ডোমেইন ও পেজ অথরিটি আসলে Moz এর একটি মেট্রিকস। যদিও এটি গুগল রাঙ্কিং এ প্রভাব না ফেললেও আমরা এই মেট্রিকস গুলাকে অনেক ভাবেই গুরুত্ব দিয়ে যেতাম যেমনঃ অনেকেই আমরা একটা সাইটকে ভালো মন্দ কাতারে ফেলে দেই ডোমেইন অথরিটি ও পেজ অথরিটি দেখেই।
ডোমেইন অথরিটি :
ডোমেইন অথরিটি Moz দ্বারা তৈরি করা র্যাঙ্কিং স্কোর যা দ্বারা সার্চ ইঞ্জিন ফলাফলের পেজ গুলা (SERPs) একটি ওয়েবসাইট র্যাঙ্ক করার কতটা সম্ভাবনা রয়েছে। ডোমেন অথরিটি লিঙ্ক এক্সপ্লোরার ওয়েব ইনডেক্সের ডেটার উপর ভিত্তি করে এবং এটি কয়েক ডজন ফ্যাক্টর গণনায় ব্যবহার করে।
পেজ অথরিটি :
পেজ অথরিটি, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশানে (SEO), ওয়েবপেজ এর মান নিধারণে সহায়তা করে থাকে। স্কোর যত বেশি হবে, সার্চ ইঞ্জিন অর্গানিক ফলাফলের প্রথম দিকে একটি ওয়েব পেজ আসার সম্ভাবনা তত বেশি। পেজ অথরিটি নিধারিত হয়ে থাকে অন-পেজ এবং অফ-পেজ র্যাঙ্কিং ফ্যাক্টর দ্বারা।
কেন প্রয়োজন :
ডোমেইন অথরিটি :
আমরা যেইটা বুঝি ডোমেইন অথরিটি যত ভালো যেই ডোমেইন এর রাঙ্কিং ততটা ভালো। তার মানে ডোমেইন অথরিটি এর ফলে আপনি সার্চ ইঞ্জিনের ফলাফলে প্রভাবিত করে ভালো রাঙ্ক করতে পারবেন।
Google আসলে তার ব্যবহারকারীদের নির্ভরযোগ্য তথ্য এবং ফলাফল প্রদান করতে চায়। এর মানে হল যে আপনার যত বেশি অথরিটি থাকবে, তত বেশি আপনি অর্গানিক সার্চ এর মাধ্যমে ভিসিটর আকৃষ্ট করতে পারবেন।
যদি Google আপনার ওয়েবসাইটকে কোনো নির্দিষ্ট নিশে গুরুত্বপূর্ণ মনে না করে, তাহলে আপনি খুব কমই আপনার যে কোনো টার্গেট কীওয়ার্ডের জন্য সার্চ ইঞ্জিন ফলাফলের শীর্ষে উঠতে পারবেন।
এর মানে হল যে আপনার ওয়েবসাইট যদি সার্চ ইঞ্জিনের কাছে অথোরিটিভ, ট্রাস্টওর্দি না হয়ে থাকে তবে আপনি রাঙ্ক পাওয়া খুব কঠিন হয়ে যাবে। তাই অথোরিটিভ ও ট্রাস্টওর্দি ওয়েবসাইট হিসেবে প্রতিষ্ঠিত করা আপনার এসইও কৌশলের গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত।
পেজ অথিরিটি :
পেজ অথরিটি ডোমেইন অথরিটি থেকে দ্রুত বৃদ্ধি হয়ে থাকে। আপনি যদি কোনো পেজ এ দ্রুত র্যাংক চান তবে পেজ অথরিটি অবশ্যই প্রয়োজন।
কিভাবে বাড়াবেন ?
ডোমেইন অথরিটি :
– আপনার নিশ অনুযায়ী অথরিটি সাইট গুলা থেকে হাই-কোয়ালিটি ব্যাকলিংক করুন। ব্যাকলিংক এই ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করে।
– কোয়ালিটি কনটেন্ট দেন যাতে আপনি লিংক অর্জন করতে পারেন
– সাইট অডিট করে খারাপ লিংক গুলা রিমুভ করে দেন।
– আপনার ওয়েবসাইট স্ট্রাকচার অপ্টিমাইজ করুন
– ইন্টারনাল লিংক ইম্প্রোভ করুন
পেজ অথরিটি :
-আপনি যেই পেজ অপ্টিমাইজ করতে চাচ্ছেন তাতে লিংক বিল্ড করুন
-হাই PA পেজ গুলা থেকে লো PA পেজ গুলাতে লিংক দিন
-নিশ্চিত করুন প্রতিটা পেজ ইউসফুল কনটেন্ট দেয়া আছে
-ডোমেইন অথরিটি বিল্ড করুন
-ক্ষতিকর লিংক থাকলে সেইগুলা রিমুভ করে দিন।
- কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে। - May 29, 2023
- ইনফরম্যাশনাল ও বায়িং কীওয়ার্ড কত রকমভাবে খুঁজতে পারেন ? - May 28, 2023
- ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ? - May 27, 2023