গুগল কোর আপডেট ও আমাদের করণীয়।

বিগত ৬ মাস ধরে গুগল কিন্তু কোনো core update দেয় নাই। এত দিন যেই ছোট ছোট আপডেট গিয়েছে ঐগুলা unofficial আপডেট। তাই সামনে মাসে হয়তো একটা core update/ কোনো অফিসিয়াল আপডেট আসতে যাচ্ছে। তাই  আমাদের উচিত  স্ব স্ব অবস্থান থেকে প্রস্তুত থাকা। গুগল অফিসিয়াল এর core update নিয়ে টুইট; https://prnt.sc/13jsizo 

কিভাবে প্রস্তুত থাকবো ?

আমাদের কিছু সাধারণ স্ট্রেটেজি আছে গুগল আপডেট হিট থেকে বাঁচার জন্য। নিচে তার মূল অংশ তুলে ধরলাম; 
১) কোয়ালিটি কনটেন্ট মেইনটেইন করা 
২) ইন্টারলিংক প্রপারলি করা 
৩) এগ্রেসিভ লিংক না করা (এগ্রেসিভ লিংক বলতে PBN/খুব বেশি লিংক সেল করে এমন সাইট বা কমার্শিয়াল লিংক না করা)
৪) পেজ স্পিড অপ্টিমাইজ করা ( নিম্মে ডেস্কটপ ও ল্যাপটপে ৬০ রাখা উপরে যত হবে ততই সেফ থাকবেন) 
৫) আপনার যদি এফিলিয়েট সাইট হয় তবে ইনফো কনটেন্ট ও বায়িং কনটেন্ট রেশিও ঠিক রাখা। (রেকমেন্ডেড হচ্ছে ইনফো : বায়িং = ৬০:৪০ রাখা) যদি ইনফো কনটেন্ট কম থাকে তাহলে দ্রুত কিছু ইনফো কনটেন্ট দিয়ে দেন। 
৬) ব্যাকলিংক প্রোফাইল অডিট করে টক্সিক লিংক বাদ দিয়ে দেয়া। 
৭) প্রতিটা অফিসিয়াল /আন-অফিসিয়াল আপডেট এর পর পর সাইট অডিট করা। 

আশাকরি এই পয়েন্টগুলা আপনারা খেয়াল রেখে এখনই কাজ শুরু করে দিবেন। সময় চলে আসছে। 

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap