলিয়েট সহ এসইও’র বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে।
লিংক: https://forums.digitalpoint.com/
৭) Black Hat World
নামেই তো বুঝা যাচ্ছে কালো ব্যাপারটা এই ফোরামে আছে। এইটিতে যখন সাইনইন করবেন তখন আপনি কালো ড্যাশবোর্ড দেখতে পারবেন। ব্ল্যাক হেট ওয়ার্ল্ড এ আপনি হোয়াট হেট্ এসইও ও ব্ল্যাক হেট্ এসইও দুইরকম বিষয়ে অনেক থ্রেড পাবেন। এসইও’র অনেক গুলা ক্যাটাগরী থাকায় আপনি সহজেই আপনার উত্তর খুঁজে নিতে পারবেন। আপনি চাইলে এই ফোরামের মাধ্যমে আপনার স্কিল সেল করতে পারেন। লিংক: https://www.blackhatworld.com/
৮) Reddit (SEO section)
বেশির ভাগ ডিজিটাল মার্কেটার রেডিট সম্পর্কে জানেন। আপনি এই প্লাটফর্মে এসইও নিয়ে সাব-রেডিট পাবেন যেখান থেকে এসইও নিয়ে অনেক টিপস ও নতুন আপডেট পাবেন। সাব-রেডিট লিংক: https://www.reddit.com/r/SEO/
তাছাড়াও ফ্রীলান্সার ও বিগ এসইও নামে ২ টি সাব-রেডিট আছে যা আপনারা ফলো করতে পারেন। ফ্রীলান্সার রেডিট লিংক: https://www.reddit.com/r/freelance/ ; Big SEO Reddit লিংক: https://www.reddit.com/r/bigseo/
৯) Quora
কোরা জনপ্রিয় প্রশ্ন উত্তর সাইট। মানুষ এই প্লাটফর্মে যেমন নলেজ শেয়ার করতে আসে সাথে তার নির্দিষ্ট প্রশ্নের উত্তরও এই প্লাটফর্ম থেকে পেয়ে থাকে। এসইও নিয়ে আপনি অনেক প্রশ্নের বিস্তারিত সমাধান বাংলা ও ইংলিশ ২ মাধ্যমেই পাবেন। কারণ কোরা এখন ইংলিশ ও বাংলা ২টি লাঙ্গুয়েজেই আছে।
লিংক: https://www.quora.com/https://bn.quora.com/
১০) Builder Society
এই ফোরামে আপনি ডিজিটাল মার্কেটিং এর অনেক নতুন টিপস ও টেকনিক পাবেন। সাথে এই ফোরামে আপনি চাইলে আপনার স্কিল সেল করতে পারবেন। তার জন্য তাদের মার্কেটপ্লেস নামের আলাদা ক্যাটাগরি আছে। লিংক: https://www.buildersociety.com/

উপরের ফোরাম গুলো আপনি ফ্রীতেই সব রিসোর্স পাবেন। আরো একটি জনপ্রিয় এসইও ফোরাম আছে কিন্তু তা পেইড। 
Warrior Forum
এই ফোরামে আপনি ১ মাসের ট্রায়ালে ফ্রীতে কান্ট্রিবিউট করতে পারলেও পরের মাস থেকেই আপনাকে পেইড মেম্বারশীপের জন্য সাবস্ক্রিপশন নিতে হবে। এসইও’র বিভিন্ন ক্যাটাগরি নিয়ে থ্রেড ছাড়াও আপনি গুগল এডওয়ার্ড/ইন্টারনেট মার্কেটিং/গ্রোথ হ্যাকিং/সোশ্যাল মিডিয়া মার্কেটিংসহ আরো অনেক ক্যাটাগরি এই ফোরামে পাবেন সাথে আপনি আপনার স্কিল সেল করতে পারবেন। লিংক: http://www.warriorforum.com/search-engine-optimization/        

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap