ওয়েবসাইটের আপটাইম বা সাইট ডাউন বা আপ আছে কিনা সেটা চেক করবো কিভাবে?

আমাদের প্রায় সবারই ওয়েবসাইট আছে।

 এই ওয়েবসাইটগুলো সবসময় চলছে কিনা কিংবা ঠিকঠাকভাবে ২৪ ঘণ্টাই লাইভ থাকে কিনা – সেটা কিন্তু রেগুলার  চেক দেয়া জরুরী।  গুগলের Matt Cutts অনেক দিন আগেই এইটা নিয়ে SearchEngineWatch এর সাথে আলোচনা করেছে (https://go.nshamimpro.com/share/ZOZUssmIElArbGggbRi5) ।

 তার মতে টুকটাক কয়েক মিনিট বা কয়েক ঘণ্টা খুব ক্রিটিক্যাল ইস্যুর কারণে সাইট ডাউন থাকতে পারে।  কিন্তু এইটা যদি ঘন ঘন ঘটে এবং আপনি যদি ট্রাক করতে না পারেন – অনেক সময় কয়েক দিনের জন্যে হলেও সাইট ডাউন থাকতে পারে। 

সাইট ডাউন হওয়ার হাজারো কারণ থাকে ( হোস্টিং ইস্যু, ডাটাবেজ ইস্যু, প্লাগিন বা থিম ইস্যু, ম্যালওয়ার ইস্যু, হ্যাকিং ইস্যু, DMCA ইস্যু )  – তবে আপনি যদি ডাউন হলো কিনা সেটা ট্রাক না করেন – তাহলে কারণ বের করবেন কিভাবে? 


আমি ব্যাক্তিগত ভাবে Uptime Robot ইউজ করছিলাম এতদিন এবং রিসেন্টলি Freshping এ সুইচ করেছি।  ফ্রেশপিং দিয়ে আপনি ৫০টা ওয়েবসাইট ফ্রিতে চেক করতে পারবেন।

 একদিন সময় নিয়ে আপনার সব সাইট ওদের ড্যাসবোর্ডে অ্যাড করে নিবেন।

 সে প্রতি ১ মিনিট পর পর আপনার সাইট অটো চেক করবে। কোন ধরনের সমস্যা পেলে আপনাকে ইমেইল করবে।  ওদের ড্যাসবোর্ডটা দেখতে এইরকম – https://go.nshamimpro.com/share/Iy0TNTfbXqzLQSrPaD3j ফ্রিতে সাইটের আপ্টাইম চেকিং এর জন্যে এর চেয়ে ভালো টুল আর নেই।  সাইন আপ করে ফেলুন ওদের সাইটে গিয়ে।

 লিঙ্ক – https://freshping.io

আপনি যদি নিজের সাইট প্রত্যেক মিনিটে অটো চেক না দিতে পারেন এবং বেশ কয়েকটা হোস্টিং ইউজ করে থাকেন – তাহলে কোন  হোস্টীং ভালো আপনার সাইটের জন্যে সেটা বুঝবেন কিভাবে? 🙂 

আর এই ধরনের হোস্টিং ইস্যুগুলোর তাৎক্ষনিক সমাধান করতে না পারলে সাইটে লঙ রানে নেগেটিভ প্রভাব কিছুটা হলেও তো পড়েই। আর ইনস্ট্যান্ট সমাধানের জন্যে সমস্যাটা সম্পর্কে জানতে হবে সাথে সাথেই। মোটের উপর – ফ্রেশপিং সব মার্কেটার এবং ব্লগারদের জন্যে বেশ ভালো এবং কাজের একটা টুল। 

আশা করি কাজে লাগবে আপনাদের। 

ভালো থাকবেন। 

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap