কোন হোস্টিংটি বেস্ট লোডিং স্পিড এর জন্য ?

#মোটামোটি অনেকদিন হল Bing Webmasters এ সাইট সামমিট করেছি। কিন্তু এখন পর্যন্ত একটা পেইজও ইনডেক্স হয়নি। কারো কাছে কি এর প্রপার সমাধান আছে?

বিঃদ্রঃ Bing Webmaster এ সাইট সাবমিট করার সময় নরমালি সাইট নিচ্ছিল না। ইরোর দেখাচ্ছিল। তারপর গুগুল সার্চ কনসোল একাউন্ট দিয়ে ইমপোর্ট করে সাইট সাবমিট করেছিলাম।

উত্তরঃ বিং ওয়েবমাস্টার সাবমিট করার পরেও ইনডেক্সিং এ সমস্যা হলে আপনি রি-চেক করেন ওয়েবসাইটটি সঠিকভাবে সাবমিট করা হইসে কিনা ? যদি ওয়েবসাইট ইনডেক্স হয়ে যায় কিন্তু পেজ বা পোস্ট ইনডেক্স না হলে আপনি “Index now” বা “ইনস্ট্যান্ট ইনডেক্স এপিআই” ব্যবহার করতে পারেন। 

তবে সাজেশন হচ্ছে গুগলে সাইট ঠিক মতন অপ্টিমাইজ করেন বাকি গুলা এমনি এমনিতেই হয়ে যাবে।  

#ব্লগিংয়ের জন্য কী ফ্রি থিম ইউজড করা ঠিক হবে? পেইড করলে কোনটা?

উত্তরঃ ব্লগিং এ আপনি যদি ফ্রি থিম দিয়েও শুরু করেন তাতেও কোনো সমস্যা নাই। আপনার হাতে যখন টাকা আসবে বরং ঐসময় আপনি পেইড থিম নিয়ে কাজ শুরু করেন।  

ফ্রি বা পেইড যেই থিম নেন না কেন ব্লগিং এর জন্য জেনারেট প্রেস/ Astra /Kadence যেকোনো ১টি থিম ব্যবহার করতে পারেন।  

#আমি প্রতিদিন একটা করে পোষ্ট দিতে চাই। এই ক্ষেত্রে প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে দিব না প্রতিদিন যে কোন সময় দিলে হবে।

উত্তরঃ সব থেকে ভালো হয় প্রতিদিন একটি নির্দিষ্ট সময় দিবেন কারণ গুগল বট এর ক্রল বাজেট থাকে। আপনি যদি নির্দিষ্ট সময় এ পোস্ট করেন প্রতিদিন গুগল বুঝতে পারবে যে বট কখন গেলে আপনার ওয়েবসাইট এ নতুন কোনো রিসোর্স পাবে। 

#কোন হোস্টিংটি বেস্ট লোডিং স্পিড এর জন্য ?

উত্তরঃ ডেডিকেটেড ভিপিএস সার্ভার বা হোস্টিং কোম্পানি থেকে নিলে ক্লাউড হোস্টিং যেকোনোটা। রেকমেন্ডেড হচ্ছে; WPX, Hostinger, Cloudways, AWS, Kinsta, Namehero  

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap