এসইও পডকাস্ট লিস্ট।

  • Save

ফ্রীল্যানসিং কাজ করতে গেলে আপনাকে সবসময় আপডেট থাকতে হবে। আর আমার মনে হয় ফ্রীল্যানসিং জগতের মধ্যে এসইও সব থেকে বেশি চেঞ্জ আসে। তাই নিজেকে আপডেট রাখতে হলে নতুন নতুন টেকনিক শিখার বিকল্প নাই।   
তাই ব্লগ/ফোরাম ছাড়াও আপনি চাইলে এসইও পডকাস্টগুলোর মাধ্যমে  আপনার স্কিল আপ-টু-ডেট রাখতে পারেন। তাই আজ আমি টপ ১০ টি পডকাস্ট লিস্ট নিয়ে আলোচনা করবো। 

টপ ১০ এসইও পডকাস্ট লিস্ট

১) Search Engine Journal Show
হোস্ট: Loren Baker, Brent Csutoras, and Danny Goodwin
এসইও এর নিত্য নতুন টিপস ও ট্রিকস নিয়ে এক্সপার্টদের ইন্টারভিউ ও এসইও এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়ে থাকে।  লিংক: https://www.searchenginejournal.com/category/search-engine-journal-show/  
২)  Webcology
হোস্ট: Jim Hedger and Dave Davies
এই পডকাস্টগুলা আপনি প্রায় নিয়মিত পাবেন। এসইও একশনাবল টিপস ও ট্রিকস গুলা আপনি ওয়েবকোলোজি থেকে পেয়ে যাবেন।  লিংক: https://podcasts.apple.com/us/podcast/webcology/id280183059   
৩) SEO 101
হোস্ট: Ross Dunn and John Carcutt
যদিও নামটা SEO 101 কিন্তু সব রকম রিলেভেন্ট ও আপডেটেড পডকাস্ট পাবেন যা একজন এসইও মার্কেটার জন্য বেশ কাজে লাগে। লিংক: https://wmr.fm/category/podcast/seo-101/
৪) Voices of Search Podcast
হোস্ট: Benjamin Shapiro
এসইও ও কনটেন্ট মার্কেটিং নিয়ে সব রকম টিপস ও ট্রিকস আপনি এই পডকাস্ট থেকে পেয়ে যাবেন। এসইও নিয়ে বিভিন্ন স্ট্রাটেজি আলোচনা আপনি এই পডকাস্ট গুলাতে পাবেন। লিংক: https://www.voicesofsearch.com/
৫) The Business of Digital Podcast
হোস্ট: Mat Siltala and Dave Rohrer
Mat Siltala and Dave Rohrer ২ জনেই এসইও নিয়ে অনেক বছর ধরেই কাজ করে যাচ্ছে। তাদের পডকাস্টগুলোতে আপনি নতুন নতুন টিপস ও ট্রিক্সস পাবেন। লিংক: https://www.businessof.digital/series/tbod/
৬) Marketing O’Clock
হোস্ট: Greg Finn, Jessica Budde, Christine ‘Shep’ Zirnheld, and Mark Saltarelli
Marketing O’Clock পডকাস্ট গুলা আপনি সপ্তাহে ১ টি করে পাবেন। মূলত তারা ডিজিটাল মার্কেটিং নিউস নিয়ে বেশি আলোচনা করে থাকে। এসইও নিউস গুলা ছাড়াও আপনি যদি এসইও কাজের অন্যান্য বিষয় জানতে চান তবে Marketing O’Clock পডকাস্ট দেখতে পারেন। লিংক: https://marketingoclock.com/
৭)  Edge of the Web
হোস্ট: Erin Sparks
Edge of the Web এর পডকাস্ট গেস্ট সবাই এসইও ইন্ডাস্ট্রির প্রতিষ্টিত মানুষদের নিয়েই করে থাকে।যেমন Jessica Bowman, Kristina Azarenko, Google’s John Mueller, Dixon Jones, Will Critchlow, এবং Paul Shapiro মতন এক্সপার্টদের এই পডকাস্ট এ গেস্ট হিসেবে আলোচনার জন্য আনা হয়ে থাকে। লিংক: https://edgeofthewebradio.com/
৮)  Food Blogger Pro Podcast
হোস্ট: Bjork Ostrom
Food Blogger Pro Podcast এ আপনি ওয়েবসাইট মনিটাইজ নিয়ে খুঁটিনাটি জানবেন। যে সকল টপিক আলোচিত হয়; এড অপ্টিমাইজ; বিসনেস স্কেল করা; পলিসি, ডিসক্লাইমারসহ গুরুত্বপূর্ণ পেজ গুলা নিয়ে আলোচনা হয়ে থাকে; কনটেন্ট রাইটিং। লিংক: https://www.foodbloggerpro.com/podcast/
৯) Social Media Marketing Podcast by Social Media Examiner 
হোস্ট: Michael Stelzner
 আপনি এই পডকাস্ট এ সোশ্যাল মিডিয়া, কনটেন্ট তৈরী করা, বিক্রয় ফানেল, ভিডিও মার্কেটিং নিয়ে অনেক আলোচনা পাবেন। লিংক: https://www.socialmediaexaminer.com/shows/
১০) Google Podcast: Search Off the Record
গুগল এর সার্চ রিলেসন টীম এই পডকাস্ট গুলো করে থাকে। যেই সকল পডকাস্ট টপিক নিয়ে আলোচনা করা হয়ে থাকে; ইনডেক্সিং ইস্যু; এলগোরিদম কিভাবে নতুন সাইটকে দেখে তার সম্পর্কে আলোচনা ছাড়াও অন্যান্য খুঁটিনাটি বিষয় গুলো নিয়ে আলোচনা করে থাকে। লিংক: https://search-off-the-record.libsyn.com/

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap