SEO এর দৃষ্টিতে ডোমেইন এক্সটেনশন ও RPM, CTR ও ইম্প্রেশন কি ?

##প্রশ্নঃ ১ আমি .com একটি ডোমেইন চুজ করি,কিন্তু সেটি এভেইলএবল না, এখন সেইম নামে অন্য এক্সটেনশন .info বা .org নিলে SEO এর ক্ষেত্রে বা অন্য কোন ক্ষেত্রে প্রব্লেম হবে কি? অভিজ্ঞরা মতামত দিলে উপকৃত হব।

– .com হচ্ছে টপ লেভেল ডোমেইন এক্সটেনশন আপনি যদি সেইটা না পান কিন্তু ডোমেইন নামটা মিনিংফুল মনে হয় আর আপনি যদি ব্লগ বা ইনফোরমেটিভ কোনো ওয়েবসাইট করেন তবে আপনি .info নিতে পারেন। কিন্তু .org আবার অর্গানিজশন এর এক্সটেনশন হিসেবে মিন করে থাকে তাই .com এর বদলে অর্গানিজশন না হলে .org না নেয়াই ভালো।

## প্রশ্নঃ ২ এখানে RPM বলতে আসলে কি বুঝানো হচ্ছে? প্রতি ১ হাজার এড ইমপ্রশনের বিপরীতে মোট Revenue কত নাকি প্রতি ১ হাজার ক্লিক থেকে মোট যে আয় হয় সেটা?

RPM= Page revenue per thousand impressions. RPM বলতে আপনার আনুমানিক আর্নিংকে, পেজ ভিউ নাম্বার দিয়ে ভাগ করলে সেই রেজাল্টকে ১০০০ দিয়ে গুন্ করলে যেই সংখ্যা পাওয়া যায় সেইটাই হচ্ছে RPM

##প্রশ্নঃ ৩ Page CTR বলতে আসলে কি বুঝানো হচ্ছে? CTR আদর্শ কত থাকা উচিত ?

CTR = Click Through Rate. এড ক্লিক এর নাম্বারকে, পেজ ভিউ নাম্বার দিয়ে ভাগ করলে যেই সংখ্যা পাওয়া যায় সেইটাই হচ্ছে CTR. আর আদর্শ CTR হচ্ছে ৩ থেকে ৫০ পর্যন্ত।

##প্রশ্নঃ ৪ Impression 825 টা মানে কি সাইটে ৮২৫ বার এড সামনে আসছে? নাকি অন্য কোন কিছু বুঝাচ্ছে?

ইম্প্রেশন একটি মেট্রিকস। ইম্প্রেশন হচ্ছে কত বার আপনার ওয়েবপেজ বা এডসকে দেখাইসে সেটাকে বুঝায়। ইম্প্রেশনকে “এডস ভিউ” হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে। এখন আসি আপনার প্রশ্নের সরাসরি উত্তরে, জি ইম্প্রেশন ৮২৫ মানে সাইট এ ৮২৫ বার এড ভিউ হয়েছে।   

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap