সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও ফাইভার নিয়ে #Askmasterminds সেশন-০২ প্রশ্ন ও উত্তর পর্ব

💥 ফাইভার এ প্রথম অর্ডার কিভাবে পাবো ?

উত্তরঃ ফাইভারে দ্রুত কাজ পাওয়ার অনেক গুলো ওয়ে আছে এর মধ্যে মেজর কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করতেছি “প্রথমেই আমার কাছে যেই বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে সেটি হচ্ছে আপনি যেই বিষয়ে কাজ করবেন সেই বিষয়ে এমনভাবে আপনার সার্ভিস কে প্রেজেন্ট করুন যেইটা অন্যভাবে কেউ করে নাই।এবং আপনি যেই সার্ভিস দিবেন সেই সার্ভিসের বাজেট এফোরডেবল রাখেন যেনো যে কেউ পার্সেস করতে পারে।তার পরে আপনাকে অবশ্যই গিগ র‍্যাংকিং এর উপরে গুরুত্ব দিতে হবে।এর জন্য আপনি এসইও ফ্রেন্ডলি টাইটেল মেকিং করতে পারেন। সার্ভিস কিওয়ার্ড বেসড একটি ইউনিক এবং এট্রাক্টিভ টাইটেল তৈরি করার চেষ্টা করুন।ডেস্ক্রিপশন ঃ গিগের জন্য ইউনিক ডেস্ক্রিপশন এর কোন বিকল্প নাই। তাই যতটুকু সম্ভব ইউনিক এবং কিওয়ার্ড বেসড ডেস্ক্রিপশন লিখার চেষ্টা করুন। গিগ থাম্বনেইলঃগিগে অর্ডার পাওয়ার জন্য এটি অনেক বেশি ভুমিকা রাখে, কারন গিগের থাম্বনেইল দেখেই কিন্তু মানুষ ক্লিক করে৷ তাই থাম্বনেই এ কিছু আই কেচি শব্দ ব্যবহার করার চেষ্টা করুন। এবং থাম্বনেইল মোবাইল ফ্রেন্ডলি হচ্ছে কি না এই বিষয়ের উপরে গুরুত্ব দিন। কারন খুব বেশি ক্লায়েন্ট মোবাইল থেকেই অর্ডার করে থাকে।নিয়মিত এক্টিভ থাকতে হবে এবং ইউনিক বায়ার রিকোয়েস্ট সাবমিট করতে হবে, প্রথম দিকে এই একটি জায়গায় যতটুকু সম্ভব প্রেসার দিবেন তাহলে দ্রুত কাজ পাওয়ার সম্ভাবনা আছে।আরও অনেক কিছু বিষয় আছে।সবগুলো পড়ার জন্য আমি একটি গিগ র‍্যাংকিং ফেক্টর নিয়ে লিখা একটি পোস্ট এর লিংক দিচ্ছি পড়ে নিবেন। লিংক: https://m.facebook.com/groups/seobynshamim/permalink/2845682415669040/

💥আমি ফেইসবুক,গুগল এডওয়ার্ডস, লিংকডইন এইগুলোতে পেইড মেথড e lead generation করতে পারি। এখন Fiverr এ এই বিষয় নিয়ে কিভাবে আগাবো? মূলত আমি পেইড মার্কেটিং নিয়ে আগাতে চাই। কিছু দিক নির্দেশনা দিলে উপকৃত হবো।

উত্তরঃ আপনি যদি ভেলিড এবং কোয়ালিটি লিড জেনারেশন করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই সার্ভিস নিয়ে ফাইভারে কাজ করতে পারবেন।তবে এর আগে আপনি নিজেই নিজের লিড চেক করা দরকার।কিভাবে করবেন?আপনি যেই সেক্টরে কাজ করেন সেই সেক্টরের লিড খুজে বাহির করুন এবং তাদের কে কোল্ড ইমেইল সেন্ড করেন, দেখেন এইখান থেকে কয়জন আপনার সার্ভিস এর জন্য আগ্রহ দেখায়। যদি আপনি নিজেই আপনার নিজের সার্ভিস সেল করতে পারেন তাহলে ক্লায়েন্ট এর জন্য ও কিন্তু কাজ দিবে।পাশাপাশি সোশিয়াল মিডিয়া গ্রউথ মার্কেটিং এবং ম্যানেজমেন্ট সার্ভিস ও রাখতে পারেন।

💥 আমার প্রশ্ন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানেই কি অ্যাড রান করে মার্কেটিং নাকি গ্রুপ পোস্ট, ইনভাইট ও শেয়ার করে? যদি এগুলা না হয় তবে তাহলে অর্গানিক মার্কেটিং কি? 
আর অ্যাড রান এর গিগ এ যেকোনো সাইট এর ক্ষেত্রে ফাইবার এ যে বাজেট দেয়া হয় বা গিগ এ যেয়ে প্রাইস দেয়া হয় ঐটা কি শুধু অ্যাড রান করার পারিশ্রমিক? নাকি ওই টাকা দিয়ে অ্যাড রান করেও নিজের কিছু লাভ থাকে ? যদি লাভ থাকে তাহলে ক্লাইন্ট কেন আপনাকে দিয়ে অ্যাড রান করবে।  ক্লায়েন্ট তো নিজেই হালকা নলেজ নিয়ে আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে।    

উত্তরঃ সোশিয়াল মিডিয়া মার্কেটিং মানেই কিন্তু এড রান করা না।সোশিয়াল মিডিয়া তে যে কোন সার্ভিস সেল করার জন্য আপনার প্রয়োজন প্রভেন ওয়ে।এর জন্য কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ।নিশ রিসার্চ করাকম্পিটিটর এনালাইসিস করামার্কেটিং স্ট্রাটেজি তৈরি করাসাপ্তাহিক প্লান নিয়ে কাজ শুরু করে দেওয়া এবং এইখান থেকে সেল প্লাস অর্গানিক ট্রাগিক ওয়েবসাইট এ ড্রাইভ করা।সোশিয়াল মিডিয়া তে শুধু ভালো গুছিয়ে # ট্যাগ রিসার্চ করতে পারলেই এটাকে সোশিয়াল মিডিয়া মার্কেটিং বলা যায় না।এড রানের জন্য আপনি গিগের মধ্যে যেই প্রাইস দেওয়া থাকে এই প্রাইস শুধু মাত্র আপনি এড রান করে দিবেন তার পারিশ্রমিক। ক্লায়েন্ট এর এড ম্যানেজার অথবা আপনার এড ম্যানেজার এ ক্লায়েন্ট ডলার এড করে দিবে আলাদা করে এবং এই বিষয়টি আপনি গিগের ডেস্ক্রিপশন এ বলে রাখবেন।কথা হচ্ছে, ক্লায়েন্ট যদি এড রান করতেই পারে তাহলে আপনাকে হায়ার কেনো করবে? এর অনেকগুলো কারন হতে পারে, সে নিজেই তার রেজাল্ট এ সন্তুষ্ট না যার জন্য আপনাকে সে দক্ষ মনে করতেছে। ক্লায়েন্ট এর হাতে পর্যাপ্ত সময় নাও থাকতে পারে যার জন্য হায়ার করতে পারে।

💥 ফাইবারে অনেক দিন যাবৎ চেষ্টা করতেসি; ১ বছর হয়ে গেলো কাজ পাই না। আমার প্রশ্ন হচ্ছে; 
ফাইবার গিগ এসইও? ফাইবার এর ট্যাগ? ফাইবারের এক্সাম টেস্ট? 
আমি কি কি কাজ করলে ফাইবারে কাজ পেতে পারি? মার্কেটপ্লেস এর বাহিরে কিভাবে ক্লায়েন্ট পেতে পারি?

উত্তরঃ এই পোস্টে আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর পাবেন। লিংক: https://m.facebook.com/groups/seobynshamim/permalink/2845682415669040/

💥 ১. Reddit,Tumblr এ গিগ মার্কেটিং করলে কি গিগ এর ক্লিক ইম্প্রেশন বাড়বে? ২.আমার গিগে FAQ মাত্র ১টাএটা কি বাড়ানো উচিত?

উত্তরঃ সোশিয়াল মিডিয়া তে গিগ মার্কেটিং করলেই আপনার গিগ এর ক্লিক ইম্প্রেশন বাড়বেনা।তবে যদি রেডিট এবং টাম্বলারে আপনার সার্ভিস বেইজড প্রচুর অডিয়েন্স নিয়ে আসতে পারেন তাহলে হয়তো সেখান থেকে কিছু ক্লিক আসতে পারে এবং এতে গিগ র‍্যাংকিং এ সাহায্য করবে।গিগের অবস্থান যদি ভালো থাকে নিয়মিত অর্ডার এবং ইম্প্রেশন পাচ্ছেন এমন হয় তাহলে গিগ এডিট না করাই শ্রেয়। তবে এর বিপরিত হলে FAQ এড করতে পারবেন। গিগ এডিট এর সময় কোনভাবে টাইটেল এবং ট্যাগ এ হাত দিবেন না।

💥 গিগ ডাউন হচ্ছে ২ মাস ধরে কোনো অর্ডার নাই, গিগ সার্চ করলে কোনো পেজ এ শো করছে না। কি করতে পারি ?

উত্তরঃ

গিগ ডাউন হয়ে গেলে র‍্যাংক এ এনে দিতে পারে কেবল যদি আপনি অই গিগে আবার অর্ডার পান।এর জন্য আবারও এক্টিভ থাকতে হবে এবং এখন হতাশ না হয়ে আগের থেকেও বেশি পরিশ্রম করতে হবে।কি কি করতে পারেন?নিয়মিত এক্টিভ থেকে যেই সময়ে বায়ার রিকোয়েস্ট বেশি পাওয়া যায় অই সময়টাতে বায়ার রিকোয়েস্ট সাবমিট করতে হবে, বায়ার রিকোয়েস্ট এ কিছু পরিবর্তন এনে ইউনিক বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে।আপনার সার্ভিস প্রয়োজন আছে এমন মানুষদের সোশিয়াল মিডিয়াতে খুজে বাহির করে প্রফাইলে কানেক্ট করতে পারেন।আগের কাজগুলো সেই সোশিয়াল মিডিয়াতে পোস্ট করতে পারেন সুন্দর করে।এর জন্য সবচেয়ে বেশি যেই সোশিয়াল মিডিয়া আপনাকে সাহায্য করতে পারে সেগুলো হচ্ছে ফেসবুক

ইনস্ট্রাগ্রাম

লিনকেডিন

💥 গুগল আপডেট এর পর ট্রাফিক ড্রপ হলে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে কি আবার ট্রাফিক লস্ট কভার দেয়া সম্ভব ?

উত্তরঃ

গোগল আপডেট এর কারনে যদি আপনার ওয়েবসাইট ট্রাফিক ড্রপ করে তাহলে সোশিয়াল মিডিয়া খুব বড় রুল প্লে করেনা এইখানে। এর দেখতে হবে যেই আপডেট আসছে সেই অনুযায়ী আপনার সাইট ফিট কিনা। এর জন্য আপনার সাইট এ কি কি পরিবর্তন দরকার আছে সেগুলো চেষ্টা করে দেখতে হবে।তবে সোশিয়াল মিডিয়া থেকে আপনি রেগুলার ট্রাফিক ড্রাইভ করাতে পারবেন।এর আগে আপনার জানা উচিত কোন কোন সোশিয়াল মিডিয়াতে আপনার টার্গেটেড অডিয়েন্স হেংয়াউট করে। নিশ এবং অডিয়েন্স এর উপর ডিপেন্ড করে টার্গেটেড সোশিয়াল মিডিয়া ও পরিবর্তন হবে।তবে এর মধ্যে কিছু সোশিয়াল মিডিয়া আছে যেগুলো লংটাইল ট্রাফিক পেতে সাহায্য করে।।তার মধ্যে অন্যতম জনপ্রিয় সোশিয়াল মিডিয়া হচ্ছেঃ পিন্টারেস্ট, রেডিট এবং কোওরা।

💥 ভাই ইউটিউব প্রমোশন কিভাবে করা যায় সহজে? আর ইউটিউব এ কিভাবে স্পেসিফিক অডিয়েন্স টার্গেট করা যায় ?

উত্তরঃ ইউটিউব প্রমোশন এর জন্য অনেকগুলো মাধ্যম আছে, তবে আপনাকে বলবো অবশ্যই আপনি অর্গানিক মেথড বেছে নিবেন।এর জন্য আপনি এডওয়ার্ড এর মাধ্যম্র ভিডিও প্রমোট করতে পারেন।পাশাপাশি আপনি সোশিয়াল মিডিয়াতেও ইউটিউব ভিডিও প্রমোট করতে পারেন।প্রত্যেক নিশের জন্য কিছু ফোরাম থাকে যেইগগুলো খুব বেশি টার্গেটেড অডিয়েন্স খুজে পাবেন সেখানে প্রমোট করতে পারেন।অবশ্যই সোশিয়াল মিডিয়া এবং ফোরামের জন্য ভালো করে রুলস পড়ে তারপরে মার্কেটিং করবেন।

💥 সোশ্যাল মিডিয়াতে কিভাবে রিচ বাড়ানো যাবে?

উত্তরঃ Consistency is key in social media marketing.আপনাকে নিয়মিত কাজ করতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যেই নিশ আ কাজ করবেন সেই নিশের মানুষের উপকার হবে এমন পোস্ট নিয়মিত করতে হবে।টার্গেটেড অডিয়েন্স খুজে খুজে বাহির করতে হবে এবং তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে।Instagram গ্রউথ নিয়ে অনেক পোস্ট পাবেন আমার ইন্সট্রাগ্রামে সেইগুলো সময় করে পড়ে আসতে পারেন। Instagram.com/hellotaher

💥 পিসিতে একটিভ থাকা সম্ভব হচ্ছে না।ফাইবার অ্যাপ দিয়ে লগইন করছি। কিন্তু একটিভ দেখাচ্ছে না।

উত্তরঃ Show online status এনাবল করে দিন।

💥 পেজ বা চ্যানেল মূল্যায়নটা কি ?

উত্তরঃ পেইজ চ্যানেল ইভালুয়েশন হচ্ছে অডিট রিপোর্ট এর মতো।ইউটিউব এর যেই আপডেট স্ট্রাটেজি আছে সেই সবকিছু অনুযায়ী ক্লায়েন্ট এর চ্যানেল ঠিকঠাক মতো আগাচ্ছে কিনা এইটার একটা রিপোর্ট দেয়া।এতে করে আপনার নিজের ও লাভ আছে, ক্লায়েন্ট কে যখন বুঝিয়ে বলতে পারবেন কোন কোন জায়গায় ইম্প্রুভ করা দরকার তখন হয়তো সেই একই ক্লায়েন্ট আবার আপনাকে হায়ার করবে।তাই অর্ডার ডেলিভারি দেওয়ার আগে একটি সর্ট রিপোর্ট দিতে পারেন।

💥 আসসালামুলাইকুম ভাই । ফেইসবুক পেইজ এ অরগানিক ভাবে ফলোয়ার বৃদ্বি করার পদ্বতি গুলা কি কি ?

উত্তরঃ এর জন্য অনেকগুলো সুন্দর ওয়ে আছে তারমধ্যে সবচেয়ে বেশি কার্যকরী ওয়ে হচ্ছে আপনার নিশ রিলিভেন্ট পপুলার গ্রুপ গুলোতে জয়েন হবেন।ভালো করে কিছুদিন সময় দিবেন রুলস পড়ে নিবেন, এবং সেখানে মানুষদের সাহায্য করুন। তারা কি কি সমস্যায় পড়ে পোস্ট করতেছে সেগুলো দেখুন এবং এগুলোর সমাধান দিয়ে নিজের পেইজে পোস্ট করার চেষ্টা করুন।এর পরে যখন কমিউনিটি গুলোতে আপনার পরিচিতি বাড়বে তখন সেইগুলোতে পোস্ট করুন।।এর আগে নিজের টাইমলাইনে পেইজের পোস্ট শেয়ার দিয়ে রাখতে পারেন।অনেক গ্রুপে ডিরেক্ট লিংক শেয়ার করতে দিবে সেগুলোতে ইনফরমেশন এর পাশাপাশি পেইজের লিংক দিতে পারেন।

💥 কিভাবে স্যোশাল মিডিয়া থেকে ক্লাইন্ট বের করে আনতে পারি,আমি যদি স্পেসিফিক করে বলি ইন্সটাগ্রাম এর কথা,তাহলে কিভাবে একজন অডিয়েন্স/ ফলোয়ার কে আমি আমার ক্লাইন্ট বানাতে পারি?

উত্তরঃ প্রথমত হচ্ছে আপনি আপনার সার্ভিস স্পেসিফিক করে নিন।মনে করেন আপনি ইউটিউব এসইও এর সার্ভিস রিলিভেন্ট ক্লায়েন্ট খুজে বাহির করবেন ইনস্ট্রাগ্রাম থেকে।এখন প্রথম কাজ হচ্ছে আপনার প্রফাইল গুছানো। সুন্দর এবং আকর্ষণীয় বায়ো এড করতে হবে।হাইলাইট গুলো সুন্দর করে সাজাতে হবে, এবং কিছু আগের কাজের ডেমো হাইলাইটে এড করবেন।পাশাপাশি নিয়মিত পোস্ট করে যেতে হবে, ইউটিউব এর বিভিন্ন বিষয় নিয়ে ইনফরমেশন দিয়ে যাবেন।তার পরের টার্গেট হচ্ছে ইউটিউব রিলিভেন্ট যত # ট্যাগ আছে সেগুলো একটা ডক্স এ সাজিয়ে নিতে হবে, সেগুলো দিয়ে সার্চ করে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স কে ফলো করতে পারেন, তাদের পোস্ট এ সুন্দর করে গুছিয়ে কমেন্ট করতে পারেন, স্টোরি ভিউ।এই ভাবে প্রতিদিন কমপক্ষে ২০ জনের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন। নতুন একাউন্ট হলে আরও ১০ টা করে করবেন।তাদের কে সুন্দর করে মেসেজ করতে পারেন, অবশ্য প্রথেমেই সার্ভিস নিয়ে আসবেন না।।ভালো সম্পর্ক তৈরি করে সার্ভিস প্রমোট করতে পারেন।

💥 বিগেনার হিসেবে ক্লাইন্ট এর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করার জন্য কি কি ফ্রি টুলস ব্যবহার করতে পারি? বা লো কস্ট কিন্তু কাযকর SMM টুলস সাজেস্ট করুন।

https://www.facebook.com/103207550505193/posts/950471825778757/ এই পোস্টে আপনার সম্পুর্ন উত্তর পেয়ে যাবেন।

💥 আমি ফাইভার একাউন্ট খুলি ২০১৭ সালে, অনেকটা অতি উতসাহী হয়ে। তখন কাজ জানতাম না শুধু ব্যাকগ্রাউন্ড রিমোভ পারতাম। ব্যাকগ্রাউন্ড রিমোভের ২টা কাজ পেয়েছিলাম ৫ স্টার রিভিউ সহ। এরপর আর লেগে থাকতে পারিনি ফাইভারে। কিন্তু পরে ডিজিটাল হাল্কা গ্রাফিক্স ডিজাইন শিখে কয়েকটা গিগ খুলি। সেগুলোতেও অর্ডার পাইনি। পরে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করি এলইডিপিতে এরপর গুছানো ভাবে গিগ খুলি। কিন্তু ইম্প্রেশন ক্লিক তেমন আসেনা। আমার কি একাউন্ট ডিলিট করে নতুন একাউন্ট করা উচিত হবে?

উত্তরঃ

নতুন একাউন্ট খোলা কোন সমাধান নয়। তবে আমার মনে হয় আপনার আরও বেশি রিসার্চ করা উচিত ফাইভার নিয়ে।এবং ডিজিটাল মার্কেটিং এ কোন কোন সেক্টরে বেশি কাজ পাওয়া যায় সেগুলো ভালো করে শিখুন।বায়ার রিকোয়েস্ট নিয়ে রিসার্চ করুন।গিগ নিয়ে ডিটেইলস কিছু টিউটোরিয়াল পাবেন YouTube.com/arefintaher

💥 গিগ রাঙ্ক করবো কিভাবে?

উত্তরঃ ফাইভারে দ্রুত কাজ পাওয়ার অনেক গুলো ওয়ে আছে এর মধ্যে মেজর কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করতেছি “প্রথমেই আমার কাছে যেই বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে সেটি হচ্ছে আপনি যেই বিষয়ে কাজ করবেন সেই বিষয়ে এমনভাবে আপনার সার্ভিস কে প্রেজেন্ট করুন যেইটা অন্যভাবে কেউ করে নাই।এবং আপনি যেই সার্ভিস দিবেন সেই সার্ভিসের বাজেট এফোরডেবল রাখেন যেনো যে কেউ পার্সেস করতে পারে।তার পরে আপনাকে অবশ্যই গিগ র‍্যাংকিং এর উপরে গুরুত্ব দিতে হবে।এর জন্য আপনি এসইও ফ্রেন্ডলি টাইটেল মেকিং করতে পারেন। সার্ভিস কিওয়ার্ড বেসড একটি ইউনিক এবং এট্রাক্টিভ টাইটেল তৈরি করার চেষ্টা করুন।ডেস্ক্রিপশন ঃ গিগের জন্য ইউনিক ডেস্ক্রিপশন এর কোন বিকল্প নাই। তাই যতটুকু সম্ভব ইউনিক এবং কিওয়ার্ড বেসড ডেস্ক্রিপশন লিখার চেষ্টা করুন।গিগ থাম্বনেইলঃগিগে অর্ডার পাওয়ার জন্য এটি অনেক বেশি ভুমিকা রাখে, কারন গিগের থাম্বনেইল দেখেই কিন্তু মানুষ ক্লিক করে৷ তাই থাম্বনেই এ কিছু আই কেচি শব্দ ব্যবহার করার চেষ্টা করুন। এবং থাম্বনেইল মোবাইল ফ্রেন্ডলি হচ্ছে কি না এই বিষয়ের উপরে গুরুত্ব দিন। কারন খুব বেশি ক্লায়েন্ট মোবাইল থেকেই অর্ডার করে থাকে।নিয়মিত এক্টিভ থাকতে হবে এবং ইউনিক বায়ার রিকোয়েস্ট সাবমিট করতে হবে, প্রথম দিকে এই একটি জায়গায় যতটুকু সম্ভব প্রেসার দিবেন তাহলে দ্রুত কাজ পাওয়ার সম্ভাবনা আছে।আরও অনেক কিছু বিষয় আছে।সবগুলো পড়ার জন্য আমি একটি গিগ র‍্যাংকিং ফেক্টর নিয়ে লিখা একটি পোস্ট এর লিংক দিচ্ছি পড়ে নিবেন।

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap