## মোবাইল ও ডেস্কটপে ডিফারেন্ট টাইটেল দেখায় কেন ?
গুগল রিসেন্টলি তাদের রিসেন্ট আপডেট এ নিজেই টাইটেল চেঞ্জ করে দিচ্ছে কারণ গুগল হয়তো আপনার দেয়া টাইটেল কনটেন্ট এর কনটেক্সট অনুযায়ী হয় নাই বলেই মনে করছে। এই ক্ষেত্রে আমাদের আসলে কিছু করার নাই।
কিন্তু অন্য দিকে আমরা জানি ৬৫ ক্যারেক্টর এর মধ্যে টাইটেল হতে হয়। কিন্তু এই ৬৫ ক্যারেক্টর এর টাইটেল ডেস্কটপে ঠিকঠাক দেখা গেলেও মোবাইলে ছোট স্ক্রিন এ দেখতে সমস্যা হয়ে থাকে তাই আপনি যদি ৫৯ ক্যারেক্টার টাইটেল দেন তবে সেইটা মোবাইল ও ডেস্কটপে ঠিকঠাক দেখা যেয়ে থাকে। সেইক্ষেত্রে ২ তা ডিভাইস এ একই টাইটেল দেখাবে।
## ব্র্যান্ড নাম যদি টাইটেল এর সাথে রাখা হয় তাহলে সেইটা কি ভালো ?
অনেক ক্ষেত্রেই আমরা দেখি অনেকেই টাইটেল এর পরে ডোমেইন নাম বা ব্র্যান্ড নামটা দিয়ে থাকে। এইটা আসলে কোনো ইস্যু না বরং ভালোই হয়।
## প্রপার একটি টাইটেল কি রাঙ্ক করতে সাহায্য করে ?
এক কথায় বলতে গেলে হা, একটি ক্লিকবেইট টাইটেল অবশ্যই আপনাকে রাঙ্কিং এ সাহায্য করবে কারণ ঐ টাইটেল এর কারণে ক্লিক থ্রু রেট (CTR ) বেড়ে যায়।
- কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে। - May 29, 2023
- ইনফরম্যাশনাল ও বায়িং কীওয়ার্ড কত রকমভাবে খুঁজতে পারেন ? - May 28, 2023
- ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ? - May 27, 2023