আমাজন এফিলিয়েট করার ক্ষেত্রে আমাদের অনেক গুলা টুলস লাগে যা পেইড ও অনেক ক্ষেত্রে আপনি কিছু অল্টারনেটিভ টুলস পাবেন যেইগুলা ফ্রি। এখন চলুন জেনে নেই কোন কোন টুলস গুলা আপনার লাগতে পারে;
১) প্রি-কনটেন্ট রাইটিং:
আপনি যদি কীওয়ার্ড রিসার্চ বা LSI কীওয়ার্ড/সাপোর্টিভ কীওয়ার্ড অথবা আপনি যদি FAQ প্রশ্ন গুলা নিতে যান তবে আপনাকে হয় পেইড টুলস বা নেউবি হলে ফ্রি টুলস ব্যবহার করতে পারেন। পেইড টুলস ব্যবহার করলে Ahrefs/ SEMrush/ keyword everywhere = কীওয়ার্ড রিসার্চ ও LSI কীওয়ার্ড ও FAQ এর জন্য।
অন্যদিকে আপনি যদি ফ্রীতে ব্যবহার করতে চান তবে কীওয়ার্ড রিসার্চের, LSI কীওয়ার্ড/সাপোর্টিভ কীওয়ার্ড এর ক্ষেত্রে গুগল অটো সাজেস্ট ও Keyword serfur ব্যবহার করতে পারেন আর FAQ এর জন্য “People Also ask”
কনটেন্ট এর গ্রামার চেক:
কনটেন্ট লিখার পর গ্রামার চেকার হিসেবে আপনি পেইড টুলস হিসেবে Grammerly Premium ব্যবহার করতে পারেন ও রিডিং স্কোর দেখার জন্য আপনি Grammerly Premium থেকে দেখতে পারেন।
অন্যদিকে, ফ্রীতে আপনি গ্রামার চেকার হিসেবে গুগল ডক ব্যবহার করতে পারেন ও রিডিং স্কোর দেখার জন্য আপনি Hemingway Editor ব্যবহার করতে পারেন।
কনটেন্ট অপ্টিমাইজেশন :
কনটেন্ট অপ্টিমাইজ এর ক্ষেত্রে আপনি যদি পেইড টুল ব্যবহার করতে চান তবে, Serfur SEO, Frase.io, Marketmuse ব্যবহার করতে পারেন।
ফ্রীতে আপনি Frase ৫ টি কনটেন্ট অপ্টিমাইজেশন এর কাজ করতে পারবেন।
প্লাজিয়ারিজম চেকার:
কনটেন্ট লিখার পর সেইটা অবশ্যই দেখতে হবে ইউনিক কিনা ? তার জন্য আপনি পেইড টুলস গুলার মধ্যে ভালো হচ্ছে; Copyscape & Quetext
যদিও ফ্রীতে খুব একটা ভালো রেজাল্টস পাওয়া যায় না তবুও SEO Small Tools বেশ ভালো ফ্রি টুল গুলার মধ্যে।
স্পান কনটেন্ট চেকার :
কনটেন্ট ইউনিক কিন্তু স্পান কনটেন্ট তাহলেও কিন্তু আপনি সহজে রাঙ্ক করতে পারবেন না তাই এই ক্ষেত্রে আপনি spinmenot.io টুলসটি ফ্রীতেই ব্যবহার করতে পারেন।
কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন।
- কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে। - May 29, 2023
- ইনফরম্যাশনাল ও বায়িং কীওয়ার্ড কত রকমভাবে খুঁজতে পারেন ? - May 28, 2023
- ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ? - May 27, 2023