SERP ফিচারস/এনাটমি নিয়ে বিস্তারিত।

একটি সার্চ ইঞ্জিন এর ১ম পেজ এর ফলাফল গুলি গুগল, ইয়াহু, বা অন্য কোন সার্চ ইঞ্জিনে একটি সার্চ কোয়ারি দিলে আপনি ১ম পৃষ্ঠাটি ১০টি রেজাল্ট দেখতে পান। প্রতিটি সার্চ ইঞ্জিনের SERP ডিজাইন আলাদা, কিন্তু যেহেতু গুগল সর্বাধিক জনপ্রিয় — ৮০% মার্কেট শেয়ারের মালিক — আমরা তাদের বৈশিষ্ট্য এবং অ্যালগরিদমের উপর ফোকাস করব।

SERP রেজাল্টস এর প্রকারভেদ 

আমরা সাধারণত সার্প রেজাল্টস বলতে ১ম পেজ এ ১০টি রেজাল্টস  কল্পনা করে থাকি। কিন্তু আপনি কি জানেন এই প্রথম ১০ টি রেজাল্টস এর মধ্যে অনেক রকমভেদ আছে ? 
অর্গানিক সার্চ, এডভার্টাইসমেন্ট ও সার্চ কোয়ারি  SERP এর তিনটি প্রধান উপাদান, তবে গুগল ইয়াহু ও বিং এর  
কমন কিছু SERP রেজাল্টস হচ্ছে Featured Snippets, Knowledge Panels, video carousels, image packs answer box এবং Local packs  

১) Featured Snippets
ফীচার স্নিপেট আসলে SERP এর জিরো সার্চ বলা হয়ে থাকে। আর ফীচার স্নিপেট SERP রেজাল্টস এ প্রধানত ৩ ধরণের হয়ে থাকে। ১) প্যারাগ্রাফ টাইপ ২) লিস্ট আইটেম ৩) টেবিল টাইপ
ফীচারড স্নিপেট নিয়ে বিস্তারিত পাবেন এই পোস্টে;    এ https://www.facebook.com/groups/seobynshamim/posts/2948789535358327

২) Knowledge Panels
গুগলের সার্চ ফলাফলের পেজে  নলেজ প্যানেল এক ধরনের সমৃদ্ধ ফলাফল। তারা সব ধরনের বিষয় সম্পর্কে তথ্য দেখাতে পারে। যে জিনিসগুলি সত্তা হিসাবেও পরিচিত: ব্যবসা, মানুষ, প্রাণী, দেশ বা উদ্ভিদ, উদাহরণস্বরূপ। এই প্যানেলটি ডেস্কটপ অনুসন্ধান ফলাফলে আপনার স্ক্রিনের ডান দিকে প্রদর্শিত হবে। স্ক্রিনশটটি দেখুন;  https://prnt.sc/1qbumuf

৩) video carousels
ভিডিও ক্যারোজেল বক্স সার্চকারীদের বাক্সের ডানদিকের শেষ ভিডিওতে ডান তীরের উপর ক্লিক করে তিনটি ভিডিওর বেশি মাধ্যমে ক্লিক এবং টগল করার একটি উপায় দেয়। এখানে একটি স্ক্রিনশটদেয়া হলো: https://prnt.sc/1qbrku6
এই ভিডিও ক্যারোসেলগুলি প্রায়ই “how” ধরনের প্রশ্নগুলি ব্যবহার করে ট্রিগার করা হয় কিন্তু সার্চ কনসোল [ভিডিও মার্কেটিং] এর মতো আরও জেনেরিক প্রশ্নের জন্যও দেখাতে পারে।  

৪) Image packs
ইমেজ প্যাক, ভিডিও SERP ফিচারের মতোই, ইমেজ প্যাকগুলি উপস্থিত হয় যখন গুগল মনে করে যে ভিজ্যুয়াল কন্টেন্ট আরও ব্যাপক ফলাফলের পেজ এর জন্য কাজ করবে। অর্গানিক রেজাল্টের মধ্যে ইমেজ এর ফলাফল একটি সারি বা সম্পর্কিত চিত্রের ব্লক হিসাবে উপস্থিত হতে পারে। 
মোটকথা, ইমেজ প্যাক হল এমন একটি ছবির সিরিজ যা গুগল সার্চ ফলাফলে দেখায়। এই স্ক্রিনশটটি দেখেন; https://prnt.sc/1qbtd1i

৫) Local packs
লোকাল প্যাক হল একটি SERP ফিচার যা রেজাল্টের প্রথম পৃষ্ঠায় একটি নির্দিষ্ট স্থানের উদ্দেশ্য নিয়ে যেকোনো সার্চের প্রশ্নের জন্য দেখায়। এটি একটি নির্দিষ্ট সার্চের জন্য প্রাসঙ্গিক তিনটি ব্যবসার তালিকা সহ (NAP) ব্যবসায়িক অবস্থানের একটি মানচিত্র দেখিয়ে থাকে। স্ক্রিনশটটি দেখুনঃ https://prnt.sc/1qbtxq9

SERP এই ফিচারস গুলা ছাড়াও আরো কিছু ফীচার আমরা দেখতে পাই যেমন People Aslo Ask, Sitelinks, Rich Snippets, Top and Bottom Ads, Twitter Cards, Top Stories 

SERP এর এই ফিচারস গুলা কম বেশি সব রেজাল্টস এই গুগলসহ অন্য সার্চ ইঞ্জিনেও দেখিয়ে থাকে তাই মোদ্দাকথা হচ্ছে এতো স্নিপেট এর ভিড়ে আপনি যদি ১ম পেজ এ জায়গা করে নিতেই চান তবে আপনাকে অবশ্যই অন-পেজ, টেকনিকাল এসইও, কনটেন্ট অনপেজ এর দিকে বেশি নজর দিতে হবে।       

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap