বর্তমানে পেজ স্পিড রাঙ্কিং ফ্যাক্টর গুলার মধ্যে অন্যতম হয়ে যাওয়ায় পেজ স্পিড অপ্টিমাইজ করা নিয়ে সবাই কম বেশি চিন্তায় থাকে। আগের পোস্টিতে আমি আগেই বলেছিলাম যতটুকু জানি তাই টিপস আকারে দিবো আশাকরি টিপসটা কাজে দিবে সবার।
ওয়ার্ডপ্রেস সাইট গুলোর ক্ষেত্রে থিম ; প্লাগিন ও হোস্টিং ওয়েবসাইট স্পিড কমিয়ে দেয় অনেকঅংশে। তাই লাইট থিম; প্রয়োজনীয় প্লাগিন ও ভালো হোস্টিং ছাড়া পেজ স্পিড চিন্তা করা যায় না।
এখন মূল কথায় আসি। কিভাবে আপনার কচ্ছপ গতির ওয়েবসাইট রকেট গতি আনতে পারেন !!!
১) ক্লাউড ফ্লেয়ার
ক্লাউড ফ্লেয়ার এ আপনার সাইট অ্যাড করে নেমসার্ভার চেঞ্জ করে দিন। প্রথমে ক্লাউড ফ্লেয়ার এ লগইন করে সাইট অ্যাড করবেন। তারপর DNS চেঞ্জ করার অপসন পাবেন সেখানে ক্লাউড ফ্লেয়ার এর DNS আপনার হোস্টিং এ নেমসার্ভার এ অ্যাড করে দেন।

২) Wp rocket প্লাগিন
আমি রেকমেন্ড করি কষ্ট করে হলেও Wp rocket প্লাগিনটি আপনার ওয়েবসাইট এর জন্য কিনে নেন কারণ আপনি এই একটি প্লাগিন দিয়ে cache/ file optimization/media/CDN এর সেটিংস গুলা ঠিক করে নিতে পারবেন।

যদি কেউ Wp rocket প্লাগিনটি ব্যবহার না করেন তাহলে কি করবেন? বিকল্প ব্যবস্থা হচ্ছে আপনাকে তাহলে কিছু অতিরিক্ত প্লাগিন ব্যবহার করতে হবে যেগুলা আপনি ফ্রীতে পাচ্ছেন।
caching সমস্যার এর জন্য আপনি এই দুইটার যেকোনো একটি ব্যবহার করতে পারেন।
৪) Wp super minify/ Fast Velocity Minify
javascript/CSS/html কোড অনেক ক্ষেত্রে ঝামেলা করে তাই ঝামেলা এড়ানোর জন্য এই দুইটির যেকোনো একটি ব্যবহার করে আপনি javascript/CSS/html কোড মিনিফাই করতে পারেন।
CDN হিসেবে আপনি ক্লাউডফ্লেয়ার প্লাগিন ব্যবহার করতে পারেন। প্লাগিনটি ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই ক্লাউডফ্লেয়ার একাউন্ট থাকতে হবে শুধু API key এর মাধ্যমে সংযুক্ত করে ব্যবহার করবেন।
৬) Lazyload
ছবি যাতে দ্রুত লোড হয় তাই এই প্লাগিন ব্যবহার করবেন যাতে ওয়েবসাইট লোড হবার সাথে সাথে ভিসিটর ছবি দেখতে পায়।

৭) Shortpixel
আমরা জানি ছবি আমাদের ওয়েবসাইট এর লোডিং স্পিড অনেক কমিয়ে দেয় যদি তা অপ্টিমাইজ করা না হয় তাই ছবি কমপ্রেস করার জন্য আপনি এই প্লাগিনটি ব্যবহার করতে পারেন।

আশাকরি এই টিপসটি সবার কাজে দিবে। যদি কারো তারপরেও স্পিড ইম্প্রোভ না হয় তবে থিম/অতিরিক্ত বা অপ্রয়োজনীয় প্লাগিন/ হোস্টিং এর জন্য দায়ী হতে পারে। তখন আপনাকে হয়তো ডেভেলপার এর শরণাপর্ণ হতে হবে। তাই অবশ্যই লাইট থিম; প্রয়োজনীয় প্লাগিন ও ভালো হোস্টিং ব্যবহার করুন।
নোট: লাইট রেকমেন্ড থিম Astra/Genarate press/Acabado। ইমেজ অবশ্যই ১০০ kb এর নিচে রাখবেন।
- ২০২৪-এ এসইও ট্রেন্ড হিসেবে কি কি কাজ করবে ? - June 21, 2023
- ভাইরাল মার্কেটিং: ২০২৪ সালে নতুন সাফল্যের উপায়? - June 21, 2023
- ভার্চুয়াল রিয়েলিটি (VR) এবং মার্কেটিং: প্রয়োজনীয়তা ও সুযোগ - June 21, 2023