টেকনিক্যাল এসইও চেকলিস্ট

টেকনিকাল এসইও আপনার আপনার রাঙ্কিং এ বড় পরিবর্তন আনতে পারে। সৌভাগ্যবশত টেকনিকাল এসইও খুব একটা কঠিন বিষয় নয়। আজ আপনারদর সাথে টেকনিক্যাল SEO চেকলিস্ট দিবো ও তা নিয়ে আলোচনা করবো;

✅১) Crawl Error থাকা :

ক্রল এরর থাকা মানেই হচ্ছে গুগল আপনার সাইট এর পেজ দেখতে পাচ্ছে না। যদি গুগল আপনার কোনো পেজ দেখতে নাই পারে তবে ঐটা কখনোই রাঙ্ক করবে না। আপনি Crawl Error রিপোর্টটা পাবেন সার্চ কনসোল কাভারেজ রিপোর্টে। যদি রিপোর্টে দেখেন আপনার কোনো গুরুত্বপূণ পেজ ক্রল করতে পারছে না ( robots.txt দিয়ে ব্লক করে রাখলে) আপনাকে অবশ্যই খুব দ্রুত সমস্যা গুলার সমাধান করতে হবে। Crawl Error ফিক্স করার জন্য এই ভিডিও থেকে ধারণা পাবেন (https://www.nshamim.com/errors-on-google-webmasters/)

✅২) খুঁজে বের করা কিভাবে গুগল আপনার ওয়েব পেজ দেখে :

মাঝে মধ্যে ইউসার আপনার সাইট এর পেজ দেখতে পারে কিন্তু গুগল তা পারে না। যদি এমনটি হয়ে থাকে তাহলে গুগলে আপনার পেজ রাঙ্ক করবে না।
তাই আমি আপনাদেরকে গুগল সার্চ কনসোল এ “Inspect URL” ফীচারটি ব্যবহারে রেকমেন্ড করছি। আপনি আপনার পেজটি গুগল সার্চ কনসোল এ “Inspect URL” এ দিয়ে চেক করে নিতে পারেন আপনার গুরুত্বপূর্ণ পেজটি গুগল এ ইনডেক্স আছে কি না?
GSC তে ইউআরএল দেয়ার পর যদি “URL is on Google” এই মেসেজ আসে সাথে coverage এ “Submitted and index” লিখা আসবে।

✅৩) নিশ্চিত করুন আপনার ওয়েবসাইটটি মোবাইল ফ্রেন্ডলি কি না :

গুগল সার্চ কনসোল এ Mobile First Index নামে একটি অপশন চালু করেছে। তার মানে আপনার সাইটটি যদি মোবাইল এ অপ্টিমাইজ না হয় তবে গুগল এ রাঙ্ক করতে সমস্যায় পড়বেন।
সুভাগ্যবশত আপনি সহজেই দেখতে পারবেন আপনার ওয়েবসাইট গুগল মোবাইল ফ্রেন্ডলি কি না ?তার জন্য আপনি google mobile friendly test দিয়ে চেক করে নিতে পারেন।.

✅৪) ব্রোকেন লিংক :

ব্রোকেন লিংক আপনার এসইও কে আসলেই বেশ ক্ষতি করে থাকে। তাই আপনি অবশই ব্রোকেন লিংক থাকলে ঠিক করে নিবেন। এর জন্য আপনি broken link checker (https://chrome.google.com/webstore/detail/broken-link-checker/peoobhfbcfgilemdgnbkbjldedfgpffk?hl=en-GB) নামের ক্রোম এক্সটেনশনটি ব্যবহার করতে পারেন। আপনি ব্রোকেন লিংক এর জন্য এই ভিডিওটি দেখতে পারেন
(https://www.nshamim.com/broken-link-building/)

✅৫) HTTPS এর মাধ্যমে আপনার ওয়েবসাইট নিরাপদ করুন :

HTTPS গুগল রাঙ্কিং সিগন্যাল হিসেবে কাজ করে থাকে। SSL করার মাধ্যমে আপনার সাইট HTTPS কাযকর হয় তাই আপনার সাইটটি যদি SSL না থাকে তবে দ্রুত SSL ব্যবহার করুন। SSL আপনি ফ্রীতেও করতে পারেন বা পেইড SSL কিনে নিতে পারেন। ফ্রীতে করতে চাইলে আপনি এই ভিডিও লিংক দেখে করে নিতে পারেন (https://www.nshamim.com/install-ssl/) বা cloudflare ব্যবহার করতে পারেন।

✅৬) পেজ লোডিং স্পিড :

আপনার ওয়েবসাইট এর লোডিং স্পিড এর উপর রাঙ্কিং নির্ভর করে। আপনার ওয়েবসাইট এর লোডিং স্পিড যদি ভালো না হয় তবে আপনি ভালো রাঙ্ক করতে পারবেন না। তাই গুগলের Lighthouse ফ্রি ক্রোম এক্সটেনশন (https://chrome.google.com/webstore/detail/lighthouse/blipmdconlkpinefehnmjammfjpmpbjk) দিয়ে পেজ স্পিড দেখে নিন ও প্রয়োজন মতন স্পিড ইস্যু ঠিক করে নিন।

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap