২০২৪ সালের এসইও স্ট্রাটেজি কি রকম হতে পারে ?

২০২৪ সালের জন্য এসইও স্ট্রাটেজিটি আপনার প্রয়োজনের উপর নির্ভর করবে। তবে, কিছু সাধারণ টিপস যা সর্বদাই একই থাকবে। 

১। কার্যকর কন্টেন্ট মার্কেটিং স্ট্রাটেজি তৈরী করুন –

কন্টেন্ট ওয়েবসাইট এরজন্য মূল বিষয়, এবং আপনার কন্টেন্ট যদি কোয়ালিটি এবং রিলেভেন্ট ও ইনটেন্ট ফুলফিল করে তবে সেইটা রাঙ্ক পেতে সাহায্য করে। নিশ্চিত করুন যে আপনার লেখা ওয়েল অপ্টিমাইজ ও সুসংগঠিত এবং নিয়মিতভাবে ব্লগ পোস্ট শেডিউল করুন যাতে আপনার ওয়েবসাইট এ গুগল ক্রলার নতুন কনটেন্ট ক্রল করতে পারে।

২। ওয়েবসাইট আপডেট করুন-

গুগল যখন তাদের এলগোরিদম আপডেট করে, তখন কিছু ওয়েবসাইট ভালো রাঙ্ক পেয়ে থাকে কিন্তু সেইটা সাময়িক হয়ে থাকে। নিশ্চিত করুন আপনার ওয়েবসাইটটি নতুন কন্টেন্ট দিয়ে আপডেট রাখবেন এবং নিয়মিত কনটেন্ট আপডেট করবেন যাতে আপনার ওয়েবসাইট ফ্রেশনেস বিষয়টা থাকে। 

৩। ওয়েবসাইটের শিরোনাম, মেটা ট্যাগ এবং কন্টেন্টে রিলেটেড কীওয়ার্ডগুলি ব্যবহার করুন –

আপনি আপনার কন্টেন্ট লেখার সময়  আপনার নিশ সাথে প্রাসঙ্গিক হয়ে উঠে তার উপর ভিত্তি করে কীওয়ার্ড ব্যবহার করুন। এছাড়াও কনটেন্ট টাইটেল অপ্টিমাইজ থাকলে আপনার CTR বা ক্লিক রেট ভালো পাবেন। 

৪। ওয়েবসাইট অপটিমাইজ করুন –

এসইও-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ রিলেট বিষয় হলো আপনার ওয়েবসাইট গুগল এ দৃশ্যম্যান হবার পর আপনাকে যেই কাজ গুলা নিশ্চিতভাবে করতেই হবে;

নোট: কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট তৈরি করা, ইমেজগুলা অপটিমাইজ করা, কনটেন্ট অন-পেজ করা, লিংকবিল্ড করা, Google Adsense/ezoic ads সেটআপ করা এবং পাশাপাশি ভয়েস সার্চ, সার্চ অপটিমাইজেশন এইআই এনালাইজ, মোবাইল সার্চ অপটিমাইজেশন খুবই গুরুত্বপূর্ণ।  

আশা করি এই টিপসগুলি আপনাকে ২০২৪ সালের এসইও স্ট্রাটেজি ইম্প্রোভ করতে সাহায্য করবে!

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap