এসইও সব সময় একটু একটু করে চেঞ্জ হচ্ছে। এই পরিবর্তনের সাথে আপনাকেও নতুন নতুন যা আসছে তার সাথে পরিচিত হতে হবে। কনটেন্ট কীওয়ার্ড রিসার্চ এর পর দ্বিতীয় সর্বোচ্চ প্রাধান্য পেয়ে থাকে। তাই কনটেন্ট নিয়ে কিছু বিষয় খোলাসা করতে চাই।
যেভাবে মেইন কীওয়ার্ড ব্যবহার, ক্লাস্টার কীওয়ার্ড, এলএসআই ও কীওয়ার্ড রিলেটেড প্রশ্ন বের করবেন
কনটেন্ট এ আমাদের অনেকের ধারণা ছিল বা এখনো আমরা ১কে ওয়ার্ড এ কত বার মেইন কীওয়ার্ড ব্যবহার করবো তা নিয়ে মাথা ঘামাতাম। এলএসআই কীওয়ার্ড বা ক্লাস্টার কীওয়ার্ড কথা থেকে ব্যবহাবের করবো তা নিয়েও সমস্যা, আবার কীওয়ার্ড রিলেটেড প্রশ্ন কিভাবে বের করবো ঐটা নিয়েও সমস্যা পড়তে হয়।
তাই আমি আজ এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য লিখাটি লিখা; তাহলে চলুন শুরু করা যাক;
মেইন কীওয়ার্ড ব্যবহার
আগে একটা সময় ছিল যে আমরা ১কে ওয়ার্ড এ ১ বা ২ বার মেইন কীওয়ার্ড ব্যবহার করতাম। কিন্তু এখনো কি তাই করবো ? না এখন আপনার লিখায় মেইন কীওয়ার্ড স্বাভাবিক যতবার আসুক সমস্যা নাই। অবশ্যই তা স্বাভাবিক হতে হবে। তবে জোর করে কীওয়ার্ড stuffing করলে সমস্যায় পড়বেন।
ক্লাস্টার কীওয়ার্ড
ক্লাস্টার কীওয়ার্ড হচ্ছে আপনার মেইন কীওয়ার্ড এর একদম রিলাটেড কিছু কীওয়ার্ড যেগুলা আপনার কনটেন্ট এ খুব সহজেই আনতে পারেন। যেমনঃ ধরেন আপনার কীওয়ার্ড হচ্ছে tennis racket আপনি এই কীওয়ার্ডটা যদি সার্চ বক্সে দিয়ে সার্চ করেন এবং কীওয়ার্ড সার্ফার এক্সটেনশনটা এনাবল করে রাখলে দেখবেন ক্লাস্টার কীওয়ার্ড দেখাচ্ছে; https://prnt.sc/10sj2km এই ক্লাস্টার কীওয়ার্ড আপনি frase/Surfer SEO/ MarketMuse থেকেও সাজেশনস পাবেন।
এলএসআই কীওয়ার্ড
এলএসআই কীওয়ার্ড আপনি গুগল সাজেস্ট থেকেও নিতে পারেন অথবা আপনি চাইলে LSI Graph অথবা Ubersuggest থেকে সহজেই পেতে পারেন। ফ্রিতে এলএসআই কীওয়ার্ড বের করার ক্ষেত্রে আমি গুগল সাজেস্ট ও LSI Graph কেই বেশি পছন্দ করি।
কীওয়ার্ড রিলেটেড প্রশ্ন
কীওয়ার্ড এর সাথে সামঞ্জস্যপূর্ণ প্রশ্ন গুলা কনটেন্ট এর সাথে যদি থাকে সেইক্ষেত্রে কনটেন্ট এর ট্রাফিক এনগেজমেন্ট বেড়ে যায়। এই প্রশ্ন গুলা কনটেন্ট এর বডিতেও দিতে পারেন আবার চাইলে আপনি FAQ সেকশন করতে পারেন আবার উভয় জায়গায় রাখতে পারেন।
রিলাটেড প্রশ্ন গুলা আপনি গুগল থেকে People also ask থেকে পাবেন যেমনঃ https://prnt.sc/10sjoj9
অথবা আপনি যদি frase/Surfer SEO/ MarketMuse ব্যবহার করেন তাহলে বেশ ভালো questions সাজেশন পাবেন অথবা আপনি Answer the public থেকেও ফ্রীতে পেতে পারেন। আর যারা Ahrefs/ SEMrush ব্যবহার করেন তারা তো questions নামের হেডিং এর সাথে পরিচিত।
- কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে। - May 29, 2023
- ইনফরম্যাশনাল ও বায়িং কীওয়ার্ড কত রকমভাবে খুঁজতে পারেন ? - May 28, 2023
- ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ? - May 27, 2023