১) কোন keyword rank করেছে বা করবে কিনা কিভাবে বুঝবো?
প্রথমেই আসি কীওয়ার্ড রাঙ্ক করবে কিনা সেই বিষয়ে; আপনি যদি ব্লগিং বা এফিলিয়েট নিয়ে কাজ করে থাকেন তবে অবশ্যই কীওয়ার্ড রিসার্চ এর সময় লো কম্পিটেটিভ কীওয়ার্ড নিবেন, অনপেজ এসইও ও কনটেন্ট কীওয়ার্ড ইনটেন্ট অনুযায়ী লিখন।
লো কম্পিটেটিভ কীওয়ার্ড : এখন আপনি যদি লো কম্পিটেটিভ কীওয়ার্ড না বের করতে পারেন তাহলে এই পোস্টটি পড়ে ফেলুন। ‘
পোস্ট লিংক: https://tinyurl.com/m44csp4j
ভিডিও লিংক:
১) https://www.youtube.com/watch?v=dO-PsEF3r7g
২) https://www.youtube.com/watch?v=23SkSJxMGuk
যদি কীওয়ার্ড নিয়ে প্রশ্ন থাকে তবে কমেন্টে জানান।
অন-পেজ এসইও :
অন-পেজ এসইও হচ্ছে একটি ওয়েবসাইট এর বড় একটি পার্ট। আপনার যদি অন-পেজ এ সমস্যা থাকে তবে আপনি নানান সমস্যায় পড়বেন যেমন ইনডেক্সিং না হওয়া, পোস্ট ডি-ইনডেক্স হয়ে যাওয়া, রাঙ্ক হারানো সহ নানান সমস্যায় পড়বেন।
অন পেজ এসইও চেকলিস্ট লিংক: https://bn.nshamim.com/on-page-seo-checklist/
আপনার যদি অনপেজ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান।
কনটেন্ট:
আপনি কীওয়ার্ড রিসার্চ ভালো করলেন সাথে অন-পেজও ঠিক থাকে কিন্তু আপনি যদি কনটেন্ট কীওয়ার্ড এর ইনটেন্ট অনুযায়ী না লিখান তবে রাঙ্ক করাটা প্রায় অসম্ভব। তাই কনটেন্ট যাতে কীওয়ার্ড এর ইনটেন্ট অনুযায়ী হয় সেই জন্য আপনি কম্পিটিটর কনটেন্ট গুলা চেক করে দেখতে পারেন (যারা টপ টেন এ আছে)
এই পোস্টটি পড়ে ফেলুন; https://tinyurl.com/2p8xurmd
তাছাড়া আপনি যদি কনটেন্ট এর LSI, NLP ওয়ার্ড ও রিলেভেন্ট হেডিং বের করতে চান তবে আপনি Ahrefs/ Surfer SEO/ Frase.io ব্যবহার করতে পারেন।
আপনার যদি কনটেন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানান।
কীওয়ার্ড রাঙ্ক করেছে বুঝবেন কি করে ?
কীওয়ার্ড র্যাংক করলে বা র্যাংক করা কীওয়ার্ড ট্র্যাক করা যায় Ahrefs/ SEMrush এই ছাড়াও কিছু ফ্রি রাঙ্ক ট্র্যাকার দিয়ে।
ফ্রি রাঙ্ক ট্র্যাকার গুলা কি কি আছে যেগুলা মোটামোটি ভালো রেজাল্ট দেয় তা এই পোস্টা পড়লেই পাবেন; https://tinyurl.com/3rp2sm9j
২) DR কমে যায় কি কারণে ?
DR কমার মূল কারণ হচ্ছে ব্যাকলিংক যদি লস্ট হয়ে যায়। আরো একটা কারণ আছে সেইটা হচ্ছে ধরেন আপনি ভালো কোনো অথরিটি সাইট থেকে ব্যাকলিংক নিলেন বা পেলেন কিছু দিন পর দেখা গেলো সেই সাইট তা কোনো কারণে তার DR কমে গেলো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট এর DR- এর উপর প্রভাব পড়বে।
৩) বাংলা সাইট এর ইউআরএল বাংলায় দিবো না ইংলিশ এ দিবো ?
বাংলা সাইট এর ইউআরএল যদি বাংলায় দেন তবে সেইটা আসলে এসইও ফ্রেন্ডলি হয় না হয় পানি ইংলিশে দিবেন না হয় বাংলিশ এ দিবেন। বাগলিস যেমন ধরেন কক্সবাজার নিয়ে কোনো কনটেন্ট লিখছেন। তার ইউআরএল হয় আপনি দিবেন ইংলিশ হলে : longest-sea-beach-cox’sbazar আর বাংলিশ হলে: dirghotomo-somudro-soikot-cox’sbazar.
- কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে। - May 29, 2023
- ইনফরম্যাশনাল ও বায়িং কীওয়ার্ড কত রকমভাবে খুঁজতে পারেন ? - May 28, 2023
- ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ? - May 27, 2023