আমরা জানি নিশ সিলেকশন এর পর সব থেকে বড় কাজ হচ্ছে কীওয়ার্ড রিসার্চ করা। আর কীওয়ার্ড রিসার্চ করতে গেলেই আমারদের সামনে যেই বিষয়টা চোখে ভেসে উঠে সেইটা হচ্ছে সার্চ ভলিউম; কীওয়ার্ড ডিফিকাল্টি; কীওয়ার্ড এর কম্পেটিশন। তবে কীওয়ার্ড এর LSI ও FAQ বের করাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ সাথে কীওয়ার্ড তার ট্রেন্ড আছে কিনা সেইটাও দেখতে হবে।
তাই চলুন দেখে নেই কীওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে কোনো কোন এক্সটেনশন গুলা বেশ গুরুত্বপূর্ণ ?
১) Keyword Everywhere:
এই এক্সটেনশনটির সাথে অনেকেই পরিচিত থাকার কথা। কীওয়ার্ড খোঁজার জন্য এই এক্সটেশনটা বেশ কাজের যদিও সেইটা পেইড। তবে ফ্রীতে এই এক্সটেশনটা আপনাকে রিলেটেড কীওয়ার্ড ডাটা; লং-টেইল কীওয়ার্ড ডাটা ও পিপল অলসো আস্কসহ আরো পাবেন কীওয়ার্ড এর ট্রেন্ড ডাটা।
২) Keyword Planner:
কীওয়ার্ড প্লানার এক্সটেশন এর মাধ্যমে আপনি রিলেটেড কীওয়ার্ড এর সাথে সাথে আপনি অনেক কীওয়ার্ড এর লিস্ট পাবেন যার ফলে আপনি ঐ কীওয়ার্ড গুলা নিজের কনটেন্ট বডিতে ইমপ্লিমেন্ট করতে পারবেন সাথে FAQ হিসেবে অ্যাড করতে পারবেন।
৩) Ubersuggest extention:
Ubbersuggest এক্সটেনশনটিও আপনি সার্চ ভলিউমসহ ট্রেন্ড এর ডাটা পাবেন। তবে আমার পার্সোনাল মতামত অনুযায়ী উপরের ২ টি এক্সটেনশন এর থেকে বেশ ভালো
৪) Keyword Serfur:
কীওয়ার্ড সার্ফার এক্সটেনশনটিতে অন্যান্য এক্সটেশনের মতন হলেও এটিতে আপনি কীওয়ার্ড ট্রেন্ড পাবেন না অন্যদিকে, এর একটা ভালো ফিচারস আছে সেইটা হচ্ছে কীওয়ার্ড আইডিয়া যার ঠিক আপনি ভালো কিছু রিলেটেড কীওয়ার্ড পেতে পারেন।
- অনলাইন ক্যারিয়ার গড়তে হলে সাপোর্ট কতটা ইম্পরট্যান্ট ? - December 2, 2022
- ২০২৩ এসইও কেমন হবে ?প্রেডিকশন। - December 1, 2022
- লাস্ট গুগল আপডেট এরপর আমি ১০০+ অডিট করতে যেয়ে, যে যে সমস্যা গুলা পেয়েছি। - November 30, 2022