ওয়েবসাইটের আপটাইম বা সাইট ডাউন বা আপ আছে কিনা সেটা চেক করবো কিভাবে?

আমাদের প্রায় সবারই ওয়েবসাইট আছে।

 এই ওয়েবসাইটগুলো সবসময় চলছে কিনা কিংবা ঠিকঠাকভাবে ২৪ ঘণ্টাই লাইভ থাকে কিনা – সেটা কিন্তু রেগুলার  চেক দেয়া জরুরী।  গুগলের Matt Cutts অনেক দিন আগেই এইটা নিয়ে SearchEngineWatch এর সাথে আলোচনা করেছে (https://go.nshamimpro.com/share/ZOZUssmIElArbGggbRi5) ।

 তার মতে টুকটাক কয়েক মিনিট বা কয়েক ঘণ্টা খুব ক্রিটিক্যাল ইস্যুর কারণে সাইট ডাউন থাকতে পারে।  কিন্তু এইটা যদি ঘন ঘন ঘটে এবং আপনি যদি ট্রাক করতে না পারেন – অনেক সময় কয়েক দিনের জন্যে হলেও সাইট ডাউন থাকতে পারে। 

সাইট ডাউন হওয়ার হাজারো কারণ থাকে ( হোস্টিং ইস্যু, ডাটাবেজ ইস্যু, প্লাগিন বা থিম ইস্যু, ম্যালওয়ার ইস্যু, হ্যাকিং ইস্যু, DMCA ইস্যু )  – তবে আপনি যদি ডাউন হলো কিনা সেটা ট্রাক না করেন – তাহলে কারণ বের করবেন কিভাবে? 


আমি ব্যাক্তিগত ভাবে Uptime Robot ইউজ করছিলাম এতদিন এবং রিসেন্টলি Freshping এ সুইচ করেছি।  ফ্রেশপিং দিয়ে আপনি ৫০টা ওয়েবসাইট ফ্রিতে চেক করতে পারবেন।

 একদিন সময় নিয়ে আপনার সব সাইট ওদের ড্যাসবোর্ডে অ্যাড করে নিবেন।

 সে প্রতি ১ মিনিট পর পর আপনার সাইট অটো চেক করবে। কোন ধরনের সমস্যা পেলে আপনাকে ইমেইল করবে।  ওদের ড্যাসবোর্ডটা দেখতে এইরকম – https://go.nshamimpro.com/share/Iy0TNTfbXqzLQSrPaD3j ফ্রিতে সাইটের আপ্টাইম চেকিং এর জন্যে এর চেয়ে ভালো টুল আর নেই।  সাইন আপ করে ফেলুন ওদের সাইটে গিয়ে।

 লিঙ্ক – https://freshping.io

আপনি যদি নিজের সাইট প্রত্যেক মিনিটে অটো চেক না দিতে পারেন এবং বেশ কয়েকটা হোস্টিং ইউজ করে থাকেন – তাহলে কোন  হোস্টীং ভালো আপনার সাইটের জন্যে সেটা বুঝবেন কিভাবে? 🙂 

আর এই ধরনের হোস্টিং ইস্যুগুলোর তাৎক্ষনিক সমাধান করতে না পারলে সাইটে লঙ রানে নেগেটিভ প্রভাব কিছুটা হলেও তো পড়েই। আর ইনস্ট্যান্ট সমাধানের জন্যে সমস্যাটা সম্পর্কে জানতে হবে সাথে সাথেই। মোটের উপর – ফ্রেশপিং সব মার্কেটার এবং ব্লগারদের জন্যে বেশ ভালো এবং কাজের একটা টুল। 

আশা করি কাজে লাগবে আপনাদের। 

ভালো থাকবেন। 

আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap