টেস্টিমোনিয়াল লিংক বিল্ডিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনার ওয়েবসাইট এর হোম পেজ এ আপনার টার্গেট করা প্রোডাক্ট বা সার্ভিস এর অথোরিটিভ লিংক বিল্ড করতে পারবেন।
টেস্টিমোনিয়াল লিংক কি ?
টেস্টিমোনিয়াল লিঙ্ক বিল্ডিং হল একটি প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে পূর্বের কাস্টমারদের ইতিবাচক মন্তব্য পাওয়ার প্রক্রিয়া যার মাধ্যমে আপনার ওয়েবসাইটকে টেস্টমনিয়াল প্রদানকারী ফিচার্ড হিসেবে অন্তর্ভুক্ত থাকে।
সংক্ষেপে বলতে গেলে, টেস্টিমোনিয়াল লিংক বিল্ডিং টেকনিক হচ্ছে অন্য লিংক বিল্ডিং টেকনিক থেকেও অনেক বেশি কাযকরী। যেহেতু আপনি পূর্বের কাস্টমার থেকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে একটি মন্তব্য পাচ্ছেন।
কিভাবে তৈরী করবেন ?
– প্রোডাক্ট/সার্ভিস এর একটি টার্গেট তালিকা তৈরি করুন।
– যারা সার্ভিস নিয়েছে এমন কাস্টমারদের কন্টাক্ট লিস্ট খুজুন।
– ইমেইল এর মাধ্যমে টেস্টমনিয়াল এর জন্য অফার করুন।
– একটি প্রাসঙ্গিক টেস্টমনিয়াল লিখে দিন।
– ভিডিও প্রস্তুত করুন টেস্টমনিয়াল এর ব্যাকআপ হিসেবে।
কেন টেস্টমনিয়াল লিংক প্রয়োজন ?
আপনার ব্যবসায়িক/ ওয়েবসাইট এর ট্রাস্টফ্লো ও ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য আপনার আগের কাস্টমার/ কনসিউমারদের টেস্টমনিয়াল পরবর্তী/ভবিষ্যৎ কাস্টমারদের আপনার ওয়েবসাইট এর সেবা/ সার্ভিস সম্পর্কে পজিটিভ ধারণা তৈরি করতে সাহায্য করে থাকে।
তাই বলা যায় যে ব্র্যান্ড ভ্যালু তৈরিতে টেস্টমনিয়াল লিংক বেশ কাযকর।
- টেস্টিমোনিয়াললিংক বিল্ডিং কি ? কিভাবে তৈরী করবেন ? - January 29, 2022
- ডোমেইন অথরিটি ও পেজ অথরিটি আসলে কি ? কিভাবে তা বাড়ানো যায় ? - January 17, 2022
- আউটবাউন্ড লিংক কি ? কি কি বিষয় লক্ষ্য রেখে আউটবাউন্ড লিংক করবেন। - December 30, 2021