ব্যাকলিংক নিয়ে এক একজনের মতামত একেক রকম যেমন কেউ ব্যাকলিংক করতেই নারাজ আবার কেউ আবার না বুঝেই ব্যাকলিংক করা শুরু করে দেয়। ব্যাকলিংক এর বিভিন্নতার জন্য এইটার প্রভাব কিন্তু বিভিন্ন হয়ে থাকে। অনেকের প্রশ্ন কখন কোন লিংক করতে হয়? তাই আজ এই বিষয়টি নিয়ে আমার লিখা চলুন তাহলে জেনে নেই কি কি ব্যাকলিংক কখন করতে পারি।
১) প্রথম ধাপঃ
ফাউন্ডেশন ব্যাকলিংক/ বেসিক ব্যাকলিংক করতে হবে। এই ধরণের ব্যাকলিংক কিন্তু আপনি একটি ওয়েবসাইট শুরু থেকেই করা যায়। এর তেমন কোনো খারাপ দিক নাই। বলতে পারেন প্যারাসিটামল টাইপ। আপনি এই লিংক গুলা করলে সার্চ ইঞ্জিন একটি ভালো সিগন্যাল পায় যার ফলে আপনার ইনডেক্সিং এ সুবিধা হয়ে থাকে। যেমনঃ ব্লগকমেন্ট, সোশ্যাল সিগন্যাল লিংক, ক্ষেত্র বিশেষে web ২.০, ফিডব্যাক সাইট লিংক, Q&A লিংকস, স্কলারশিপ লিংক, ডিরেক্টরি লিংকস, কমিউনিটি সাইট লিংকস।
২) দ্বিতীয় ধাপঃ
আপনার মোটামোটি প্রথম ধাপের কাজ শেষ এবং সাইট এর বয়স ৩/৪ মাসের হলে ও কনটেন্ট ২০/৩০ তা বা তার বেশি থাকলে আপনি পরবর্তী ধাপে যেতে পারেন। এই সময় আপনি আরো একটি পাওয়ারফুল ব্যাকলিংক এর দিকে মননিবেশ করবেন। যেমনঃ ৪০৪ লিংক রিক্লাইম্যাশন, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, অডিওলিংক, ইনফো গ্রাফিক লিংকস, ডকুমেন্ট লিংক (পিডিএফ শেয়ারিং), wiki লিংকস, EDU/GOV লিংকস।
৩) তৃতীয় ধাপঃ
আপনার ওয়েবসাইট এর বয়স ৪/৬ মাস বা তার বেশি আর পোস্ট সংখ্যা ৫০ বা তার বেশি তাহলে আপনি অল্প অল্প করে পরবর্তী ধাপে যান। এই ধাপে আপনি ব্যাকলিংক জগতের পাওয়ারফুল লিংক গুলাই করবেন। যেমনঃ HARO লিংক বিল্ডিং, গেস্টপোস্ট, কম্পিটিটর লিংক সোর্স, স্কাইস্ক্রেপার লিংকবিল্ডিং।
তবে আপনি অবশ্যই গেস্ট পোস্ট এর ক্ষেত্রে কমার্শিয়াল লিংক করা থেকে বিরত থাকবেন। আরো একটা জনপ্রিয় লিংকবিল্ডিং মেথডস আছে যেটা লোকাল এসইও বা সার্ভিস/বিসনেস সাইট এর জন্য লাগে তা হচ্ছে Press release লিংকবিল্ডিং।
আপনি অবশ্যই লিংক করার সময় ধাপ গুলা মাথায় রেখে করবেন। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন কীওয়ার্ড রিসার্চ ভালো হলে, অন-পেজ এসইও ভালো হলে, কনটেন্ট ঠিক থাকলে বেসিক লিংক বিল্ডিং ও কিছু গেস্ট পোস্ট অনেক ভালো ফল পাওয়া যায়।
- অনলাইন ক্যারিয়ার গড়তে হলে সাপোর্ট কতটা ইম্পরট্যান্ট ? - December 2, 2022
- ২০২৩ এসইও কেমন হবে ?প্রেডিকশন। - December 1, 2022
- লাস্ট গুগল আপডেট এরপর আমি ১০০+ অডিট করতে যেয়ে, যে যে সমস্যা গুলা পেয়েছি। - November 30, 2022