কীওয়ার্ড রাঙ্ক হারালে কি কি করতে হবে?

# ওয়েবসাইটের রাঙ্কিং কীওয়ার্ড ফল করলে সেগুলা নিয়ে আবার কিভাবে কাজ করলে রেঙ্ক করবে? কীওয়ার্ড ফল করার কারণ কি হতে পারে?

উত্তরঃ প্রথমেই কীওয়ার্ডটির কনটেন্ট গ্যাপ বের করবেন। মানে আপনি কম্পিটিটর সাইট গুলা দেখবেন কি কি সাব-হেডিং ব্যবহার করেছে ? যা আপনি করেন নাই বা ঐ কীওয়ার্ড এ কোনো ডাটা বা স্ট্যাটিসটিক্স অ্যাড করার মতন কিছু থাকলে সেইটা অ্যাড করেন। 

দ্বিতীয়ত, সার্চ কনসোল ডাটা দেখেন যে অনেক কীওয়ার্ড ধরেছে ঐ কীওয়ার্ড এর বিপরীতে যাদের আপনি কনটেন্ট এ কাভার করেন নাই সেইগুলা দিয়ে সাপোর্টিভ কনটেন্ট লিখে ইন্টারনাল লিংক করা যায় কিনা?
বা যেসকল প্রশ্ন আপনি সহজেই অ্যাড করতে পারবেন ঐগুলা অ্যাড করে কনটেন্টটা আরো কোনভার্সনাল করে তোলা। 

শেষে, কম্পিটিটর ব্যাকলিংক চেক করা, কম্পিটিটররা যারা SERP এ আছে তারা কি ব্যাকলিংক করা শুরু করলো যেখানে আপনি হয়তো মিস করে যাচ্ছেন ? সেইটা চেক করে দেখা। যদি এমন কিছু হয় তাহলে কনটেন্ট আপডেট এর সাথে সাথে কিছু ব্যাকলিংক করে নেয়া।    

# যদি একের অধিক এ্যাডসেন্সে সাইট থাকে তারমধ্যে কোনো একটা সাইট পলিসি লঙ্ঘন করে। তাহলে কি পুরো এডসেন্স বাদ হয়ে যাবে।

উত্তরঃ য‌দি কোনো সাইট গুগল এডসেন্স পলিসি ভা‌য়ো‌লেশন করে তা‌হলে, শুধু যেই সাইট ভা‌য়ো‌লেশন করেছে সেই সাইট থেকে এড‌সেন্স ডিসাবল হয়ে যাবে। আর যদি, এডসেন্স একাউন্ট ভা‌য়ো‌লেশন হয়েই যায় তাহ‌লে, সকল সাইট ‌থে‌কে এড‌সেন্স চ‌লে যা‌বে।

যেসকল কারণে সাইট এডসেন্স ভায়োলেশন হতে পারে 

– ইনভ্যালিড ট্রাফিক  
– বট ট্রাফিক 
– এমন কনটেন্ট এ এডস প্লেস করা যেইটা এডসেন্স রুলস বহির্ভূত 
– এমন ওয়েবসাইট মনিটাইজ করা যেইগুলা ইউসার সেন্ট্রিক না  
– ৪০৪ পেজ এ এডস প্লেস করা।  
– প্রাইভেসী পলিসি পেজ না থাকা 

যেসকল কারণে আপনার এডসেন্স একাউন্ট ব্যানড করা হয়ে থাকে; 

-এডসেন্স পলিসি ভায়োলেশন হয় এমন কনটেন্ট দেয়া (পর্নোগ্রাফি বা অ্যাডাল্ট বা আর্মস এমন কনটেন্ট)
-ইউসার জেনারেটেড কনটেন্ট 
-ওয়েবমাস্টার গাইডলাইন ভায়োলেশন 
-কপিরাইট লঙ্ঘন করলে 
– যেকোনো illegal কনটেন্ট যেমন আর্মস, ক্রিমিনাল অক্টস একটিভিটি টাইপ কনটেন্ট  

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap