২০২৩ এসইও কেমন হবে ?প্রেডিকশন।

আমরা যারা এসইও নিয়ে ঘাটাঘাটি করি আমরা সবাই জানি এসইও টুকটাক চেঞ্জ আসছেই। যারা অনেক আগে থেকে এসইও এর সাথে জড়িত তারা জানেন ২০১১ এর এসইও আর ২০২২ এর এসইও এক নয়। এই একটু একটু করে চেঞ্জ হতে হতে অনেক কিছুই চেঞ্জ হয়ে থাকে। তাই চলুন জেনে নেই ২০২৩ সাল এ এসইও কেমন হতে চলেছে জেনে নেই;    

১) কীওয়ার্ড রিসার্চ এখনো অনেক গুরুত্বপূর্ণ। ২০২২ এর মতন ২০২৩ এও কীওয়ার্ড রিসার্চ এর গুরুত্ব একই থাকবে।   

২) Voice Search ২০২২ থেকেও আরো বেশি গুরুত্ব পাবে ২০২৩ সালে। 

৩) রিলেটেড কীওয়ার্ড কনটেন্ট এ ব্যবহার ও NLP ওয়ার্ড এর ব্যবহার ২০২২ এর মতন ২০২৩ এও একই থাকবে। 

৪) ভিডিও মার্কেটিং তার সো মহিমায় ২০২৩ এও একই অবস্থাতে থাকবে। 

৫) এসইও অপ্টিমাইজ ইমেজ ও ইউনিক ইমেজ ব্যবহার করবেন। ২০২৩ সালে এই ইউনিক ইমেজটা অনেক প্রাধান্য পাবে। 

৬) E-A-T এই রাঙ্কিং সিগন্যালটা নিয়ে গুগল অনেক বেশি সিরিয়াস। হবার কারণও আছে, গুগল চায় যারাই ব্লগিং করুক তারা যেন তাদের রিয়েল experince শেয়ার করে যদিও ৯৫% ওয়েবসাইটে এবাউট পেজ এ যা লিখা থাকে ও অথর বায়ো একদম ফেইক। 

E-A-T বলতে আপনার ওয়েবসাইট এর ইম্পরট্যান্ট পেজ; কনটেন্ট কোয়ালিটি; ও সোশ্যাল সিগন্যাল টোটাল বিষয়টি নিয়েই বুঝায়। তাই ২০২২ থেকে ২০২৩ এ এটি অনেক অনেক বেশি গুরুত্ব বহন করবে। 

৭) বর্তমানে মোবাইল ইউসার বেশি তাই আপনার ওয়েবসাইট অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে।  

৮) ফিচার্ড স্নিপেট অপ্টিমাইজ কনটেন্ট কিন্তু আপনাকে অনেক খানি এগিয়ে রাখবে ২০২৩ সালে। 

৯) কোর ওয়েব ভাইটাল- সার্চ কনসোল থেকে কোর ওয়েব ভাইটালটা দেখে নিন কারণ আপনার ওয়েবসাইট এর পেজ স্পিড কেমন তা আপনি এইখান থেকেই জানতে পারবেন। কোর ওয়েব ভাইটাল রিপোর্ট এ ইউআরএল পুওর হলে PageSpeed Insights দিয়ে CLS/ FID /LCP এর কি অবস্থা সেইটা দেখে নিয়ে সেই মোতাবেক ফিক্স করে নিবেন। ২০২২ এর মতন ২০২৩  সালেও পেজ স্পিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

১০) ২০২২ সালের সকল গুগল কোর আপডেট মেনে চলবেন ইনশাআল্লাহ ২০২৩ সালটি ভালো কাটাবেন। 

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap