আমাদের NShamimPRO গ্রুপে একজন প্রশ্ন করেছিলো এমন –
keyword এ যদি brand name directly mention থাকে, তাহলে কি সেই keyword টা কি money keyword হিসেবে বিবেচনা করা যায়?
ব্রান্ড নেমে সরাসরি আপনি র্যাঙ্ক পাবেন না। কারণ গুগল জানে কোনটা ব্রান্ড আর কোনটা ঐটার সাপোর্টিভ কন্টেন্ট।
তাহলে কি ব্রান্ড নেইম টার্গেট করা যাবে না?
হা যাবে।
তবে এইখানে একটু টুইস্ট দিতে হবে আপনাকে। যেমন Cuisinart Coffee Maker
এইখানে Cuisinart ব্রান্ড এর নাম আর Coffee Maker কিওয়ার্ড।
আপনি Cuisinart Coffee Maker দিয়ে র্যাঙ্ক করতে পারবেন না। তাদের অফিসিয়াল সাইটই আগে আসবে।
তবে যদি এমন করতে পারেন যে -Top 5 Budget Coffee Makers From Cuisinart For Students
তাহলে কিন্তু আপনাকে সরাসরি ব্রান্ড এর সাথে কম্পিট করতে হচ্ছে না।
আরো কিছু উদাহরণ দেই।
- best Cuisinart coffee maker for single-serve
- best charcoal filter for Cuisinart coffee maker
- best cleaner for Cuisinart coffee maker
- the best grind for Cuisinart coffee maker
সাপও মরলো, আবার লাঠিও ভাঙলো না।

আশা করি বুঝতে পেরেছেন।
ইটস অল এবাউট টুইস্ট এন্ড হাও ইউ প্লে দ্যা গেইম।
- ব্লগিং এবং এফিলিয়েট মার্কেটিং এর জন্যে কাজের ১০টি টুলস - November 16, 2023
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021