কখন অনলাইনের কোন কোর্সই কেনা উচিত নয় আপনার? (& An Offer You Can’t Refuse)

  1. Well – আপনার হাতে জাস্ট কোর্স কেনার টাকা আছে বা কোথাও থেকে ধার দেনা করে টাকা ম্যানেজ করেছেন – আর ভাবছেন যে কোর্স করলেই হবে।  তারপর টাকা আসতে থাকবে এবং আপনার পকেট থেকে আর কোন টাকা আর কোথাও ব্যয় করতে হবে না।  কিন্তু  একটা তিক্ত বাস্তব কথা হচ্ছে – কোর্স জাস্ট একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এর পরেও আপনাকে লেভেল আপ করার জন্যে বিভিন্ন টুলস কিনতে হবে, রিলেটেড অক্সিলারি কিনতে হবে, এক্সেসোরির লাগবে – সেগুলো ছাড়া সামনে আগাতে পারবেনই না।

  2. যখন আপনি আপনি রেডি না কিন্তু কোন কিছুর কারণে বায়াসড। মানে অনলাইন এড বা চটকদার কোন ভিডিও দেখে  হুট্ করেই সিদ্ধান্ত  নিয়ে ফেলেছেন যে এই কোর্সটা করবেন – কিন্তু এই ইন্ডাস্ট্রি নিয়ে আপনার ধারণা একদম শূন্যের কোঠায়।  আমার সাজেশন্স – ফ্রি ইউটিউব ভিডিও দেখুন কারণ পেইড কোর্র্সের সব কিছু আয়ত্ত করতে আর মেন্টরকে ঠিকঠাক প্রশ্ন করার জন্যেও পেইড কোর্র্সের আগে একদম ব্যাসিকতা সম্পর্কে ভালো ধারণা থাকা লাগে। । যদি ভালো লাগে, আপনি আগ্রহী হন এই নিসে  – তখন পেইড কোর্র্সে যাবেন। 

এখন আপনি যদি উপরের দুইটা টেস্ট (লিটমাস টেস্ট) পাস্ করেন – তাহলে এখন আপনি চিন্তা করবেন যে কি ধরণের কোর্স করবেন এবং কি ধরণের স্কিল আপনার লাগবে। 

  • খুব কঠিন কঠিন কিন্তু অকাজের জিনিস দিয়ে ভরা এমন কোর্স আছে বেশ ভারিক্কি নাম দিয়ে – সেগুলো করবেন নাকি অনেক ট্যাকনিক্যাল জিনিস একদম সহজ ভাষায় করা এমন কোর্স করবেন। 
  • আপনি ভবিষ্যতে সপোর্র্ট পাবেন কিনা সেটাও মাথায় রাখবেন। কারণ যখন নিজের জন্যে সত্যিকারের প্রজেক্ট করবেন তখন প্রজেক্টের মাঝখানে আটকে  গেলে হেল্প পাবেন কিনা সেটাও চিন্তার বিষয়। 
  • কি ধরণের কোর্স করলে আপনার মাল্টিপল ইনকাম স্ট্রিম হতে পারে – এই ব্যাপারটাও ভাববেন। যেমন – গ্রাফিক ডিজাইন (ফ্রিল্যান্সিং + এসেট), WordPress Dev (ফ্রিল্যান্সিং + স্ক্রিপ্ট/টুল/Plugin), এসইও (ফ্রিল্যান্সিং + ব্লগিং  + এফিলিয়েশন) .  

আপনাকে বেশ কিছু চিন্তা করার বিষয় দিয়েছি। সেগুলো নিয়ে ভাবুন। যদি এসইও, ব্লগিং বা এফিলিয়েশন আপনার চিন্তায় এসে থাকে – তাহলে বাকি ভিডিওতে আমার সাথে থাকুন কারণ আমার একটা অফার আছে আপনার জন্যে। 

আমার একটা কোর্স আছে NShamimPRO নামে।  এই কোর্সটা তাদের জন্যে: 

  • যারা অনেক ট্যাকনিক্যাল বিষয় নিয়ে ভিডিও দেখেও ইজিলি বুঝতে পারবে এবং মনে হবে আরে এইটা তো একদম ব্যাসিকের মতো সহজ।  
  • প্রজেক্টের মাঝখানে আটকে গেলে সপোর্র্ট ( যেমন সাইট অডিটিং) 
  • নতুন নতুন ট্রেন্ড এবং সেই বিষয়ে নতুন নতুন ভিডিও। 
  • বিভিন্ন ধরণের এক্সপেরিমেন্ট এবং তার ফলাফল। 
  • বিভিন্ন ধরণের লাইভ প্রজেক্ট এবং ফেইলর বা সাক্সেসের কেইস স্টাডি। 
  • ইনভেস্টমেন্ট অনেক আছে এমন + ইনভেস্টমেন্ট অল্প আছে এমন – মোটামোটি সবার কথা মাথায় রেখে কোর্স আপডেট প্রদান। 

অফার? 

আমাদের কোর্স এ  সাধারণত ৪০% ডিসকাউন্ট দেই বাংলাদেশিদের জন্যে সবসময় যেটা সাধারণত ১২০০০ টাকা। আজকে থেকে  ৩ ডিসেম্বর পর্যন্ত ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ৯৯৯৯ করা হলো. এইটা দিতেও যাদের সমস্যা – জাস্ট নক দিবেন আমাদের পেইজে। এই অফারের পরে কোর্স এ নতুন এডমিশন নেয়া বন্ধ করা হবে এবং সেটা কবে খুলে হবে সেটা নিয়ে আমি নিজেও সন্দিহান। কারণ আমার নিজের প্রজেক্ট ও বেড়ে গেছে অনেক। সপোর্র্টে সমস্যা নিয়ে নতুন মেম্বার নেয়া হবে না।  

অতএব চিন্তা করুন। ভাবুন যে কোথায় আপনি ইনভেস্ট করছেন। চটকদার কোন লাড্ডু কিনতে নাকি একটু কনফাইন্ড কিন্তু কাজের জিনিসে। 

দেখা হবে NShamimPRO তে।  

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap