আমরা সচরাচর পেইড এসইও টুলস ব্যবহার করি।
কিন্তু আশার কথা হচ্ছে – এখন অনেক এসইও ফ্রি টুলস আছে যেগুলো অনেক পেইড টুলসকে রিপ্লেস করতে পারে।
একদম কিওয়ার্ড রিসার্স থেকে শুরু করে, কন্টেন্ট চেকিং, লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিঙ্ক এনালাইসিস, সাইটের UI/UX চেকিং, ফিচার্ড স্নিপেটের জন্যে পারফেক্ট প্রশ্ন তৈরি, গুগলে কিওয়ার্ডস পজিশন ট্র্যাকিং, গুগল পেনাল্টি চেকার – প্রায় সব কিছুই বিভিন্ন ফ্রি টুলস ব্যবহার করে করা যায়।
আমরা যারা একদম নতুন শুরু করতে যাচ্ছি, টুলস এর পিছনে ইনভেস্ট করার মতো পর্যাপ্ত বাজেট নেই, তাদের জন্যেই মূলত এই ভিডিওটি। নিচের লিঙ্ক ফলো করে ভিডিওটা দেখে নিন। কোন ধরনের প্রশ্ন থাকলে আমাদের সাইটে অথবা ইউটিউবে ভিডিওটার নিচে কমেন্ট করতে পারেন।
তবে চলুন এক নজরে দেখে আসি, কোন কোন টুলস সম্পর্কে এই ভিডিওটাতে আলোচনা করা হয়েছে –
- 1 1. কিওয়ার্ড রিসার্স টুলসঃ
- 2 2. কম্পিটিটর এনালাইসিসঃ
- 3 3. ফিচার্ড স্নিপেটের জন্যে কিওয়ার্ডঃ
- 4 4. আর্টিকেল টাইটেল আইডিয়াঃ
- 5 5. কন্টেন্ট ম্যাপিং এবং সাইলো-স্ত্রাকচারঃ
- 6 6. কন্টেন্ট কোয়ালিটি এবং রিডেবিলিটিঃ
- 7 7. কন্টেন্ট গ্রামার এবং ডুপ্লিকেট ফাইন্ডিংঃ
- 8 8. ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনঃ
- 9 9. UI&UX চেকারঃ
- 10 10. এসইও অডিট টুলঃ
- 11 11. ব্যাক্লিঙ্ক চেকারঃ
- 12 12. কিওয়ার্ড পজিশন ট্রাকারঃ
- 13 13. hreflang বা ভিন্ন ভাষাভাষী ভার্সনের জন্যে ট্যাগ জেনারেটরঃ
- 14 14. গুগল পেনাল্টি হিট চেকারঃ
1. কিওয়ার্ড রিসার্স টুলসঃ
– [Ubersuggest](https://neilpatel.com/ubersuggest/)
– [Google Trends](https://trends.google.com/trends/)
– [Keyword Shitter](http://keywordshitter.com/)
– [Keywords Everywhere](https://keywordseverywhere.com/)
2. কম্পিটিটর এনালাইসিসঃ
– [SEOQuake](https://chrome.google.com/…/akdgnmcogleenhbclghghlkkdndkjdj…) (Chrome Extension)
3. ফিচার্ড স্নিপেটের জন্যে কিওয়ার্ডঃ
– [AnswerThePublic](https://answerthepublic.com/)
4. আর্টিকেল টাইটেল আইডিয়াঃ
– [Portent Title](https://www.portent.com/tools/title-maker)
5. কন্টেন্ট ম্যাপিং এবং সাইলো-স্ত্রাকচারঃ
– [SimpleMind Lite (Mac)](https://itunes.apple.com/…/simplemind-lite-min…/id439654198…)
– [Freemind (Windows)](http://freemind.sourceforge.net/wiki/index.php/Download)
– [Coggle](https://coggle.it/) (Online)
6. কন্টেন্ট কোয়ালিটি এবং রিডেবিলিটিঃ
– [Webfx](https://www.webfx.com/tools/read-able/)
7. কন্টেন্ট গ্রামার এবং ডুপ্লিকেট ফাইন্ডিংঃ
– [Grammarly](https://chrome.google.com/…/kbfnbcaeplbcioakkpcpgfkobkghlhe…) (Chrome Extension)
– [Copyscape](https://www.copyscape.com/)
8. ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনঃ
– [Pingdom](https://www.pingdom.com/)
– [Gtmetrix](https://gtmetrix.com/)
– [ShortPixel](https://www.nshamim.com/shortpixel)
9. UI&UX চেকারঃ
– [Google Lighthouse](https://developers.google.com/web/tools/lighthouse/) (Chrome Extension)
– [UXCheck (Chrome Extension)](https://www.uxcheck.co/)
10. এসইও অডিট টুলঃ
– [ScreamingFrog](https://www.screamingfrog.co.uk/seo-spider/)
11. ব্যাক্লিঙ্ক চেকারঃ
– [Backlink Shitter](https://backlinkshitter.com)
– [Ubersuggest](https://www.notion.so/…/SEO-Tools-7d53fa0685c049b2b56b76ace…)
12. কিওয়ার্ড পজিশন ট্রাকারঃ
– [GeoRanker](https://www.georanker.com/local-rank-checker)
– [SerpRobot](https://www.serprobot.com) (I was using this tool a lot couple of years ago)
– [SearchEngineGenie](https://www.searchenginegenie.com/google-rank-checker.html)
13. hreflang বা ভিন্ন ভাষাভাষী ভার্সনের জন্যে ট্যাগ জেনারেটরঃ
– [hreflang Tag Generator](https://www.aleydasolis.com/…/inte…/hreflang-tags-generator/)
14. গুগল পেনাল্টি হিট চেকারঃ
– [Google Penalty Hit Indicator](https://feinternational.com/website-penalty-indicator/)
নতুন নতুন আরও কোন টুলস চেক করে আমি আমাদের এই পোস্ট লিঙ্কে এড করে আপডেট করে দিবো পরে।
আপনার যদি মনে হয় এই টুলসগুলো আপনার কাজে লাগবে এবং এসইও নিয়ে কাজ করে এমন কারো কাজে লাগতে পারে; তাহলে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন সবাইকে।
ভাল থাকবেন সবাই।
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
- গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে? - November 6, 2021
যদি ওয়েবসাইট হয় https://example.com/ar/ এবং তাতে দুটি পেজ থাকে example.com/ar/page1 ও অন্যটি https://example.com/en/page2 হবে সেক্ষেত্রে কোড টি কি হবে?
যাতে এরাবিক ইউসার রা example.com/ar/page1 এবং অন্যান্য ইউসার আর যেন example.com/en/page2 ব্যবহার করতে পারে । একটু ডিটেলস এ বললে ভালো হতো। ধন্যবাদ ভাইয়া।