৫ টি প্রয়োজনীয় এক্সটেনশন যা SEO করতে প্রয়োজন হয়ে থাকে।

SEO কাজ করতে গেলে আমাদের কিছু এক্সটেনশন ব্যবহার প্রয়োজন পরে থাকে। আজ আমি কিছু প্রয়োজনীয় এক্সটেনশন নিয়ে কথা বলবো।

১/ SEO quake : SEO quake এর মাধ্যমে আপনি খুব সহজ-এ আপনার কম্পেটিটরের ট্রাফিক, TS/DS জানতে পারবেন। খুবই উপযোগী একটা এক্সটেনশন।

২/ Keyword everywhere: Keyword everywhere এর মাধ্যমে আমরা খুব সহজ এই আমরা যে কোনো কীওয়ার্ড এর সার্চ ভলিউম ও সিপিসিটা জানতে পারবেন।

৩/ Show title Tag : Show title Tag এর মাধ্যমে আমরা খুব সহজ এই যে কোনো পোস্ট এর টাইটেল পেতে পারি specially কম্পেটিটর সাইট এর snippet কনটেন্ট গুলো টাইটেল দেখতে এই এক্সটেনশন তা ভালো কাজ করে।

৪/ Gosht Proxy Control : এই এক্সটেশনটি VPN হিসেবে কাজ করতে পারেন ক্ষেত্র বিশেষে। অনেক ক্ষেত্রেই আমরা খুব বেশি সার্চ করলেই গুগল ক্যাপচা চায় বা কিছু সময় ওই IP বন্ধ করে সার্চের ক্ষেত্রে তাই VPN হচ্ছে একমাত্র সমাধান।

৫/ Check my links : এই এটেনশন্স এর মাধমে আপনি যেকোনো ওয়েবসাইট এর ৪০৪ বের করে ওই ওয়েবসাইট এর owner-কে মেইল করে আপনি লিংক সংশোধন করে নিজে একটি লিংক পেতে পারেন।

৬/ MozBar: mozbar SEO টুলস হিসেবে পরিচিত। আমরা সাধারণত ডোমেইন অথরিটি বা পেজ অথরিটি দেখার জন্য এই টুলস ব্যবহার করে থাকি। এটির এক্সটেনশনও আপনি ব্যবহার করতে পারেন DA ও PA দেখার জন্য।

৭/ Page Analytics (by Google): এই এক্সটেনশন্সটি বেশ কাজের। আপনার ওয়েবসাইট এর প্রতিটা পেজ এর জন্য আলাদা আলাদা মেট্রিকস দেখায়। যার মাধ্যমে আপনি সহজেই টুলসটি এক্সটেনশন দিয়ে উপভোগ করতে পারেন SEO ডাটা।

৮/ Link Grabber: এই এক্সটেনশন দিয়ে আপনি যেকোনো ওয়েবসাইট এর লিংক দেখতে পারবেন। এক্সটেনশনটি ইনস্টল করুন আর কম্পেটিটরদের লিংক দেখে আপনি সে অনুযায়ী লিংক করতে পারেন।

৯/ Page Load Time: SEO তে Page Load Time অন্যতম রাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এই এক্সটেনশন দিয়ে আপনি আপনার সাইট এর পেজ লোডিং টাইম সহজেই দেখতে পারেন সাথে আপনি যদি কম্পেটিটর ওয়েবসাইট অডিট করেন তখন এই এক্সটেনশনটি খুব কাজে দিবে।

এছাড়াও আরো কিছু এক্সটেনশন আছে যা কিনা অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয়ে থাকে। যেমন fireShot, Grammerly similarly web

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap