## লাইটহাউসে 100 স্কোর অর্জন করা মানেই কি এসইও জন্য ভালো ?
লাইট হাউস স্কোর আসলে দেখা হয়ে থাকে কম্বাইন পারফরমেন্স, সাইট এর একসেসএবিলিটি এর উপর। সাইটকে গ্রেডেড করা হয় ৪ টি ভাগে যার ফলে এটির স্কোর ০-১০০ এর মধ্যে হয়ে থাকে। ১০০ এর মধ্যে যত স্কোর বেশি হয় যার মানে হচ্ছে আপনার সাইটটি কোর ভাইটাল ওয়েব ইস্যু বিহীন।
তবে অবশ্যই এটি ১০০ এর মধ্যে যত বেশি স্কোর হবে সাইটটি SEO এর জন্য তত ভালো।
## একটি সাইটম্যাপ কেন ইম্পরট্যান্ট ?
একটি সাইটম্যাপ Google কে বলে যে আপনি কোন পেজগুলি এবং ফাইলগুলি আপনার সাইটে গুরুত্বপূর্ণ বলে মনে করেন এবং এই ফাইলগুলি সম্পর্কে মূল্যবান তথ্যও সরবরাহ করে। উদাহরণস্বরূপ, যখন পেজটি সর্বশেষ আপডেট করা হয় এবং পেজ এর কোনও বিকল্প ভাষা সংস্করণ করা হয়।
## Google Bot এর জন্য মেটা ডেসক্রিপশন কতটা গুরুত্বপূর্ণ?
যদিও গুগল এখন মেটা ডেসক্রিপশন নিজেই নিয়ে নেয় তবে বেস্ট প্রাকটিস হচ্ছে মেটা ডেসক্রিপশন নিজে লিখা। তাই গুগল অপ্টিমাইজ মেটা ডেসক্রিপশন হিসেবে ১৫৫-১৬০ ক্যারেক্টার সাজেস্ট করে থাকে। যদিও মেটা ডেসক্রিপশনটা বর্ণনামূলক হলে ভালো হয় তথাপি সেইটা অবশ্যই কনটেন্ট এর সারাংশ হিসেবে প্রতিফলিত হতে হবে।
- অনলাইন ক্যারিয়ার গড়তে হলে সাপোর্ট কতটা ইম্পরট্যান্ট ? - December 2, 2022
- ২০২৩ এসইও কেমন হবে ?প্রেডিকশন। - December 1, 2022
- লাস্ট গুগল আপডেট এরপর আমি ১০০+ অডিট করতে যেয়ে, যে যে সমস্যা গুলা পেয়েছি। - November 30, 2022