গুগলের কিছু মেজর আপডেট –
১। আপনার ওয়েবসাইট যদি ফিচার্ড স্নিপেটে জায়গা পায়; তাহলে নরমালি তার অরিজিনাল পজিশন যেমন ১ অথবা ২ অথবা ৩ এ সে আবার থাকতো। আজ থেকে ফিচার্ড স্নিপেটে জায়গা পেলে আপনার সাইট ফার্স্ট পেজের আর কোন জায়গায় থাকবে না।
২। গুগল Vocabulary Schema (Data-vocabulary.org) কে ডিস্কারেজ করছে। সামনের এপ্রিলের ৫ তারিখ থেকে এটা আর একদমই কাজ করবে না। সুতরাং অনেকে হয়ত ইমেইলে অথবা ওয়েবমাস্টার টুল থেকে Vocabulary Schema রিলেটেড এরর পাবেন। এইটাকে গুরুত্ব দেয়ার দরকার নাই।
৩। অনেকে হয়ত খেয়াল করেছেন; গুগল সার্চ রেজাল্টে সাইটের ফেভআইকন শো করছে। সুতরাং যাদের সাইটে ফেভিকন নেই; দেখতে সুন্দর কিন্তু কালারফুল ফেভিকন ব্যবহার করা শুরু করুন।
৪। রেসিপ্রোকাল লিঙ্ক সব-সময় খারাপ না যদি সেটা রিলিভেন্ট সোর্স থেকে আসে। তবে গুগল যদি বুঝতে পারে এর মধ্যে কোন ধরনের পেইড ক্যাম্পেইন অথবা এমন কিছু আছে; তাহলে সমস্যায় পড়তে হতে পারে। 🙂
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
- গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে? - November 6, 2021