এসইও কত প্রকার ও কি কি?

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আজকে আমি আপনাদের সামনে গল্পে গল্পে এসই ও কত প্রকার ও কি কি সে সম্পরকে আলোচনা করবো । বন্ধুরা গত পর্বগুলোতে আমরা জেনেছিঃ
এসই ও কি?
• এসই ও কেন করবেন?
কিভাবে গুগল তার সার্চ রেজাল্ট দেখায় ?
• রাঙ্কিং ফ্যাক্টর কি?
• অ্যালগোরিদম কি?

তো যাওয়া যাক আমাদের আজকের পর্বে করিম নতুন কি কি বিষয় জানতে পারে।

করিম ভাবল আমি আইটি এক্সপার্ট ভাই এর কাছ থেকে জানি এসই ও এর কোন সিস্টেম ফল করলে আমি আমার ওয়েবসাইটকে খুব তাড়াতাড়ি প্রথম পেজে নিয়ে আসতে পারি।

করিমঃ আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন?
আইটি এক্সপার্টঃ ভাই ভাল আছি, আপনি কেমন ভাই ?

করিমঃ জি ভাই ভাল আছি, ভাই জানতে আসলাম এসইও এর কোন সিস্টেম ফল করলে আমি আমার ওয়েবসাইট এর জন্য এসইও করবো, কিভাবে খুব তাড়াতাড়ি প্রথম পেজে নিয়ে আসতে পারবো ।
আইটি এক্সপার্টঃ আসলে ভাই এসইও এর বিভিন্ন রকম এর আছে যেমন ব্ল্যাক হ্যাট, হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট ।

করিমঃ ভাই এই গুলো আবার কি?
আইটি এক্সপার্টঃ ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে আপনি যদি সার্চ ইঞ্জিন এর নিয়ম কানন ভঙ্গ করে এসইও করেন তাই হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও ।

হোয়াইট হ্যাট এসইও হচ্ছে আপনি যদি সার্চ ইঞ্জিন এর নিয়ম কানন মেনে আপনার সাইট কে এসইও করেন তাই হচ্ছে হোয়াইট হ্যাট এসইও।

গ্রে হ্যাট এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন এর কিছু নিয়ম কানন এর ফাক ফোঁকর আপনি খুঁজে বের করে ইউস করেন তাই হল গ্রে হ্যাট এসইও ।

  1. পেইড এস ই ও : পেইড মানেই তো বুঝতে পারছেন যে টাকা দিয়ে ক্লিক/ ভিসিটর আনা হচ্ছে। গুগলকে টাকা দিয়ে ১ম পেজ এ সার্চে আনার পদ্ধতিটা হচ্ছে এই মাধ্যম।
  1. অর্গানিক এস ই ও : যে পদ্ধতির মাধ্যমে আপনি গুগলের সকল নিয়ম নীতি মেনে ভিসিটর / ক্লিক আসে ওই মাধ্যমেই হচ্ছে অর্গানিক এস ই ও।

এইটাকে হোয়াইট হ্যাট এসইও বলা হয়। অর্গানিক এস ই ও আবার দুই প্রকার যথা-

  1. অনপেইজ অপটিমাইজেশন
  1. অফপেইজ অপটিমাইজেশন

আমি এখন এসইও এর প্রকারভেদ সম্পর্কে আপনাকে জানাবো;

অনপেইজ অপটিমাইজেশন:

একটি সাইট করার পর কিছু টেকনিক্যাল কাজ থাকে যার মাধ্যমে ওই সাইটটিকে সার্চ ইঞ্জিন এ সহজে খুঁজে পাওয়া যায়। অন-পেজ অপ্টিমাইজ করাটা একটা সাইট এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এইটি ঠিক থাকে না হলে পুরো সাইটটি সার্চ রেজাল্ট থেকে হারিয়ে যেতে পারে।

অফপেইজ অপটিমাইজেশন:

অফপেইজ অপটিমাইজেশন আসলে নিজের ওয়েবসাইট এর প্রচারের জন্য যা যা করা দরকার তাই হচ্ছে অফপেইজ। অন্য ভাবে বলতে গেলে, অন্যের ওয়েবসাইট এ নিজের ওয়েবসাইট লিংক বা ইউআরএল শেয়ারিং এর মাধ্যমে  যে প্রচারণা চালানো হয় ভিসিটর/ক্লিক আনার মাধ্যমে ও আপনার ওয়েবসাইট এর পরিচিতির জন্য তাই হচ্ছে অফপেইজ অপটিমাইজেশন।

করিমঃ আচ্ছা ভাই কোনটা করা ভাল ?
আইটি এক্সপার্টঃ ব্ল্যাক হ্যাট না করাই ভাল কারন আপনার সাইট খুব তাড়াতাড়ি পেনাল্টি বা শাস্তি এর দলে পরে যাবে যার ফলে আপনি লাভবান হতে পারবেন না । তবে আপনি যদি খুবই অল্প সময় নিয়ে বিজনেস করতে চান তবে আপনি এটা করতে পারেন ।
হোয়াইট হ্যাট এসইও করা টা হচ্ছে সবচেয়ে নিরাপদ ।আপনি যদি অনেক দিন প্রথম পেজে থাকতে চান তবে এই মেথড ইউস করা উচিত । যার ফলে আপনি অনেক দিন আপনার বিজনেস নিশ্চিন্ত মনে করে যেতে পারবেন। আমি এই মেথড ইউস করে থাকি ।

গ্রে হ্যাট এসইও হচ্ছে নিরাপদ তবে যদি অ্যালগোরিদম পরিবর্তন হয় তখন আপনি শাস্তির খড়গ এর নিচে পরতে পারেন। অনেকে গ্রে হ্যাট করে থাকে ।

করিমঃ ভাই তাহলে আমি হোয়াইট হ্যাট এসইও করতে চাই, এর জন্য আমাকে কি করতে হবে?
আইটি এক্সপার্টঃ করিম ভাই একটা বিষয় আপনাকে জানতে হবে যেইটা হচ্ছে যে এসইও এর পার্ট হচ্ছে দুইটা । তা হচ্ছে অন পেজ এসইও ও অফ পেজ এসইও।

করিমঃভাই আজকে আসি কালকে আবার আসবো, ধন্যবাদ আপনাকে।
আইটি এক্সপার্টঃ আবার আসবেন।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

1 thought on “এসইও কত প্রকার ও কি কি?”

  1. এসইও কি আর কত প্রকার – এই বিষয়ে অনেক লেখা পড়ছি। কিন্তু এতো সুন্দরভাবে উপস্থাপন কোথাও দেখি নাই । আর এই রকম কথোপোকথন তো পুরাটাই অসাধারণ।

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap