প্রতিদিন কতজন মানুষ গুগল এ নতুন সার্চ দিচ্ছে ? SEOতে এর কোনো প্রভাব আছে কি ?

গুগল এর লেটেস্ট ডাটা অনুযায়ী গুগল ৯৯০০০ সার্চ প্রতি সেকেন্ডে হয়ে থাকে। তার মানে প্রতি দিন ৮.৫ বিলিয়ন সার্চ প্রতি দিন করে থাকে। 

গুগল এ প্রতি বছর ট্রিলিওন সার্চ হয়ে থাকে তারমধ্যে ১৫% সার্চ একেবারেই নতুন। তাই গুগল তার সার্চার বাড়ানো ও পুরাতন সার্চার বাড়ানোর জন্য সব সময় কাজ করে যাচ্ছে যার ফলশ্রুতিতে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে আসছে সাথে গুগল এর আলগোরিথম চেঞ্জ এর কারণে দেখা যাচ্ছে প্রতিনিয়ত SEO তে কোনো না কোনো চেঞ্জ আসছে।  

চলুন তাহলে দেখে নেই নতুন সার্চ গুলা SEO তে কি কি প্রভাব ফেলছে ?

১) নতুন সার্চাররা সার্চ এর মাধ্যমে কীওয়ার্ড এর সার্চ ভলিউম এর উপর বিশাল প্রভাব ফেলে থাকে। তাই দেখবেন SEO ইন্ডাস্ট্রির বড় ভাইরা সার্চ ভলিউমকে তেমন প্রাধান্য দিতে নিষেধ করে থাকে। কারণ নতুন যেই কীওয়ার্ড গুলার তৈরী হচ্ছে ঐগুলার সার্চ ভলিউম কম থাকে পক্ষান্তরে তাদের কম্পেটিশন অনেক কম থাকে। 

২) গুগল সব সময় চায় তার ইউসাররা যাতে ভালো কনটেন্ট পায়। তাই যারা তাদের কনটেন্ট সার্চ ইনটেন্ট অনুযায়ী লিখে মানে সকল ঐ কীওয়ার্ড এর সকল ডাটা / ইনফো ফুলফিল করে লিখে গুগল প্রাধান্য দিয়ে থাকে বেশি। 

৩) বর্তমানে মোবাইল ইউসার সংখ্যা অনেক বেশি ডেস্কটপ /ল্যাপটপ থেকে, নতুন সার্চারদের বেশির ভাগ মোবাইল থেকেই সার্চ করে থাকে। তাই আপনার ওয়েবসাইট অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি ও কনটেন্ট অবশ্যই ভয়েস সার্চ অপ্টিমাইজ হতে হবে। 

আপনি যদি ব্লগ /এফিলিয়েট মার্কেটিং এর সাথে যুক্ত থাকেন বা আপনি সার্চ ইঞ্জিন বেসড যেকোনো কাজ করেন না কেন অবশ্যই আপনাকে এই নতুন ইউসারদের চাহিদা ও গুগল এর SERP এর এনাটমি বুঝে যদি কাজ করতে পারেন তবে অবশ্যই ভালো ফলাফল আশা করা যায়।   

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap